চরমুনাই কর্তৃক (বোখারী মুসলিমের) সহিহ হাদীস বিকৃত
লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম ০২ জুন, ২০১৪, ০৯:২৭:৪৯ সকাল
চরমুনাইর মরহুম পীর সৈয়দ এসহাক সাহেব তার ভেদে মারেফত বা ইয়াদে খোদা কেতাবে বোখারী মুসলিমের একটি হাদীস উপস্থাপন করেছেন। এর অংশ বিশেষ আমি উদ্বৃতি করছি-
>> বনী ইসরাঈলের এক ডাকাতের ঘটনাঃহুজুর (সঃ) ফরমায়েছেন-(যাহার মর্ম এই) বনী ইসরাঈলের মধ্যে এক ডাকাত ছিল। এমন কোন গুনাহ নাই যা সে করে নাই। প্রয় ১০০ খুন করিয়াছে।একদা তাহার অন্তরে আখেরাতের ভয় জাগিলে সে মুক্তির উপায় খুজতে লাগিল।তাই এক দিন এক #আলেমের কাছে গিয়া সে বলিল হুজুর না করিয়াছি এমন কোন গুনাহ নাই। খুন বহু করিয়াছি। এখন আমার মুক্তির কোন উপায় আছে? #আলেমসাহেব বলিলেন তোমার দোযখ ছাড়া উপায় নাই। ইহা শুনিয়া ঐ ব্যাক্তি #মাওলানা সাহেবকে কতল করিল এবং বলিতে বলিতে চলিয়া গেল যে, যদি দোযখে যেতেই হয় তবে আরো পাপ করিয়া লই। কিন্তু আল্লাহর মর্জিকিছু দিন পর তাহার খেয়াল আসিল, যে এমন একজন আলেমের কাছে যাই যাহার ভেতর #এল্মে_মারেফতআছে। দেখি তিনি কি বলেন? বহু খোজার পর একজনআলেমের সংবাদ পাইয়া সেখানে উপস্থিত হইয়া নিজের অবস্থা জানাইয়া বলিল,হুজুর এখন আমার কোন উপায় আছে? হুজুর বলিলেন, বাবা! তোমার কোন ভয় নাই, খাছ তওবা কর, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। ঐব্যাক্তি তখনই বলিল হুজুর আমাকে তোবা পড়ান। হুজুর তাহাকে তোবা করাইয়া নিজ দলের অন্তর্ভূক্ত করিয়া লইলেন। এবং জিজ্ঞাসা করিলেন বাবাশরীয়তের মাছয়ালা মাছায়েল কিছু জান? সে বলিল হুজুর আমি কিছুই জানিনা। হুজুর বলিলেন তোমার বাড়ির কাছে কোন আলেম আছে? সে বলিল কিছুদুর অন্য গ্রামে একজন আলেম আছে। হুজুর বলিলেন তুমি তাহার কাছে গিয়ে কিছু মাছয়ালা মাছায়েল শিক্ষা কর পরে আমার কাছে আসিও। ঐ ব্যাক্তি বাড়ি গিয়া কিছু খাওয়া দাওয়া করিয়া আলেম সাহেবের কাছে যাওয়ার জন্য রওয়ানা হইল। (সংক্ষিপ্ত)-#ভেদে_মারেফত বা ইয়াদে খোদা।পৃষ্ঠা ৩৭ & ৩৮।
বন্ধুরা # দিয়ে হাইলাইট করা অংশ গুলো মনে রাখবেন। তার পর হাদীসটা পরবেন-
রাসুল (সঃ) এরশাদ করেন তোমাদের পূর্ব কালে এক লোক ছিল। ৯৯ জন লোককে হত্যা করেছিল। তারপর তওবার ইচ্ছা হলে জিজ্ঞাসা করিল এই পৃথিবীতে কে বেশী জ্ঞানী? (ফাদুল্লা আলা #রাহেবীন) একজন #ধর্ম_যাজকেরখবর দেওয়া হল। তার কাছে আসল। জান্তে চাইল আমার তওবা কবুল হইবে কি? (লা) না। তুমি ৯৯ জনকে হত্যা করেছ তোমার তওবা কবুল হবে না। সে তাকেও হত্যা করে দিল। ১০০টা পুরা করিল।তারপর জিজ্ঞাসা করিল যে আর কে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী আছে? (ফাদুল্লা আলা রজোলিন #আলেমিন) তাকে বাতলানো হইল একজন #আলেম সম্পর্কে। (সংক্ষিপ্ত)-হাদীস বোখারী শরীফ & মুসলিম শরীফ।
এনালাইসিসঃ বোখারী ওমুসলিম শরীফের এই হাদীসটির চরমুনাই কর্তৃক বর্ণনায় অনেক সংযোজন বিয়োজন আছে। তবে আমি গুরুত্বপূর্ন দু'টি শব্দ বিকৃতি সম্পর্কে যাচাইকরব।
১। #আলেম।
২।#যাজক।(#রাহেব)
★#রাহেবঃঅর্থ #ধর্মযাজক। অর্থাৎ #সংসার_ত্যাগী। #বনে_জংগলে_উপাসনা_কারী। #বৈরাগী। এখন দেখুন হাদিস যাকে বলেছে (#রাহেব) #ধর্মযাজক। #চরমুনাইতাকে বলছে #আলেম এবং #মাওলানা। আবার হাদীস যাকে বলছে #আলেম #চরমুনাই তাকে বলছে #পীর(#মারেফত_ওয়ালা)। দেখুন আপনারা কিরকম ধৃষ্টতা। অথচ দেখুন প্রথম জনই ওনাদের মত। #যাজক। ওনাদের মত বনে জংগলে উপাসনা কারী। দ্বিতীয় জন ছিলেন আলেম। ওনাদের মত #রাহেব নয়। অর্থাৎ #বনে_জংগলেউপাসনা কারী নয়। এই যদি হয় #হক্কানী_পীর। তাহলে #দেওয়ান_বাগী, #কুতুব_বাগী,#মাইজ_ভান্ডারী,#চন্দ্রপুরী রা কি??? #ব্যাক্কানা??? চরমুনাই মুরীদ যারা আছেন ভাই আপনাদের সাথে কোন ব্যাক্তিগত দন্দ নয়। আপনারা বিষয়টা যাচাই করে দেখবেন।
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পীর নাম ধারী কোন মুসলিম এমন করতে পারে জানা ছিলনা। তিনি যদি সত্যিই হাদিসের ব্যখাটি এভাবে দিয়ে থাকেন, বিরাট অন্যায় করেছেন! আল্লাহর নিকট মিথ্যাবাদী হবার জন্য এ ধরনের একটি জালিয়তি যথেষ্ট।
ইসলাম যেহেতু হুশিয়ার করেছে যে, কোন কথা শুনা মাত্র প্রচারে লেগে যাবেনা। তাহলে তুমি মিথ্যাবাদী হবার জন্য এটাই যথেষ্ট। তাই সম্ভব হলে সেই বইয়ের একটি স্ক্রিন শট যোগ করেন। সবার উপকার হবে।
মন্তব্য করতে লগইন করুন