রাষ্ট্রিয় ধর্মে আলেমগনের ভূমিকা

লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:০৭:৪৬ সন্ধ্যা

RF (রিজার্ভ ফোর্স) -এর একটি গুরুত্বপুর্ন স্থাপনার উদ্বোধন করবেন চিপ অব কমান্ড। তাহাকে গার্ড অব অনার প্রদান, ব্রিফিং ও পরিদর্শন করানো ইত্যাদি কাজের মহড়া চলছে-

দায়িত্ব প্রাপ্ত অফিসার অধিনস্ত সকলকে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন।

অফিসারঃ চিপ এর আগমনে আমাদেরকে সামান্য কষ্ট করতে হবে। কি পারবনা?

অধিনস্তগনঃ স্যার।

অফিসারঃ ছোট্ট একটি ড্রিল হবে। জলদি চলে ৯ কদম গিয়ে ডানে ঘুরে ৫ কদম গেলেই শেষ। ...............।

অধিনস্তগনঃ স্যার।

অফিসারঃ RT (ধর্মীয় শিক্ষক) সাহেব আপনিও আমাদের সাথে পা মিলিয়ে মিলিয়ে আসবেন।

RT সাহেবঃ স্যার।

অফিসারঃ স্যারকে রিপোর্ট দেওয়া শেষ হলে আপনি আপনার কার্যক্রম শুরু করবেন।

RT সাহেবঃ স্যার।

অফিসারঃ সুরা আন নিসার ৫৯ নং আয়াত (অনুবাদ সহ) পাঠ করবেন। এবং আপনাকে যেই দোয়া লিখে দেওয়া হয়েছে - তা ও পাঠ করবেন। আর হ্যাঁ- সব মিলিয়ে আপনার জন্য সময় থাকবে ৩ মিনিট।

RT সাহেবঃ স্যার।

উল্যেখ্যঃ পূর্ব নির্দেশ মত RT সাহেব প্রসংগিক কয়েকটি আয়াত উপস্থাপন করেছিল। তানমধ্যে সুরা আন নিসার ৫৯ নং আয়াত নির্ধারন করা হয়েছে।

অফিসারের রিপোর্ট দেওয়া শেষ হলে RT সাহেব দুই কদম ডানে এসে ১১ কদম সামনে গিয়ে বামে ঘুরে মাইক স্টেনের সামনে গিয়ে দাড়ালেন।

আউযু বিল্লাহি মিনাশ্শাইত্বোনির রাযিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া~আইয়্যুহাল্ লাযীনা আ-মানু~আত্বী'উল্লা-হা ওয়া আত্বী'উর্ রাসুলা ওয়া উলিল আম্রি মিনকুম................।

অনুবাদঃ হে ইমানদারগন তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো (তাঁর) রাসুলের এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে দায়িত্ব প্রাপ্ত, অতপর কোন কারনে যদি তোমরা একে অপরের সাথে মতবিরোধ করো, তাহলে তা আল্লাহ ও তার রাসুলের দিকে ফিরিয়ে দাও...................।

অতপর দোয়াঃ RT সাহেব হাতে তুলে মুনাজাত ধরলেন। সাথে সকলেই শরিক হলেন-

আল্লাহুম্মা আমিন।..........................................। হে আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি তুমি আমাদের হাতে দু খানা কবুল করে নাও। তুমি মনের নেক মকছুদ খানা পুরা করে দাও।..........। হে আল্লাহ তুমি মাননীয় চিপ অব কমান্ডকে সুস্থ সবল রাখো। এই প্রতিষ্ঠানের অগ্রগতিতে তার অবদানকে কবুল করো। তার পরিবার পরিজনের উপর তোমার খাছ রহমত অর্পন করো। তার সমস্ত বিপদ-আপদকে তুমি তোমার কুদরতি হাতে দুর করে দাও। হে আল্লাহ তুমি আমাদের এই স্থাপনাটি কবুল করে নাও। এর দ্বারা আমাদের কল্যান নির্ধারন করে দাও...................। ........ বাহাক্কে লা_ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)।

অফিসারঃ মোটামুটি ভালো হয়েছে। তবে আরো ভালো হওয়ার অবকাশ আছে। আমরা আবার প্র্যাকটিস করব-ঠিক আছে?

অধিনস্তগনঃ স্যার।

তারা পুনরায় প্র্যাকটিস করলেন। এমনি করে ৭ বার।

অতপর চিপ অব কমান্ডের আগমন।

- (সমাপ্ত)

শিক্ষাঃ রাষ্ট্রীয় ধর্মে আল্লাহর কাছে দোয়ারও মহড়া হয় - যেন আল্লাহ (সুবঃ) উপহাসের পাত্র।

মন্তব্যঃ আলেমকে জাহেলরা পরিচালনা করলে এর ব্যাতিক্রম আশা করা যায়না। আলেম বেচারাও পরছে বিপদে; একদিকে চাকুরী -অন্য দিকে ইসলাম। বাধ্য হয়েই তাকে দুটুর সংমিশ্রন ঘটাতে হচ্ছে।

( এটি বাস্তবতার আলোকে কাল্পনিক চিত্র)

-সচেতন মুসলিম।

ভেজাল বিরুধী অভিযান।

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267650
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঘটনা ঠিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File