ডাঃ জাকির নায়েক কি অভিশাপ নাকি আশির্বাদ???
লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ০২ জুন, ২০১৪, ০১:০২:১৮ দুপুর
প্রথম প্রথম ডাঃ জাকির
নায়েককে মুসলিমরা আশির্বাদই
মনে করেছে । কারন তিনি অন্য
ধর্মাবলম্বী স্কলারদের
সাথে ওপেন চেলেঞ্জের মাধ্যমে বিভিন্ন ধর্মীও
গ্রন্থের স্পষ্ট
রেফারেন্স , বৈজ্ঞানিক
দৃষ্টি ভঙ্গী এবং যুক্তি তর্কের
মাধ্যমে ইসলাম যে সব ধর্মের উপরে প্রতিষ্ঠিত
তা উপস্থাপন
করেছেন । যা (ওনার জ্ঞান) মানুষকে অবশ্যই
আশ্চার্যন্বিত করে ।
এতে আমরা মুসলিমা নিশ্চই খুশি হই । কিন্তু
ননমুসলিমরাকি খুশি হতে পারে ? কখ্খনো না ।
তারা মনেকরে এসব সাজানো , বানানো ও
মনগরা ইত্যাদি ।
তারা তাদের গোমরাহীকে বহাল রাখতে নিজস্ব
ধর্মীও গ্রন্থের
স্পষ্ট রেফারেন্সকেও অস্বীকার করে ।
এবং তারা তা খুজেও
দেখেনা , যে রেফারেন্স গুলো কি সত্যি !
না মনগরা ? আল্লাহ
তাদেরকে অন্তরজ্ঞ এমনি মোহর মেরে দিয়েছেন ।
তারা সত্যকে উপলব্ধী করতে পারেনা ।
ফলে তারা শির্ক ও
ভ্রান্তি থেকে ফিরে আসতে পারেনা ।
ক্রমেই ডাঃ জাকির নায়েক যখন আরো অনেক দুর
এগিয়ে গেলেন ।
নিজ ধর্মাবলম্বীদের ভুল ভ্রান্তিকে স্পষ্ট রেফারেন্স
সহকারে উপস্থাপন করলেন । তখন কিছু মুসলমানের
দৃষ্টি ভঙ্গী বদলে গেল । শুরু হল দোষ অন্বেষণ । কিছু
দোষ এমনঃ -
(১) ডাঃ জাকির নায়েকের ইসলামিক
ডিগ্রী নেই ।
(মানছি প্রতিষ্ঠানিক সর্টিফিকেট নেই । কিন্তু ধর্ম
প্রচারে কি প্রয়োজন ? সার্টিফিকেট ?
নাকি ইসলামিক
জ্ঞান ? )
(২) তিনি সুন্নতি পোশাক পরিধান করেননা ।
(৩) তার লেকচারে সবাই (ইসলাম পরি পন্থি) হাত
তালি দেয় ।
(এটা দোষ হলেও তার নয়)
(৪) তিনি কোরআন ও হদিসের রেফারেন্সর অপ
ব্যাক্ষা দেন ।
(প্রমাণীত নয়)
(৫) তিনি সম্রাট আকবরের মত ইসলামের সাথে অন্য
ধর্মের সংমিশ্রণ
ঘটান ।(ভুল দৃষ্টি)
(৬) তিনি শাফি মাযহবের অনুসারী । (মিথ্যা)
আমার সাক্ষাত হয়েছে এমন কয়েক জনের
সাথে জাকির নায়েক
যাদের গায়ের কাটার মত । তবে মজার বিষয়
তারা মাযহাব
পন্থি এবং পীরের মুরিদ ।
তবে আমি বলছিনা ডাঃ জাকির নায়েক ভূলের
উর্ধে । তিনিও ভুল
করতে পারেন । তাই একজন মুসলিম কোন ইসলামিক
স্কলারকে অন্ধ অনুসরন
করতে পারেনা । অন্ধ অনুসরনের যৌজ্ঞ আল্লাহ ও আল্লাহর
রাসুল (সঃ) ।
অন্য কেউ নয় । অথচ দুঃখ জনক হলেও সত্য কেবল মাত্র
পীরের (ইসলামিক
দৃষ্টিতে যার কোন অস্তিত্বই নেই) মুরীদরাই নিজ
নিজ পীরকে অন্ধ
অনুসরণ করে । এবং গোমরাহীর দরুন সত্যকে অস্বীকার
করে ।
এক মত না হলে গঠন মূলক মন্তব্য করুন । অন্যথায় আমার
কথাটি আপনার
অজান্তেই আপনার কর্তৃক প্রমাণীত হয়ে যাবে ।
হে আল্লাহ আমরা তোমার গোলাম ।
আমাদেরকে পরিপূন হেদায়েত
বিষয়: বিবিধ
২৬০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ড. জাকির নায়েকের একটাই দোষ, উনি সালাফী মতবাদের অনুসারী আর তিনি সালাফী মতবাদ মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন।
যাকির মুসলিমদের জন্য আশীর্বাদ। তিনি হাজারের বেশী মানুষ তার কাছে ইসলাম গ্রহন করেছেন। তবে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তবে প্রমান হীন।। আল্লাহ্ আমাদের তার মতো হবার তাওফিক দান করুন।
নিশ্চই উম্মতের সদা সর্বদা একটি দল সত্যর উপর থাকবে, বিরুদ্ধবাদীদের কোন কথা তাদের ক্ষতি করতে পারবে না।
খুব সুন্দর বিশ্লেষণ । অসংখ্যা ধন্যবাদ ভাইয়া ।
ইসলামের স্যার বলল-হাঁটুর উপরে কাপড় উঠলে সুন্নতের খেলাপ হয়। তখন আমার এক সহপাঠী প্রশ্ন করে বসল। স্যার হাগু দিতে গেলেতো পাছা বেরিয়ে যায় তাহলে কি সুন্নতের বেশি অবমাননা হয় না। সঙ্গে সঙ্গে স্যার তাহাজুলকে বলল-এই বেয়াদব চুপ, বেশি ইচড়ে পাকা হয়েছো তাই না?
মন্তব্য করতে লগইন করুন