কাঁধের ব্যথায় ভুগছেন ? জেনেনিন দূর করার সহজ কিছু উপায়

লিখেছেন লিখেছেন সাগর বিশ্বাস ০২ জুন, ২০১৪, ০৯:০৯:৪৪ সকাল



কাঁধে ব্যথা এক মারাত্বক স্বাস্থ্য সমস্যা । ব্যথা তীব্র হলে দৈনন্দিন জীবনে ঘটে ছন্দোপতন । অনেকে ব্যথার জন্যে কাঁধের উপরে হাতই তুলতে পারে না । কাঁধ নাড়াতেও বেশ কষ্ট হয় । অসয্য ব্যথায় অনেকসময় শরীরের পেশি শক্ত হয়ে ওঠে । সাধারণত যে কারণগুলোর জন্য কাঁধে ব্যথা হয় এবং ভুক্তভোগী মারাত্মক বিপর্যয়ের সম্মুক্ষীন হন তার মধ্যে 'ফ্রোজেন শোল্ডার' অন্যতম । প্রাথমিকভাবে এটা হল কাঁধের কলাগুলোর প্রদাহজনিত অবস্থা । পেরি আর্থাইটিস, অসটিও আর্থাইটিস, হাড় ভেঙে গেলে কিংবা স্থানচ্যুত হলে ফ্রোজেন শোল্ডার হয় । পেশি, টেনডন, লিগামেন্ট - সবকিছুই আক্রান্ত হয় । তীব্র ব্যথা হয় । রাতে ব্যথা বাড়ে । নড়াচড়ায়ও ব্যথা বাড়ে । কাঁধ নাড়ানো কঠিন হয়ে পড়ে । এ সময়ে ব্যথা নাশক ওষুধ দেওয়া হয় । এসময়ে ব্যায়াম করা যাবে না এবং জোড়ে কাঁধ নাড়ানো যাবে না, তবে রোগীকে ধরে অল্প ব্যায়াম (যা চিকিৎসক দেখিয়ে দেবেন) করিয়ে দেওয়া যেতে পারে । ফ্রোজেন শোল্ডার ছাড়াও আরও অনেক কারণে কাঁধে ব্যাথা অনুভূত হতে পারে । পেপটিক আলসাসের ব্যাথাও অনেক সম্য বাম কাঁধে চলে আসে । পিত্তথলির প্রদাহের ব্যথা ডান কাঁধে অনুভূত হতে পারে । অনেকের হার্টঅ্যাটাক বা স্ট্রোকের পরে কাঁধে জড়তা সৃষ্টি হতে পারে ।

কাঁধে ব্যথা হলে কি করতে হবেঃ-

প্রথমে চিকিৎসককে দেখিয়ে নিশ্চিত হতে হবে কি কারণে ব্যথা হচ্ছে । সঠিক কারন অনুযায়ী চিকিৎসকের পরামর্শমতো ব্যবস্থা নিতে হবে । তবে কাঁধের তীব্র যন্ত্রনায় বা আঘাতে সাধারণভাবে যা করণীয় তা হলোঃ

তাৎক্ষণিকভাবেঃ

কাঁধের অস্থিসন্ধিকে বেশ কিছুক্ষণ পূর্ণ বিশ্রাম দিতে হবে । কোনো অবস্থাতেই কাঁধ নাড়াচাড়া করানো যাবে না ।

স্লিং সাপোর্ট বা কলার কাফ স্লিং ব্যবহার করতে হবে ।

আঘাতের পর বা তীব্র যন্তণার ক্ষেত্রে বরফের প্যাক ২০-৩০ মিনিট করে দিনে ৩-৪ বার কাঁধে প্রয়োগ করা যেতে পারে ।

সতর্কতার সাথে ব্যথানাশক ওষুধ সেবন করা যেতে পারে ।

কয়েকদিন পরঃ

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার্মোথেরাপি বা তাপ প্রয়োগের পর নিদৃষ্ট ব্যায়াম করা যেতে পারে । এক্ষেত্রে দোলক ব্যায়ামের কথা উল্লেখযোগ্য । হাতকে শরীর থেকে পাশে ঝুলিয়ে দোলকের মতো ছেড়ে দিয়ে সব্দিকে ২০ বার করে চালনা করতে হবে এবং ২০ বার গোল করে ঘোরাতে হবে । হাতে কিছু ওজন নিয়েও এই ব্যায়াম করা যেতে পারে । অন্যান্য ব্যায়ামও পরামর্শ অনুযায়ী করা যেতে পারে ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাথানাশক ওষুধ খাওয়া যেতে পারে ।

সঠিক রোগ নির্ণয়ের পর বিশেষজ্ঞ দ্বারা অস্থিসন্ধির ভাতর কিংবা আশপাশে ইঞ্জেকশন দেয়া যেতে পারে ।

আশাকরি পোষ্টটি দ্বারা উপকার পাবেন Love Struck

আগে প্রকাশিতঃ এখানে

বিষয়: বিবিধ

২৩৬১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229346
০২ জুন ২০১৪ সকাল ০৯:৪৫
হতভাগা লিখেছেন : # কাঁধে ব্যথা হলে সেটা বেশীর ভাগ সময় ঘাঢ় বেয়ে মাথায় চলে আসে - কি করি ?

