ক্বওমী উলামাদের ফতোয়া দেয়ার উসূল কী জানেন?????

লিখেছেন লিখেছেন সবুজ বাংলার ডিজিটাল রাজাকার ০৫ জুন, ২০১৪, ০৪:২০:৪৭ বিকাল

তাদের ফতোয়া দেয়ার বিধান আল-কুরআন ও হাদীসের আলোকে সর্বসম্মত,কাউকে ততক্ষণ পর্যন্ত তারা বাতিল বলে স্বীকৃতি দেননা,যতক্ষণ না সেই গোষ্ঠী বা ব্যক্তিবিশেষের সকল কর্মকাণ্ড কুরআন-হাদীসের বাইরে অবস্থান করে ...

ক্বওমী উলামাদের উসূল হল প্রথম তিন স্বর্ণযুগের জান্নাতী সাহাবীগণ,তাবেয়ীনগণ,তাবে-তাবেয়ীনগণ,তারা সবসময়ই সেইসব স্কলারদের মতামতকেই অগ্রাধিকার দেন,যাদের উস্তাদের ক্রমধারা পর্যায়ক্রমে স্বয়ং রাসূলুল্লাহ (সাঃ) হতে বাইয়াতপ্রাপ্ত,উস্তাদবিহীন মনগড়া ব্যাখ্যাকারী লেকচারাররা নয় ...

ক্বমী উলামারা কখনোই নিজেদের স্বঘোষিত মুজতাহিদ দাবি করেন না,তারা শুধুমাত্র আল-কুরআন ও হাদীসসম্মত সলফে সালেহীনদের মূলনীতিকেই গ্রহণ করেন ...

ক্বওমী উলামারা কস্মিনকালেও নিজকে 'অকালপক্ব' ভাবেন না,সহীহ হাদীসের নামে চালবাজিকে প্রশ্রয় না দিয়ে চার মাযহাবের যেকোনো একটিকে অবলম্বন করাকেই শ্রেয় মনে করেন ...

ক্বওমী উলামাদের দলীল হল চারটিঃ 'কুরআন,হাদীস,ইজমা,ক্বিয়াস' তাফহীমুল কুরআন,পিছলা টিভির লেকচার নয় ...

ক্বওমী উলামাদের সরলতা এইখানে যে,ভালোবাসা ও মহব্বতের বন্ধনে সকল মুসলিমকে সত্যের ও তাওহীদের পথে আহ্বান করাকেই তারা পছন্দ করেন,ভিন্ন মতাবলম্বীদের 'বিদআতী,' 'মাজার পূজারী,' 'মুশরিক' বলাকে নয় ...

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File