স্বপ্ন দুপুর এভাবেই পুড়ে সংজ্ঞাতীত

লিখেছেন লিখেছেন যাহরে জান্নাত রুনা ০৫ আগস্ট, ২০১৪, ০৮:৫৪:৪১ সকাল

স্বপ্ন দুপুর এভাবেই পুড়ে সংজ্ঞাতীত

কয়েছ আহমদ বকুল

০০০০০--------------------------

সংজ্ঞাহীন সময়ে

আশ্চর্য্য পুড়া দুপুরের সংজ্ঞা খুঁজি

ইস ............. হাস্যকর

মুখবহি ব্যস্ত খুব

ডুবন্ত জীবনের দূরেক্ষণ বিনোদনে

টি আর পি ব্যবসা বেশ ফলপ্রসু শবের গণনায়

তোবার বোবা শিল্পীরা শুয়ে আছে নর্দমায় ঝিনুকের আশে

নিয়ন্ত্রণের যাতাকলে পিষ্ট হতে প্রস্তুত হচ্ছে বাক স্বাধীনতা

কিছুতে ব্যত্যয় নেই

রাষ্ট্রযন্ত্রের মুখ্যমানবী সচল স্বাভাবিক

উজির নাজির পেয়াদা আধা-জল খেয়ে মেতে গোলাপীর গালে

সংজ্ঞাহীন সময়

কিছু কথা, মুখ কথা বলে শেষ

আমিও গঙ্গা স্নান, আবে - যমযম ধৌত আমি পবিত্র পাষাণ

দুপুর এভাবেই পুড়ে সংজ্ঞাতীত

পুড়া দুপুরের পুরাতন উঠোনে দাঁড়িয়ে সবাই বিকেল সাজায়

স্বপ্ন দেখে অকাল প্রভাতের

আমার প্রেমের মন

আমারও আপন তুমি

রোদন বাহানা শেষে আকুল আবেশ মনে আমারও নাক খুঁজে

তোমার বুকের বাগান।

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File