০''আঘাতের পর বা তীব্র যন্তণার ক্ষেত্রে বরফের প্যাক ২০-৩০ মিনিট করে দিনে ৩-৪ বার কাঁধে প্রয়োগ করা যেতে পারে ।''

# হট ওয়াটার ব্যাগ লাগালে কি উপকার হবে ? আমি তো জানতাম যে গরম শেক দিলে ভাল হয় ।

০ ''সঠিক রোগ নির্ণয়ের পর বিশেষজ্ঞ দ্বারা অস্থিসন্ধির ভাতর কিংবা আশপাশে ইঞ্জেকশন দেয়া যেতে পারে ।''

# এই ইনজেকশন কতদিন পর পর দিতে হয় ? এটা কি ব্যথার ইনজেকশন ? হলে এটার সাইড ইফেক্ট কি ?

ভাল পোস্ট, চালিয়ে যান ।
০৬ জুন ২০১৪ সকাল ০৮:১৭
178005
সাগর বিশ্বাস লিখেছেন : আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আপনাদের এরকম কমেন্ট আরো ভালো পোষ্ট করতে উৎসাহ জাগাবে ।
আরো জানতে ভিসিট করুন http://www.etcbangla.info
229383
০২ জুন ২০১৪ সকাল ১১:২৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পুরোটাই পড়েছি, গুরুত্বপূর্ণ ও দরকারী পোষ্ট। এ ধরনের পোষ্ট বেশী বেশী চাই। অনেক ধন্যবাদ।
০৬ জুন ২০১৪ সকাল ০৮:১৭
178004
সাগর বিশ্বাস লিখেছেন : আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আপনাদের এরকম কমেন্ট আরো ভালো পোষ্ট করতে উৎসাহ জাগাবে ।
আরো জানতে ভিসিট করুন http://www.etcbangla.info
229396
০২ জুন ২০১৪ সকাল ১১:৩৯
ধন্যবাদ লিখেছেন : অত্যন্ত উপকারী পোষ্ট Rose
০৬ জুন ২০১৪ সকাল ০৮:১৮
178007
সাগর বিশ্বাস লিখেছেন : আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আপনাদের এরকম কমেন্ট আরো ভালো পোষ্ট করতে উৎসাহ জাগাবে ।
আরো জানতে ভিসিট করুন http://www.etcbangla.info Love Struck
০৭ জুন ২০১৪ সকাল ১০:২৯
178412
ধন্যবাদ লিখেছেন : আপনার লিঙ্ককে ক্লিক করে একটা অতীতের ঘটনা মনে পড়ে গেল. আমি ছিলাম মনোজগতে নিয়মিত পাঠক. নি:সন্দেহে মনোজগত একটি ভালো ম্যাগাজিন. পঞ্চাশটিরও বেশি ম্যাগাজিন সংগ্রহ করেছিলাম. শেষে দেখি তাঁরা মনেহয় বহুল প্রচারের আশায় অশ্লীল ছবি ছাপাতে লাগল. ঘরে ছোট ভাই-বোন আছে, মা-বাবা আছেন তাই আমাকে বাধ্য হয়ে মনোজগত ছেড়ে দিতে হলো. এই লিঙ্কও তেমন খুবই উপকারি কিন্তু ফেসবুকে জয়েন দিলে মাঝে মধ্যে ওয়ালে অশ্লীল ছবি আসতে পারে. আপনাকে আবারো ধন্যবাদ
229422
০২ জুন ২০১৪ দুপুর ১২:০২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো পিলাচ। তয় বুঝা গেল এই ব্লগত সাইটে আরেকজন ডাক্তারের আগমন ঘটছে। ধন্যবাদ চালিয়ে যান।
০৬ জুন ২০১৪ সকাল ০৮:১৮
178008
সাগর বিশ্বাস লিখেছেন : আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আপনাদের এরকম কমেন্ট আরো ভালো পোষ্ট করতে উৎসাহ জাগাবে ।
আরো জানতে ভিসিট করুন http://www.etcbangla.info Love Struck
229697
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : ডাক্তারি পোষ্ট ভালো।
০৬ জুন ২০১৪ সকাল ০৮:১৮
178009
সাগর বিশ্বাস লিখেছেন : আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আপনাদের এরকম কমেন্ট আরো ভালো পোষ্ট করতে উৎসাহ জাগাবে ।
আরো জানতে ভিসিট করুন http://www.etcbangla.info
229750
০২ জুন ২০১৪ রাত ০৯:১৩
ভিশু লিখেছেন : এটিকেই কি ফ্রোজেন সোল্ডার বলা হয়?!
Happy Good Luck
০৬ জুন ২০১৪ সকাল ০৮:১৮
178010
সাগর বিশ্বাস লিখেছেন : আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আপনাদের এরকম কমেন্ট আরো ভালো পোষ্ট করতে উৎসাহ জাগাবে ।
আরো জানতে ভিসিট করুন http://www.etcbangla.info

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File