অণুগল্পঃ সুপ্ত বাসনা Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ২৯ আগস্ট, ২০১৪, ০৯:২১:০৪ সকাল



লাঞ্চের আর আধা ঘন্টা বাকি।

রফিক সাহেব ওজু করে এসেছেন। নিজের সীটে বসা। এই অবস্থায় মোবাইলে ফোন এলো।

ছেলের ফোন!

মুহুর্তেই অন্যরকম এক ভালো লাগা মনের আঙ্গিনায় এসে ভীড় করে।

সবসময়ই এরকম হয়।

দুই মেয়ে আর এই একমাত্র ছেলেটিকে নিয়েই রফিক সাহেবের জগত। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। সেই ঘরে দুই নাতি। ছেলেটি মেঝ। এম,বি, এ শেষ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জুনিয়র অফিসার হিসাবে জব করছে। তা প্রায় বছরখানেক হয়ে গেল। ছোট মেয়েটি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। বাড়ীতে মায়ের সাথে থাকে।

ঢাকায়- একই শহরে থাকার পরেও বাবা-ছেলের ভিতর দেখা খুব কমই দেখা হয়। রফিক সাহেব প্রতি মাসে বেতনের পরে শুক্রবার মিলিয়ে একদিন ছুটি নিয়ে বাড়ীতে যান। সবাই একত্রিত হন তখন। বড় মেয়ে এবং মেয়েজামাই আসে। ছেলের শুক্র ও শনিবার বন্ধ থাকাতে সেও আসে।

জীবনটাকে কেমন সম্পুর্ণ মনে হয় তখন।

আর মাসের বাকি সময়টা সেই একঘেয়ে মেস জীবন...

আসলে রফিক সাহেবের এই বয়সে সবাইকে নিয়ে একসাথে থাকার কথা। নাতিদেরকে নিয়ে ফুর্তি করবেন... অথচ বাস্তবতা কি নির্মম!

তিনি এখনো কল্পনাই করতে পারেন না এই চাকরিটা ছেড়ে দিবেন... কিংবা তাঁকে ভদ্রভাবে চলে যেতে বলা হবে।

কত কাজ এখনো বাকি!!

ছোট মেয়ের বিয়ে দিতে হবে... ছেলের বিয়ে... তাঁর আগে পুরনো টিনশেড ঘরটাকে ভেঙ্গে একটা ছোট বিল্ডিং...

কবে যে হবে! Good Luck

বিষয়: সাহিত্য

১০৮১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259374
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৫
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : লিখতে থাকুন অনুগল্প। গল্পের কাহিনী ঠিক আছে কিন্তু হৃদয়বিদারক হবার কথা ছিল আরো। প্রকাশভঙ্গির ভিন্নতা আনলে অনুগল্পগুলো সুন্দর হয়ে উঠবে।
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৯
203218
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে। হ্যা, একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছি। এখানে একজন ষাট ছুঁই ছুঁই মানুষ্কে তুলে ধরেছি, যিনি এখনো পরিবারের প্রিয়জনদেরকে ছেড়ে কর্মক্ষেত্রে থাকতে বাধ্য হয়েছেন।
এভাবে সব সময় মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করলে খুশী হবো, অনেক শুভেচ্ছা রইলো।Happy Good Luck
259375
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৭
দ্য স্লেভ লিখেছেন : গল্পটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল !
২৯ আগস্ট ২০১৪ সকাল ১০:০৩
203219
মামুন লিখেছেন : আমার অণুগল্পের 'গুরু' বাকপ্রবাস ভাই এর কাছ থেকে শেখা সিষ্টেমে লিখতে চেষ্টা করেছি। তবে এখনো শিক্ষানবিসের পর্যায়ে থাকায় একটু এলোমেলো লাগছে। ইনশা আল্লাহ সময়ে ঠিক হয়ে যাবে। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভাই। Happy Good Luck
259378
২৯ আগস্ট ২০১৪ সকাল ১০:২১
বুড়া মিয়া লিখেছেন : ছোটগল্প আর অনুগল্পের মধ্যে পার্থক্য কি মামুন ভাই?
এটার কি আলাদা কোন সংজ্ঞা আছে?
২৯ আগস্ট ২০১৪ সকাল ১০:৫০
203228
মামুন লিখেছেন : ছোট গল্প যেখানে একটি পরিসমাপ্তি থাকে, কিন্তু অতোটা ডিটেইলসে না। আর অণুগল্প আসলে পাঠককে লেখক বানাবার এক সফল প্রয়াস। কিছু হিন্টস থাকবে, যা নিয়ে পাঠক চিন্তার গভীরে একান্ত নিজের মত করে একটি গল্পের ভিতরে সঞ্চরণশীল হবে। অণুগল্পে কোনো সমাপ্তি থাকবে না, শুরুও থাকবে না। শুদু একটি কনসেপ্ট থাকবে। আমার চিন্তাভাবনায় এটুকুই এলো। অন্যরা বলতে পারবেন ভালো। আমি সব ক্ষেত্রের মতো এখানেও এখনো শিক্ষানবীস।

