ধন্যবাদ টুডে ব্লগ পরিবারকে
লিখেছেন লিখেছেন ধন্যবাদ ০১ জুন, ২০১৪, ১১:৫২:২৫ রাত
ঠিক কতদিন ধরে এই ব্লগে আমার আনাগোনা আমি জানি না. তবে মনেহয় ছয়মাসের চেয়েও বেশি সময় ধরে এই ব্লগের রসালো-আঠালো, হাসি-কান্নার লেখাগুলো পড়ে কথনো নিজে নিজে হাসি, কখনো নিরবে অশ্রু ঢালি আবার কখনো আবেগ তাড়িত হয়ে পড়ি.
ব্লগের লেখাগুলো দেখে কখনো কখনো ব্লগারদের দেখতে ইচ্ছে করে. কিন্তু ব্যস্ততার ভীড়ে কে আমাকে দেখা দেবে? আবার কখনো দেখতে ইচ্ছে করে যারা এতো সুন্দর করে ব্লগ পরিচালনা করছে তাঁদের দেখতে.
এতো সুন্দর সু-শৃঙ্খল ব্লগ দেশে খুব কমই আছে. যেখানে আছে পরস্পরের প্রতি শ্রদ্ধা, মমতা আর ভালবাসা.
সাত-পাঁচ ভেবে আজ রেজিস্ট্রেশন করে নিলাম.
আশাকরি ব্লগ পরিচালনা পর্ষদ, ব্লগার বৃন্দ আমাকে গ্রহণ করে নিবেন. লেখনির মাঝে যদি কারো হৃদয়ে আঘাত করি আশা করি ক্ষমা চোখে দেখবেন.
আড্ডা জমানো ব্লগের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো রাখছি.
আমি ধন্যবাদ সবাইকে জানাই ধন্যবাদ.
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভ কামনার জন্য
স্বাগতম নূতুন মেহমান ।
আমাদের বাড়িতে এলেন । খালি মুখে চলে যাবেন ।তা হয় না ।
একটু নাস্তা করে নিন-
ধন্যবাদ ভাইয়াকে ধন্যবাদ ।
অন্নেক ধন্যবাদ।
পিলাচ ++++++
আরো লাগবে...
এর আগে কখন হাতুড়ির বাড়ি খেয়েছেন?
উপরের দুই জন কিন্তু হাতুড়ি স্পেশালিস্ঠ..
মন্তব্য করতে লগইন করুন