গুরুজীর দেওয়া বিশ্বশান্তি প্রতিষ্ঠার ধর্মীয় নীতিমালার একটি নীতি সরকার কর্তৃক বাস্তবায়ণের পথে।

লিখেছেন লিখেছেন কেমানিক ০৩ আগস্ট, ২০১৪, ০৭:৫৮:৪০ সন্ধ্যা

আপনারা শুনে খুশি হবেন যে- গুরুজী কর্তৃক উপস্থাপিত বিশ্বশান্তি প্রতিষ্ঠার ধর্মীয় নীতিমালা হতে, সরকার কর্তৃক একটি নীতি আজ বাস্তবায়ণের পথে।

আমাদের গুরুজী বিশ্বশান্তি প্রতিষ্ঠা কল্পে অক্লান্ত প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। আর সে প্রচেষ্টার অংশ হিসাবে তিঁনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কি কি করণীয় তা উপস্থাপন করে চলেছেন, এবং গুরুজী বিশ্বাস করেন যে- একদিন বিশ্ব, তাঁর দেওয়া বিশ্বশান্তি নীতিমালার সব কটি নীতিই বাস্তবায়ণ করবে।

আজ তার সে বিশ্বাস বাস্তবে প্রমাণ হতে চলেছে। আজ গুরুজীর বিশ্বশান্তি প্রতিষ্ঠার ধর্মীয় নীতিমালা হতে একটি নীতি বাস্তবায়ন হতে চলেছে।

গুরুজীর দেওয়া কোন সে নীতিটি বাস্তবায়ন হতে চলেছে জানতে,এখানে ক্লিক করুন।

বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250539
০৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৫
একাকী মানুষ লিখেছেন : হা হা এইটা বলে গরুজীর তৈরী নীতি ।
০৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৭
194711
আহ জীবন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৮
194714
কেমানিক লিখেছেন : জ্বী! এটা বিশ্বশান্তি প্রতিষ্ঠার ধর্মীয় নীতিমালা। এটা মহাম্মদ কর্তৃক তৈরী নীতি। আর এ যুগে তা উপস্থাপন করেছেন গুরুজী।।
250551
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৭
সজল আহমেদ লিখেছেন : আপনার গ্রুজি সিরাজুইল্লা ওরফে সেরু পাগলা একটা পাগল এন্ড ছাগল !
ওনার মতে নামাজ জীবনে ১বার আদায় করলেই হবে !
উনার মতে রোজা ফরজ না !
ছাগলের বাচ্চা ছাগল আপনার গ্রুজি ।
আপনের গ্রুজিরে এইটা পড়তে বলেন,
sajalsblogs.yu.tl/post-title-61.xhtml
আমারব্লগ থেইকা এইখানে আপনের গ্রুজির লিঙ্ক শেয়ার করতে আসছেন নাকি আপনে নিজেই সিরাজুইল্লা ?
আমার ব্লগে সাত আট টা ফেইক একাউন্ট খুইলা খালী নিজের ওয়েব সাইটের এড দেন এইটা কি আমরা বুঝিনা ?
এখন এইখানের পরিবেশ নষ্ট করতে আসছেন কেন ?
ছাগল কোথাকার ।
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৫০
194721
কেমানিক লিখেছেন : আপনার উপস্থাপনের ভাষা সত্যিই ইসলামী চেতনার। তবে গুরুজী আপনাদের ধারণকৃত ইসলামকে ঘৃণা করেন।
250553
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৪২
সজল আহমেদ লিখেছেন : আহলে বাইয়াতের শর্তাবলিতে আপনের গরুজি সেরু পাগলা ছাগলের বাচ্চা ছাগল লিখছে আহলে বাইয়াতে যোগ দিতে হইলে তারে ১০০০টেকা ফি দিতে হইবে !
শালা লোভী বেকুবের বাল ।
http://sajalsblogs.yu.tl/post-title-61.xhtml
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৫১
194722
কেমানিক লিখেছেন : এতে অন্যায়টা কি করেছে? আপনার প্রয়োজন হলে টাকা দিয়েই যাবেন, নচেৎ যাবেন না। আপনাকে তো জোর করা হচ্ছে না।
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:০০
194752
চিরবিদ্রোহী লিখেছেন : ইসলাম কি টাকার জোরে প্রচার হয় নাকি! আপনি মুসলমান হইসেন কয় টাকা দিয়ে? আর রাসূল (সাঃ) ইসলামে দীক্ষিত করতে কয় দিনার করে নিতেন?
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:০৭
194757
কেমানিক লিখেছেন : মদীনার আনসারেরা তাদের সকল স্থাবর ও অস্থাবর সম্পদ, মহাম্মদের কথা মত মোহাজেরদের মাঝে সমভাবে বণ্টণ করে নিয়েছিল। কথাটি অবশ্যই মিথ্যা নয়?
250554
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৪
সজল আহমেদ লিখেছেন : ঐ ভীতুর ডিম কাপুরুষ এতই যদি তোর গরুজ্বী সৈত্য হৈয়া থাকে তাইলে মন্তব্য ডিলিট দিতাছোস ক্যান ?
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৫২
194723
কেমানিক লিখেছেন : আপনার কোন মন্তব্যটি, এবং কোথায় ডিলেট করেছেন, জানতে পারি কি?
250556
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৫
সজল আহমেদ লিখেছেন : আপনের গরুজ্বী সেরাজুল হিজড়ারে এইব্লগে আসতে বলেন দেখি তার হিম্মত ।
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৪
194724
কেমানিক লিখেছেন : মনে হয় উনি উনা নিজের ব্লগ ছাড়া, আর কোথাও লেখা লেখি করবেন না।
250567
০৩ আগস্ট ২০১৪ রাত ১০:৩৯
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : হো হো হো, ওরে তোরা কে কে আছস, গরুজী রে একটা বাংলা ধোলাই দে,

