তুই তোর মতো আমি আমার মতো

লিখেছেন লিখেছেন ইমরানের ব্লগ ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০১:০৫ সকাল

তুই তোর মতো

আমি আমার মতো

তুই বলছিস চল দুজন এক হয়ে যাই, কিভাবে এক হবি?

একের সাথে আর এক জুড়লে দুই হয়, একতো হওয়ার কথা না!

তুই বললি দুটি দেহের একটি আত্মা থাকবে. আমি এবারো মানতে পারিনি..

আমাদের দুজনার দুটি আত্মা যেই একটা আত্মা বাদ দেবো সে বাচবো কিভাবে?

তার চেয়ে আমার কথা শোন আমরা দুই জনই থাকি.. কেননা

তুই তোর মতো

আমি আমার মতো...

দুজনে দুজনকে ভালবাসি

মন প্রান উজার করেই না হয় ভালবাসলাম।

আমার কথা তোর ভাল্লাগলো না,

তুই বলিস আমি রোমান্টিক না...

আমি বলি তুই যদি আমাকে ভালবাসবি তবে আমি যেমন আছি তেমন বাসবি না কেনো?

আমি যদি তোর কথা মতো রোমান্টিক হওয়ার জন্য আমাকে বদলাই তবেতো আমি আর আমি থাকবো না..

তার চেয়ে আমার ভালবাসা আমার কাছেই

থাক তোর রোমান্টিক ভালবাসা নিয়ে

তুই খুজে নে রোমান্টিক কাউকে..

আমার সাথে তোর কিছুতেই হবেনা কেননা

তুই তোর মতো

আমি আমার মতো..

বিষয়: সাহিত্য

১৬৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302753
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৯
হতভাগা লিখেছেন : সব ধান্ধাবাজি ।

এক হয়ে গেলেই প্রথমে চাইবে আপনার এটিএম কার্ড এবং সাথে জয়েন্ট একাউন্ট খুলতে চাইবে । যেখানে তার কোন জমা থাকবে না ।

একটু এদিক সেদিক হলে এক আত্মার দোহাই দিয়ে সেন্টিমেন্ট খেলবে ।

উনার কাছ থেকে কিছু পেতে চাইলে তখন আর এক আত্মা থাকবেন না । আপনার আত্মা তার কাছে বিক্রি হয়ে গেছে।
302755
০৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File