একটি হুমায়ুন আহমেদ
লিখেছেন লিখেছেন আরিফার চৌধুরী ১০ জুন, ২০১৪, ০৭:৪৭:২৭ সন্ধ্যা
একটি হুমায়ুন ১৬ কোটির গর্ব,
একটি হুমায়ুন চেতনার অংশ,
একটি হুমায়ুন হাজার ফুলের ঘ্রাণ,
একটি হুমায়ুন ১৬ কোটির প্রাণ!
*******
জাগিয়া উঠে সেথা পল্লবির প্রাণ,
একটি হুমায়ুন ৭১ এর চেতনা,
একটি হুমায়ুন মোর মুক্তির গান।
একটি হুমায়ুন আমার পাওয়া বর্ণমালা।
একটি হুমায়ুন হিমুর বাবার কথামালা।
*******
জাগিয়া উঠ ওগো হুমায়ুন আজো তোমায় স্বরি,
কোটি হিমু রাখিয়া কোথায় লুকায়ে রইলে পরি?
অবাক কি তুমি কোটি হিমু দেখে?
সুখি কি আছো কোটি হিমু রেখে?
আজো কাঁদি তোমায় স্বরি,
কোথায় রইলে মোদের ছাড়ি?
মনে কি পরেনা কভু মোদের?
আসো ফিরে ওগো হুমায়ুন ,
কোটি হিমুর তরে।
বিষয়: সাহিত্য
১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন