খালেদা ফিরলে নিরাপত্তা চায় বিএনপি
লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ২১ নভেম্বর, ২০১৫, ১২:৩৮:৩২ রাত
খালেদা ফিরলে নিরাপত্তা চায় বিএনপি।
শুক্রবার বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে
বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে আমাদের দল উদ্বিগ্ন। “তার নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় আরো জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
বিস্তারিত নিচের লিংকে-
m.bdnews24.com/bn/detail/home/1059046
বলি এ্যাতো নিরাপত্তা চাও কেন? এ্কটা মহা সমাবেশের ঘোসনা দিয়ে দাও - দেখবা সরকার তোমারে ফিরি (ফ্রি) ফিরি (ফ্রি) নিরাপত্তা দিতাছে। বাসার সামনে বালুর ট্রাক দিয়া বেরিক্যাট দিবে। র্যাব পুলিশ দিয়া প্রাচির বানাইবে। গেইটে তালা দিবে। যৌথ বাহিনীর কর্মকর্তারা তোমার বাসায় গার্ড দিবে। গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা তোমার বাসার চারপাসে ব্যপক নজরদারি করবে।
নিরাপত্তার চোটে তুমি টাষ্কি খাইবা।
তো হয়ে যাক
একটা মোহা সমাবেশ।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন