ইভটিজিং
লিখেছেন লিখেছেন ধ্রুবকথক ২১ মে, ২০১৪, ১১:০৭:০৮ সকাল
ইভটিজিং বর্তমান
ডিজিটাল যুগের
একটি সাধারণ ঘটনা।
এই বিষয়ে আমার কিছু
বলার ছিল।
ইভটিজিং আমাদের
দেশের
উঠতি বয়সের মেয়েদের
জন্য অভিশাপ
হয়ে দাঁড়িয়েছে। এদেশের
প্রতিটি এলাকায় দিন
দিন
বখাটে ছেলেদের উৎপাত
বেড়ে চলার
সাথে সাথে অল্প
বয়েসী নারী বা কিশোরীরা ভীষন
ভাবে ঝামেলায় পড়ছে।
ইভটিজিং এক
ধরনের
নারী নির্যাতন। স্কুল-
কলেজগামী ছাত্রী,
শিক্ষিকা, কর্ম
পথে যাতায়াতকারী কর্মজীবী নারীসহ
প্রতিটি নারীই তার
চলাচলের প্রায়
সর্বত্রই কোনো-না-
কোনোভাবে ইভটিজিং-
এর শিকার
হয়ে থাকেন। মোবাইল
ফোন, ইন্টারনেট
তথা প্রাযুক্তিক
অপব্যবহারের
অপকৌশলসহ বাচনিক,
অবাচনিক
কিংবা শারীরিক
উপায়ে বখাটেরা ইভটিজিং করে থাকে।
কথা আমার সেইটা না।
কথা হইলো তারা কি জানে তাদের
এই
সামান্য বিনোদন এর
জন্য
ইভটিজিং এর শিকার
মেয়েটির
জীবনে কি দুঃসহ
যন্ত্রনা নেমে আসে ????
ছেলে হইয়া জন্মাইছে বইলা কি এভাবে মেয়েদের
জীবন নষ্ট করার
অধিকার
পাইয়া গেছে ??? সামান্য
কিছু মেয়ের
পাপের ফল সব মেয়ে কেন
পাবে ???
ফুলের মত সুন্দর জীবন
ঝরে পড়ে ইভটিজিং এর
অভিশাপে।
প্লিজ ভাইয়ারা আসুন
সবাই এই
অভিশাপ
প্রতিরোধে এগিয়ে আসি।
নিজে ইভটিজিং করবেন
না।
কাউকে ইভটিজিং করতে দেখলে প্রতিরোধ
করবেন।
সবাই সচেতন হলে সুন্দর
সমাজ
গড়ে তলা সম্ভব।
বিষয়: বিবিধ
৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন