পতাকা কথন
লিখেছেন লিখেছেন আরবি ১৫ জুন, ২০১৪, ১২:২৫:৩৫ দুপুর
চলছে বিশ্বকাপ ইউরোপ আমেরিকা বলছে দ্যা গ্রেটেষ্ট শো অন আর্থ । আমরা বলি বিলিয়ন চোখের মিলন মেলা । এই হুড়ো গুড়োতে আমরা একধনের আনন্দ পাই । আমাদের আর যাদের বিনোদনের কোন ক্ষেত্র নাই । তাহারা কিছু একটা শব্দ শুনলেই মহা ব্যাস্ত । কি হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে যে এসব আমাদের জানা চাইই চাই । আমি না জানলে যেন এসবের সমাধান সম্ভব না । এই কারনেই বেকার আর আকামাদের দেশে এসব বেশি জনপ্রিয় । ঐশ্বরিয়া চিকন হবেন আর অভিষেকের মুখে তিন তিন ইঞ্চি দাড়ি গজিয়েছে এটিইও হয়ে উঠে আমাদের কাছে বিশ্বয়কর সংবাদ । কারন ওই একটাই আমাদের কাজ কম্ম বড্ড কম । আমরা বারাক ওবামার নাম জানি রবিন্দ্র নাথের ফুফাশশুরের নাম জানি । কিন্তু জানি না আমাদের জাতীর জনক বঙ্গবন্ধুর নানার নাম । কি করুন দশা এ জতীর । ব্রেইন ফ্রেশ করার জন্য আমাদের আরেকটি সাউন্ড ঘুম দেয়া কর্তব্য ।
কিন্তু বিশ্বকাপ আর এসব তো আর এক না । বিশ্বকাপ একটা ভিন্ন ব্যাপার । ইহা পৃথিবীর ছয়শ কোটি মানুষকে এক কাতারে হাজির করে । এখানে বিভেদ থাকে কেবল আর্জেন্টিনা । আমরা বিভেদের জাতী বিভেদ তো করতেই হবে । আষ্টা আষ্টি আমাদের রক্তের নেশা । ব্রাজিল একহাত পতাকা লাগাবে তো আর্জেন্টিনা লাগাবে পাঁচ হাত পতাকা । কিন্তু ঘরের ছোট কাজের মেয়েটির ছেড়া গেঞ্জি এদের নজরে আসে না । আর্জেন্টিনা পাতাকা এরা লাগাবেই লাগাবে ।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন