মন খারাপ ....
লিখেছেন লিখেছেন হাসিব ০৩ জুন, ২০১৪, ০৯:৪০:০২ রাত
আজ সকাল থেকেই ইমুর মন খারাপ ……
ভীষণরকম
খারাপ !
ওর মনটা অনেক পাজি ……
মাঝেমাঝেই এমন
খারাপ হয়ে যায় !!
এই মন খারাপ বলেই তাকে আজ
গুনে গুনে সাড়েনয়টা মিথ্যা কথা বলতে হয়েছে !
সকালে বাবা জিজ্ঞেস
করেছিলেন ……
' কিরে … ভালো আছিস ? '
ও উত্তর করেছিলো
' হু '
উত্তরটা অর্ধেক মিথ্যা …… কারন ওর
মনটা তখন অর্ধেক খারাপ ছিলো !
এই একটা অক্ষরের অর্ধেকমিথ্যা বলার
থেকেই
ওর আজকের মিথ্যা বলার শুরু।
এরপর অংক স্যার পড়াতে এসেছিলেন
…
স্কুলে ফারিহা আর উর্মির
সাথে দেখা হয়েছিল
…… দুপুরে স্বপ্ন ফোন করেছিলো ……
বিকালে মেজমামা এসেছিলেন ……
সবার মুখে একই জিজ্ঞাসা ……
কেমন আছ ? / কেমন আছিস ?
ইমুরও একই উত্তর , " হুম খুব ভালো " !!
আচ্ছা ! ইমুর তো আজ মনখারাপ ! তবুও ও
মিথ্যা বলছে কেন ??
সবসময় সত্যি কথা বলতে ইমুর
ভালোলাগেনা …… যেমন মন খারাপ
থাকলেই
বলে বসা
" হুম মন খারাপ "
এই সত্যিকথাটা বললেই
লোকটা বলে বসবে … কেন ?
আর এই কেনর উত্তর দেয়াটা অনেক
খটুনীর
ব্যাপার … ইতিহাস বর্ননা করার
মতো !!
এই সাড়েনটা মিথ্যা বলার পর
থেকে ওর
মনটা আরোও খারাপ … ভয়ংকর রকম
খারাপ !!
কারণ
বাবা বলেছিলো মিথ্যা বলা মহাপাপ !!
ওর এখন লোকগুলোর প্রতি রাগ হচ্ছে ……
ভীষণ
রাগ !! যারা মন খারাপ নেই বললেই
বলে বসে … কেন ??
লোকগুলো কি জানেনা যে মন
ভালো নেই
কথাটা সবাইকেই বলা যায়না …… ??
যে ভালো না থাকা মনটাকে ভালো করতে পারে শুধু
তাকেই বলা যায়।
এতোগুলো মিথ্যা বলার পর ইমু এখন
অপেক্ষা করছে একটা সত্য বলার জন্য
……
" ওর মনটা আজ ভালো নেই। "
সে এখন অপেক্ষা করছে একজন মানুষের
জন্য
………যে ওর সারাদিন
ধরে ভালোনাথাকা মনটাকে ভালো করে দেবে ………
বিষয়: সাহিত্য
৮৬০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন