অণুগল্পঃ সুপ্ত বাসনা
লিখেছেন লিখেছেন মামুন ২৯ আগস্ট, ২০১৪, ০৯:২১:০৪ সকাল
লাঞ্চের আর আধা ঘন্টা বাকি।
রফিক সাহেব ওজু করে এসেছেন। নিজের সীটে বসা। এই অবস্থায় মোবাইলে ফোন এলো।
ছেলের ফোন!
মুহুর্তেই অন্যরকম এক ভালো লাগা মনের আঙ্গিনায় এসে ভীড় করে।
সবসময়ই এরকম হয়।
দুই মেয়ে আর এই একমাত্র ছেলেটিকে নিয়েই রফিক সাহেবের জগত। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। সেই ঘরে দুই নাতি। ছেলেটি মেঝ। এম,বি, এ শেষ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জুনিয়র অফিসার হিসাবে জব করছে। তা প্রায় বছরখানেক হয়ে গেল। ছোট মেয়েটি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। বাড়ীতে মায়ের সাথে থাকে।
ঢাকায়- একই শহরে থাকার পরেও বাবা-ছেলের ভিতর দেখা খুব কমই দেখা হয়। রফিক সাহেব প্রতি মাসে বেতনের পরে শুক্রবার মিলিয়ে একদিন ছুটি নিয়ে বাড়ীতে যান। সবাই একত্রিত হন তখন। বড় মেয়ে এবং মেয়েজামাই আসে। ছেলের শুক্র ও শনিবার বন্ধ থাকাতে সেও আসে।
জীবনটাকে কেমন সম্পুর্ণ মনে হয় তখন।
আর মাসের বাকি সময়টা সেই একঘেয়ে মেস জীবন...
আসলে রফিক সাহেবের এই বয়সে সবাইকে নিয়ে একসাথে থাকার কথা। নাতিদেরকে নিয়ে ফুর্তি করবেন... অথচ বাস্তবতা কি নির্মম!
তিনি এখনো কল্পনাই করতে পারেন না এই চাকরিটা ছেড়ে দিবেন... কিংবা তাঁকে ভদ্রভাবে চলে যেতে বলা হবে।
কত কাজ এখনো বাকি!!
ছোট মেয়ের বিয়ে দিতে হবে... ছেলের বিয়ে... তাঁর আগে পুরনো টিনশেড ঘরটাকে ভেঙ্গে একটা ছোট বিল্ডিং...
কবে যে হবে!
বিষয়: সাহিত্য
১০৮১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে সব সময় মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করলে খুশী হবো, অনেক শুভেচ্ছা রইলো।
এটার কি আলাদা কোন সংজ্ঞা আছে?
ধন্যবাদ ভাই আপনার সময় দিয়ে সাথে থাকবার জন্য। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ ভাই আপনার সময় দিয়ে সাথে থাকবার জন্য। শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
শুভেচ্ছা রইলো।
আপনার মন্তব্যে কিছুটা আনন্দ মেশানো বিচলিত অনুভূতির সঞ্চার হল মনে।
ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো অনেক অনেক।
হ্যা, ঠিকই বলেছেন। একই প্লট নিয়ে আগে অণুগল্প লিখে পরবর্তীতে বড় গল্প লেখা যেতে পারে।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেবার জন্য। ব্লগে আসার অন্যতম উদ্দেশ্যই ছিল, অন্য ব্লগারদের কাছ থেকে প্রতিনিয়ত কিছু শিখবার, তাদের লেখার স্টাইল লক্ষ্য করে নিজের স্টাইলের সাথে নিজস্বতা মিশিয়ে আলাদা নান্দনিকতায় ডুবে যাওয়া।
আপনার জন্য অনেক শুভেচ্ছা।
একটা লিঙক দিলাম, সেখান থেকে নাস্তিকতা বাদ দিয়ে আপনার নিজেরগুলো আপনি বুঝে নেবেন, সেখান থেকে অণুগল্পের অনেক ফরমেট পাবেন, এবং সেই সাইট এর এডিমন বিলাল সাহেব এর কালজয়ী পঙক্তিমালা একটা সাইট আছে সেখান অণগল্প নিয়ে গবেষণ হয়ে যাচ্ছে বলা যায়, তার লিঙক সার্চ করে পেলে আপনাকে দিয়ে দেব
খুশী হলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন