যদি দেখ....

লিখেছেন লিখেছেন লেখার আকাশ ১৪ এপ্রিল, ২০১৬, ০৬:৫৯:২৯ সকাল

যদি দেখ, অন্তর মাঝে পুড়ে যাওয়া চন্দন কাঠের ধোঁয়া এখনো সুবাস ছড়ায়, তবে কি করবে? যদি অনেক কাল ধরে জ্বলে জ্বলে দহনের পর ছাইয়ের আস্তর সরিয়ে এখনো অগ্নি স্ফ্ুলিঙ্গের অস্তিত্ব খুঁজে পাও, তাহলে? কি করবে তখন?

তখন তুমি দু'চোখের অশ্রুর বাধ সরিয়ে দিও। প্লাবন বইয়ে দিও। টুপ-টাপ ঝরে পড়া অশ্রু কনা শুষে নিয়ে অস্তিস্ত্বহীন হবে উত্তাপ ছড়ানো স্ফ্ুলিঙ্গগুলো। তারপর জলের বন্যায় ধুঁয়ে যাবে কয়লাসমূহ।

বন্যা শেষের উর্বর পলিতে নতুন করে ফসল বুনতে ভূলো না যেন। সাবধান, আগাছা জন্মাতে দিও না। একটিও না।

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365769
১৪ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২৭ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৩৮
304703
লেখার আকাশ লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ পড়ার ও মন্তব্যর জন্য।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File