আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়েত
লিখেছেন লিখেছেন নুসরাত জাহান ২১ জুন, ২০১৪, ০৩:৪৪:৩৯ দুপুর
আমরা যাঁরা শুধু কোরআন তিলাওয়াত করি কিন্তু কোরআন এর নির্দেশনা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি না ,কোরআন কি কখনো তাদেরকে হিদায়েত দিতে বা ভালো মানুষ বানাতে পারবে? কোরআন এর হিদায়েত পাবে তারাই যারা মুত্তাকি অর্থাৎ যারা আল্লাহ কে বিশ্বাস করে তার আদেশ মানার চেষ্টা করে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন:
"এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোন সন্দেহ নেই এটি হিদায়াত সেই ‘মুত্তাকী’দের জন্য ,যারা অদৃশ্যে বিশ্বাস করে , নামায কায়েম করে এবং যে রিযিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে ৷ আর যে কিতাব তোমাদের ওপর নাযিল করা হয়েছে (অর্থাৎ কুরআন) এবং তোমার আগে যেসব কিতাব নাযিল করা হয়েছিল সে সবগুলোর ওপর ঈমান আনে আর আখেরাতের ওপর একীন রাখে ৷ এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের ওপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যান লাভের অধিকারী ৷"- সুরা বাকারা:২-৫
আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তওফিক দান করুন। আমিন।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন