শেখ হাসিনাকে আসামি করে ছাত্রলীগ কর্মীর মামলা দায়ের!!

লিখেছেন লিখেছেন মিঃ কপিপেস্ট ১৩ জুন, ২০১৪, ০১:১১:১৫ রাত

আামাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলীয় লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতির অবস্থা কম-বেশি আমরা সবাই জানি।

কিন্তু সরকারদলীয় ছাত্রলীগের মতোন অপকর্মের ভাগীদার আর কোনো ছাত্রসংগঠন আছে বলে আমার অন্তত জানা নেই। এবার দেখা গেলো নতুন এক কীর্তি, যে ছাত্রই নয় তবুও তার কলেজে ভর্তি হওয়ার সুযোগদান এবং ছাত্রলীগের নেতানির্বাচিত হবার কিসসা।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনাসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ছাত্রলীগের এক কর্মী। বরিশাল প্রথম যুগ্ম-জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিলেও আদালত থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

মামলা সূত্রে জানা গেছে, বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিন এসএসসি ও এইচএসসি পাস না করেও কলেজে অধ্যয়নরত দেখিয়ে পদ লাভ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএম কলেজ ছাত্রলীগ কর্মী আল ইমরান।

এ মামলায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা, সাধারণ সস্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপিসহ ২০ জনকে।

মামলায় বাদী উল্লেখ করেছেন, জসিমউদ্দিন এসএসসি ও এইসএসসি পাস না করেও জালিয়াতির মাধ্যমে কলেজে ভর্তি হয়েছেন। কোনো বিধি না মেনে তাকে করা হয়েছে মহানগর ছাত্রলীগের সভাপতি। ছাত্র না হওয়ার কারণে ছাত্রলীগের গঠনতন্ত্র ৫(ক) মোতাবেক তিনি প্রাথমিক সদস্য হওয়ারও যোগ্য নন।


বিষয়টি জানাজানি হওয়ার পর জসিমউদ্দিন তার ভর্তি বাতিলের আবেদন করেছেন। সনদ জাল করায় তিনি দণ্ডনীয় অপরাধ করেছেন। বিষয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত হলেও কোনো প্রতিবাদ করেননি তিনি। সূত্র

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234394
১৩ জুন ২০১৪ রাত ০২:০৫
ইবনে আহমাদ লিখেছেন : এর নাম আওয়ামীলীগ। বাকশাল থেকে ডিজিটাল হয়েছে। এগুলো বিষয় না। আরো কত কিছু দেখবেন।অপেক্ষা করুণ।
১৩ জুন ২০১৪ সকাল ১১:২৮
181156
মিঃ কপিপেস্ট লিখেছেন : অনেক ধন্যবাদ এখানে প্রকাশিত আমার প্রথম পোস্টে ১ম মন্তব্যকারী হওয়ায় Good Luck Good Luck Good Luck Good Luck
234425
১৩ জুন ২০১৪ রাত ০৪:৪০
মাটিরলাঠি লিখেছেন : এটা কি ফৌজদারি মামলা?
১৩ জুন ২০১৪ সকাল ১১:২৮
181157
মিঃ কপিপেস্ট লিখেছেন : থানায় মামলা হলে ফৌজদারীই হয় ভাই
234445
১৩ জুন ২০১৪ সকাল ০৮:২০
নূর আল আমিন লিখেছেন : জয়বাংলা জয়বঙ্গবদনু
১৩ জুন ২০১৪ সকাল ১১:২৯
181158
মিঃ কপিপেস্ট লিখেছেন : Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
234479
১৩ জুন ২০১৪ দুপুর ১২:০৪
হতভাগা লিখেছেন : এটা নিজেদেরই সাজানো নাটক , যাতে বোঝাতে পারে যে বাংলাদেশের আইন এমন যে প্রধানমন্ত্রীও কোন ছাড় পায় না । নিজের দলের লোকেরাও তার বিরুদ্ধে মামলা করতে পারে !
১৩ জুন ২০১৪ দুপুর ১২:৩৬
181163
মিঃ কপিপেস্ট লিখেছেন : সে সন্দেহ আমারও আছে ভাই, যখন দেশে অনাচার বাড়ে তখনই দৃষ্টি ঘোরাতেই এমন নাটক হয়?
234887
১৪ জুন ২০১৪ রাত ১১:২৩
চিরবিদ্রোহী লিখেছেন : পুরাই ভোগাস। বাঙালিরে হাইকোর্ট দেখানো আর কি।
সেই অমর উক্তি ‍"সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামীলীগকে করা যায় না।"
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
181774
মিঃ কপিপেস্ট লিখেছেন : ধন্যবাদ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File