প্রথম পোস্ট ও নামের মাহাত্ম্য :-) :-)
লিখেছেন লিখেছেন আলো আঁধারি ০৩ জুন, ২০১৪, ১১:৪৮:৩৭ সকাল
টুগে ব্লগে এটা প্রথম পোস্ট আমার। ব্লগে বিভিন্ন লেখা পড়ার অভ্যেস আমার বহুদিনেব কিন্তু লিখতে গেলেই মনে হয়, ধুর আমার দ্বারা লেখালেখি হবেনা। তাও অনেক সাহস করে লেখালেখি শুরুই করে দিলাম। ব্লগে সবার কত্ত সুন্দর সুন্দর নাম, কি যে নাম নেবো বুঝতেই পারছিলাম না। আমার জীবনের সাথে মিলিয়ে তাই একটা নাম নিয়েই ফেললাম। " আলোআঁধারি" আলো আর আঁধারের সন্নিবেশ। কখনো আলো কখনো আঁধার, আবার কখনো ভুল কখনো সঠিক, কখনো ভালো কখনো খারাপ.......... এই নিয়েই আমি। ব্লগে আমার লেখার উদ্দেশ্য শুধুই চোখের সামনে দেখা ঘটনা বিষয় নিয়ে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরা। মাঝেমাঝে সোজাসাপ্টা কিছু কথা বলা। লিখার সমালোচনা আশা করছি তাতে আমি নিজের লেখার ভুল শুধরে নিতে পারব। যাইহোক, যেহেতু ব্লগে নতুন লিখছি তাই সকল ব্লগার ভাইবোনদের কাছে দোয়াপ্রার্থী।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাগতম স্বাগতম স্বাগতম স্বাগতম
আপনাকে ফুল দিয়ে স্বাগতম। তবে খেয়াল রাখবেন ফুলের উপরের পোকাটার নাম হারিকেন। আশাকরি তাকে চেনেন। তার থেকে সাবধান হাতুড়ি বাবা।
{অফ:ট্র: প্রথমেই হারিকেন নামা ধরায়ে দিলাম}
ধন্যবাদ ;-) হারিকেনের
কাজতো অন্ধকারে আলো দেয়া,
আশা করব উনিও তাই করবেন। কিন্তু
হাতুড়ি বাবার কাজ কি???? :-P
ওয়েট প্লিজ___ বি প্রিপেয়ারড
আর আমাকে হাতুড়ি ম্যান ডাকতে পারেন
স্বাগতম স্বাগতম স্বাগতম
মন্তব্য করতে লগইন করুন