মানুষ ফেরেশতার দল!
লিখেছেন লিখেছেন মাহতাব আহমদ ১৯ মে, ২০১৪, ০৭:২৫:০০ সন্ধ্যা
১) ফেরেশতারা শুধু ভালো কাজ করতে পারে।
২) মন্দ মানুষেরা- নর-নারী- নির্বিেিশষে, শয়তানের চেয়েও বেশী পাপ করে। বর্তমান সমাজ সে পাপাচারে নিমজ্জিত।
৩) ফেরেশতা চরিত্রের মানব সন্তান, নরনারী নির্বিশেষে, নিজ গুনে মন্দ ও পাপ থেকে নিজেকে রক্ষা করে বিশ্বকে “ধরার স্বর্গ” বানাতে পারে।
এ শ্রেণীর নরনারীর পরাজয় হয়না, মৃত্যু হয়না। সর্বাবস্থায় এরা বিজয়ী হয়। মরেও অমরত্ব লাভ করে।
গোটা বিশ্বজয়ের জন্য বাংলাদেশ থেকে সে স্বর্গীয় বাতাস আরম্ভ হয়েছে। এ স্বর্গীয় বাতাস রাজনৈতিক নীচতা, রাষ্ট্রীয় সীমানা, ধর্মান্ধতা, গোত্র, বর্ণ ও রক্তের বৈষম্য ও সন্ত্রাসের বীজ নিষ্কৃয় করে “এক বিশ্বপরিবার” গড়বে।
মুখের হাসি, অন্তরের ভালোবাসা ও জ্ঞানের বিশ্বজনীনতা, এর মানবিক বোমা। সকল আনবিক বোমা এর সামনে, বিকল, নিসকৃয় ও বিফল।
সর্বস্ব ত্যাগী পিতার আনুগত্ব ও সেবা দিয়ে এর জন্ম, লালন ও বিশ্ব বিজয়। হে স্রষ্টা, আপনি স্বাক্ষী থাকুন, আমরা অপনার তরে, আপনার কাজ সমাধা করে অচিরেই আপনার কোলে ফেরৎ আসবো।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন