ফায়েজে ইত্তেহাদী

লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০৬:৪৬ সকাল



ভোরবেলা নানভাইসহ ইমাম সাহেব হুজরায় ঢুকিবার

কালে লোকদেরকে বলিলেন, আমাকে কেহ ডাকিবা না, কপাট খুলিবা না। ভোরে দাখেল হইয়া দুপুরের পূর্বেই যখন নানভাই একই কপাট দিয়া বাহির হইলেন, তখন লোকে দেখিয়া হয়রান হইয়া গেল। হুজুর নানভাইকে এমন ফায়েজ দিলেন, যাহার ফলে নানভাইর জাহিরী ছুরাতও পরিবর্তন হইয়া ইমাম বাকীবিল্লাহ (র) ছুরাত হইয়া গিয়াছে। কে ইমাম এবং কে নানভাই,চেহারার দ্বারা কেহই ঠিক করিতে পারিল না। ইহাকে "ফায়েজে ইত্তেহাদী" বলা হয়। একই সংগে এত নূরের চাপ সহ্য করিতে না পারিয়া নানভাই দুই একদিন পরে ইন্তেকাল করেন।

-ভেদে মারেফত বা ইয়াদে খোদা পৃষ্ঠঃ৪৫

কার কার "ফায়েজে ইত্তেহাদী" লাগবে? চরমুনাই যান। তবে পরকালে ধরা (নিশ্চিৎ) পরলে আমার দোষ না।

—সচেতন মুসলিম

ভেজাল বিরুধী অভিযান

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266680
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:২২
নূর আল আমিন লিখেছেন : কিচ্চু বোঝলেম না দাদা বাবু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File