তাবলীগ জামাতের একজন আমীর এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে
লিখেছেন লিখেছেন কাজী মুহিব্বুল্লাহ ১৮ মে, ২০১৪, ১১:১৬:০২ রাত
কারো ব্যাপারে সুধারনা থাকা ভাল তবে কাউকে মাসুম (নিস্পাপ) মনে করা ইসলামী চিন্তা পরিপন্থী,হযরত ওমর (রা র মত মানুষকে তৎকালীন মোসলমানরা জবাবদিহি করতে বাধ্য করেছে ,আর এখন আমরা একজন তাবলীগ জামাতের আমীরের বিরুদ্ধে অভিযোগ শুনে আঁতকে উঠছি ,তাবলীগ জামাতের আমীর তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন কি করে সম্ভব ? তারা তো ফেরেশতা তুল্য!!! আর এটাই হল ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞানতার ফল। স্বচ্ছতা,জবাবদিহিতা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য ,শত কোটি টাকা কিভাবে আয় এবং ব্যয় হয় তা মুসল মানদেরকে জানানো তাবলীগের মুরুব্বীদের যেমন একটা নৈতিক দায়িত্ব ,একই ভাবে এই আয় এবং ব্যয়ের ক্ষেত্রে কেউ যাতে দুর্নীতি না করতে পারে সেদিকেও মুসল্লিদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
(কথাগুলি বলতে চাইনি, কারণ ব্যক্তিগত ভাবে আমিও অর্থনৈতিক ভাবে স্বচ্ছ হতে পারিনি এখনো ,তবে চেষ্টা করছি এ সংকট কাটিয়ে উঠতে । কিন্তু বিষয়টি মুসলিম উম্মাহর জাতীয় বিষয় হওয়ার কারণে কথাগুলি লিখলাম )
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন