লাশ উদ্ধার বন্ধঃ কার লাভ কার ক্ষতি

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মুসাফির ১৬ মে, ২০১৪, ১০:২৯:০৮ রাত

নায়ারনগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডার মতান্তরে ইলিভেন মার্ডার নিয়ে সরব সময়ে মেঘনায় লঞ্চডুবি আরেকবার জাতিকে আহত করেছে। সরকারী-বেসরকারী উদ্দোগ্যে উদ্ধার কাজ যথা সময়ে শুরু হলেও ঝড় হাওয়ায় তা ব্যহত হচ্ছে।্

আজ রাতে টিভি সংবাদে দেখলাম, কাত হয়ে থাকা লঞ্চটিকে টেনে তীরের দিকে নিয়ে আনা হচ্ছে। ফলে লাশ উদ্ধারের আশাও আর করা যায় না। দুইশতাধিক যাত্রীর লঞ্চডুবিতে ২৩জনের লাশ উদ্ধার করা হয়। বাকী যাত্রী কোথায় সবাই কি সাতার কেটে জানে বাচতে পেরেছে নাকি মেঘনার ঘোলা পানিতে বিলিন হয়ে যাচ্ছে। জাতি কি কোনদিন এটা জানতে পারবে না? নিহত বা নিখোঁজ হওয়াদের আত্মীয়রা কি লাশ দেখতে পারবে না? এটায় কি আমাদের জাতীয় জীবনের বাস্তব চিত্র নয় কি?

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222382
১৬ মে ২০১৪ রাত ১০:৪২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সবগুলা রাতে পেট কেটে নদীতে ভেসে দিবে।
222389
১৬ মে ২০১৪ রাত ১১:১৫
নীল জোছনা লিখেছেন : আমজনতা।
222408
১৬ মে ২০১৪ রাত ১১:৩১
ফেরারী মন লিখেছেন : দেশ ও জাতির ক্ষতি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File