ব্যার্থতার পথ ধরেই সফলতা আসে..

লিখেছেন লিখেছেন প্রাইভেট ডিটেকটিভ ২৩ জুন, ২০১৪, ১০:৩৭:৩০ রাত

মানুষ মাত্রেই জীবনের নানান ঘাত প্রতিঘাতের মাঝেও

আমরা জীবনের সফলতা খূজে বেড়াই-

আমিও তার ব্যতিক্রম নই।

অনেক সময় ভাবি-আসলে সফলতা কী ?

আজ সফলতা নিয়ে আমার ব্যক্তিগত ধারনা সংক্ষিপ্ত ভাবে

পাঠকদের সাথে শেয়ার করতে চাই।

সফলতা আপেক্ষিক শব্দ।

সফলতার পূর্ব প্রয়োজনগুলো হতে পারেঃ-

(১) স্বচ্ছতা,

(২) আর্থিক সামর্থ্য,

(৩) যোগ্যতা,

(৪) প্রতিযোগিতা,

(৫) পারিপার্শ্বিকতা,

(৬) সামাজিক অবস্থান।


সফলতাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে মোটামুটিভাবে বলা যায়,

লক্ষ্য নির্ধারণ করে, সঠিক পরিকল্পনামাফিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে

কাজ সম্পাদন করতে পারাটাই সফলতা।

সফলতার মধ্যে স্বাতন্ত্র্য থাকে।

সফলতা দুই ধরনের হতে পারে।

একটা হচ্ছে গুণগত, আরেকটি হচ্ছে পরিমাণগত।

সব সময় দু'টো ধরন যুগপৎভাবে ধরা দেয় না।

তখন জীবন হয় আংশিক।

জীবন চলার পথে সফল হতে হলে অবশ্য নিজের শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।

দুঃখ, মনোকষ্ট, ক্ষোভ, যন্ত্রণা এগুলো চিরদিন থাকবে।

কারণ দুঃখের শিক্ষা না পেলে সাফল্য পাওয়াটা বড় কঠিন।

প্রত্যেক সুখের সঙ্গে জড়িয়ে থাকে দুঃখ এবং দুঃখের সঙ্গে সুখ। এই দুঃখকে অনুধাবন করতে পারলেই প্রকৃতপক্ষে আমরা সঠিক সাফল্যের পথ খুঁজে পাবো।

ব্যার্থতা আসবেই।ব্যার্থতার পর সফলতা আসে।

তাই ব্যার্থতা মেনে নিন।

-ব্যার্থতায় মন খারাপ করে কাজে পিছপা হলে সফলতা আসবে না।

তাই ব্যার্থতাকে অভিজ্ঞতা মনে করে নতুন উদ্যোমে কাজে লেগে পড়ুন Bee

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238146
২৪ জুন ২০১৪ রাত ১২:০১
মেহেদী জামান লিজন লিখেছেন : ঠিক এ বলেছেছেন ধন্যবাদ
238395
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৪
আফরা লিখেছেন : ভালো লাগলো Good Luck Good Luck
241910
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:২৬
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আসলে যেকোন কাজের সফলতার জন্য ধৈর্যটা জরুরী! ভাল লাগল !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File