নাকি আরব ধোলাই দিলে এই মাদারী গুলার পাছার চামড়া পরিষ্কার হইব
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:০৪
194755
কেমানিক লিখেছেন : আপনি যে ধোপা সম্প্রদায়ের, তা বুঝতে পেরেছি। তবে এই ব্লগের সকলেই ধোপা নয়।
০৪ আগস্ট ২০১৪ রাত ০২:৩৪
194845
কেমানিক লিখেছেন : বাটপারী নয় তো কি করেছে?

স্কুল কলেজের যে প্রশ্ন পত্র ফাঁস হয়, এটাকে আপনি কি বলবেন?
আল্লাহ কি ফেরেস্তাদের সাথে তাই করে নি?
250591
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শেখ হাসিনা খবর পাইলে!!!!


ডঃ ইউনুস এর অবস্থা হইব!!!!!!!
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:২৮
194774
কেমানিক লিখেছেন : কেন? গুরুজী কি কোন মিথ্যা বলেছে?
250720
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৯
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আল্লাহ কি তোর মতন হাগুর কাছে প্রশ্ন ফাস করসে নি হারামজাদা? সংশ্লষ্ট ব্যক্তির কাছেই না তার বাণী পৌছেছেন,

রাম, সীতা,শিবের পিছে লাগতে পারস না? লাগবি কেননে নাস্তিক পরিচয়ে তোরা তো আসলে হিন্দু
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৫
194933
কেমানিক লিখেছেন : ভাই যথেষ্ট ইসলামী ভাষায় উপস্থাপন শুরু করেছেন। আপনার ভাষার জন্য আপনাকে ধন্যবাদ।

আর আল্লঅহর প্রশ্ন ফাঁসের ব্যপারটি হলো, প্রশ্ন ফাঁস করেছেন আদমের কাছে, ও পরীক্ষা নিয়েছেন আদম সহ ফেরেস্তা মণ্ডলির। না জানলে জানার চেষ্টা করুন।
যে ভাষায় উপস্থাপন শুরু করেছেন, আশা করি সেই ভাষাটি ছাড়বেন না। কেন না ইসলামি ভাষা ছেড়ে দিলে ইসলাম কায়েম করবেন কেমনে?
250737
০৪ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৫
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : তোমার মতন নাস্তিকের সাথে কিসের ইসলামী ভাষা, তার কি তুমি যোগ্য?

ثم عرضهم علي الملاءكة আয়াতের এই অংশের অনুবাদ দেখ

তুমি নাস্তিক তো এতোদিন বেচে আছো ছাগুদের কল্যাণে সেই তো ঢের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File