ধন্যবাদ ভাই আপনার সময় দিয়ে সাথে থাকবার জন্য। শুভেচ্ছা রইলো।Happy Good Luck
২৯ আগস্ট ২০১৪ সকাল ১০:৫২
203229
মামুন লিখেছেন : ছোট গল্প যেখানে একটি পরিসমাপ্তি থাকে, কিন্তু অতোটা ডিটেইলসে না। আর অণুগল্প আসলে পাঠককে লেখক বানাবার এক সফল প্রয়াস। কিছু হিন্টস থাকবে, যা নিয়ে পাঠক চিন্তার গভীরে একান্ত নিজের মত করে একটি গল্পের ভিতরে সঞ্চরণশীল হবে। অণুগল্পে কোনো সমাপ্তি থাকবে না, শুরুও থাকবে না। শুরু বলতে নির্দিষ্ট কোনো প্রারম্ভিক সূচনা থাকবে না। শুধু একটি কনসেপ্ট থাকবে। আমার চিন্তাভাবনায় এটুকুই এলো। অন্যরা বলতে পারবেন ভালো। আমি সব ক্ষেত্রের মতো এখানেও এখনো শিক্ষানবীস।

ধন্যবাদ ভাই আপনার সময় দিয়ে সাথে থাকবার জন্য। শুভেচ্ছা রইলো।Happy Good Luck
259400
২৯ আগস্ট ২০১৪ সকাল ১১:৪২
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : শেষ হয়েও হইলোনা শেষ!
২৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৩
203251
মামুন লিখেছেন : হ্যা ভাই, শেষ শেষ আমেজ রয়ে যাবে শুধু, সেখান থেকেই পাঠকের চলা শুরু হবে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
শুভেচ্ছা রইলো।Happy Good Luck Good Luck
259406
২৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:০২
কাহাফ লিখেছেন : ব্লগে এসেই আগে আপনার লেখা পড়ি,শিখতে চেষ্টা করি কিছু।কিভাবে শেখার গতি টা বাড়ানো যায়-সে বিষয়ে একদিন লিখুন না Please...................
২৯ আগস্ট ২০১৪ দুপুর ১২:২২
203254
মামুন লিখেছেন : এই বিষয়ের মাষ্টার ব্লাষ্টার ব্যাটসম্যান হলেন আমার প্রিয় বন্ধু 'আতিক খান'। তাকে অনুরোধ করলে সে এই বিষয়ে অবশ্যই একটি পোষ্ট লিখতে পারে। আমার খুব প্রিয় একজন ব্লগার এবং ফেসবুক লেখক।
আপনার মন্তব্যে কিছুটা আনন্দ মেশানো বিচলিত অনুভূতির সঞ্চার হল মনে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো অনেক অনেক।Happy Good Luck Good Luck
259424
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩১
বাকপ্রবাস লিখেছেন : দারুণ শুরু, অণুগল্প লিখতে পারার একটা মজা আছে, আপনি সেই মজাটা খুব সহজেই ধরতে পারবেন, আমি শিউর কারন আপনার প্লট এর অভাব নেই, একটার পর একটা যখন লিখতে থাকবেন দেখবেন আরো লিখার প্রেমে পড়ে গেছেন, অনেক সময় এমনও হতে পারে একটা বড় প্লট অণুগল্প লিখার কারনে ছোট করে লিখতে হলো তবুও লিখুন দেখবেন বড় গল্পের চাইতে অণুগল্পটাই স্বার্থক হতে পারে, আবার একই প্লট নিয়ে বড় গল্প আর অনুগল্প দুটাই লিখতে পারেন সময় করে, প্রথমে অণুগল্প লিখে ছেড়ে দিন তারপর সময় করে বড় গল্প লিখে ফেলবেন, ধারনাগুলো আমার ব্যাক্তিগত, জাস্ট শেয়ার করলাম
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫০
203286
মামুন লিখেছেন : আপনাকে আমার অণুগল্প লিখবার গুরু মেনেছি। আপনার লেখাগুলো ষ্টাডি করছি।
হ্যা, ঠিকই বলেছেন। একই প্লট নিয়ে আগে অণুগল্প লিখে পরবর্তীতে বড় গল্প লেখা যেতে পারে।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেবার জন্য। ব্লগে আসার অন্যতম উদ্দেশ্যই ছিল, অন্য ব্লগারদের কাছ থেকে প্রতিনিয়ত কিছু শিখবার, তাদের লেখার স্টাইল লক্ষ্য করে নিজের স্টাইলের সাথে নিজস্বতা মিশিয়ে আলাদা নান্দনিকতায় ডুবে যাওয়া।
আপনার জন্য অনেক শুভেচ্ছা।Happy Good Luck Good Luck
259444
২৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৮
বাকপ্রবাস লিখেছেন : Click this link
একটা লিঙক দিলাম, সেখান থেকে নাস্তিকতা বাদ দিয়ে আপনার নিজেরগুলো আপনি বুঝে নেবেন, সেখান থেকে অণুগল্পের অনেক ফরমেট পাবেন, এবং সেই সাইট এর এডিমন বিলাল সাহেব এর কালজয়ী পঙক্তিমালা একটা সাইট আছে সেখান অণগল্প নিয়ে গবেষণ হয়ে যাচ্ছে বলা যায়, তার লিঙক সার্চ করে পেলে আপনাকে দিয়ে দেব
২৯ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২১
203303
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ লিংকটির জন্য।
খুশী হলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।Happy Good Luck
259828
৩১ আগস্ট ২০১৪ রাত ১২:৫৯
বৃত্তের বাইরে লিখেছেন : উপরে সাহিত্য গুরুরা মূল্যবান মন্তব্য দিয়েছেন। আমার কাছে পড়তে ভাল লাগল Good Luck Rose
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৬
203659
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে ভাই। অনেক শুভেচ্ছা রইলো।Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File