রং নাম্বার

লিখেছেন লিখেছেন বিবলোফিল ১৫ জুন, ২০১৪, ০৬:৪৩:১৩ সন্ধ্যা

আননোন নাম্বার থেকে ফোন রিসিভ করলাম ।

মেয়ের কন্ঠ ।

মেয়ে কন্ঠ: এটা সাউথ কোরিয়ান এমবেসীর নাম্বার ।

বল্লাম জি

ভাইয়া একটু বলবেন আপনাদের কবে কবে খোলা থাকে

বল্লাম যেদিন বৃষ্টি হয় ওই দিন খোলা থাকে, আর যেদিন বৃষ্টি হয়না ওইদিন খোলা থাকে ।

মেয়ে কন্ঠ মানে বলে লাইন কাট ।

****

আননোন নাম্বার থেকে ফোন রিসিভ করলাম ।

পুরুষ কন্ঠ: ভাই এটা কোথায়

বলি কলকাতা

পুরুষ কন্ঠ: কল তো করলাম ঢাকায় ।

বলি না দাদা কোথাও কোন ভুল করেছেন ! বুয়েছেন !

আমি ২৪ পরগনা থেকে বলছি দাদা !

পুরুষ কন্ঠ: তাহলে তো আমার মনে হয় আমার অনেক টাকা গেল

বলি তা দাদা আশি নব্বই টাকা তো গেছেই বুয়েছেন

সাথেই সাথেই লাইন কাট ।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235177
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০১
ইমরান ভাই লিখেছেন : হাহাহাহাহাহা দারুন বুদ্ধিতো। Big Grin
235183
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
আহ জীবন লিখেছেন : বলি কারণটা কি, হ্যাঁ?
235215
১৫ জুন ২০১৪ রাত ০৮:৫৯
মাটিরলাঠি লিখেছেন : এরকম করবার কারণ?
236107
১৮ জুন ২০১৪ সকাল ১১:৪৭
বিবলোফিল লিখেছেন : বেশি ফোন আসলে এমন করি । মাঝে মাঝে আননোন নাম্বার থেকে হঠাত বেশি কল আসে তখন এমন করি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File