চাকরির ইন্টারভিউ বোর্ডে যে ৭টি কথা ভুলেও বলা যাবে না ।। (সংগৃহিত.....)

লিখেছেন লিখেছেন এন এস এম সাবের ১৮ মে, ২০১৪, ০৮:৫৫:৫১ সকাল

১। দুঃখিত, আমার আসতে একটু দেরী হয়ে গেলোঃ

ইন্টারভিউ বোর্ডে যদি একটু দেরী করেও ফেলেন, এটি বলার প্রয়োজন নেই, কর্তারা জিজ্ঞেস করার আগ পর্যন্ত। কেননা নয়তো এতে তারা ফোকাস করবেন শুরুতেই এবং তারা কি চাইবেন প্রতিদিনই অফিসে দেরী করে আসা একজনকে চাকরি দিতে?

২। আপনাদের বার্ষিক ছুটি বা অসুস্থতার জন্যে নির্ধারিত ছুটি কতদিনঃ

এটা কখনোই জিজ্ঞেস করা যাবে না। নয়তো তারা ভাবতেই পারেন, যে মানুষটি চাকরিতে জয়েন করার আগেই ছুটিছাটার কথা ভাবছে সে যে অফিসে বেশিরভাগ সময়েই অনুপস্থিত থাকবে না তার গ্যারান্টি কি?

৩। আমার একটা জরুরী ফোন এসেছে, একটু রিসিভ করতে পারি?

ওহ না! এটা বলেছেন তো চাকরি শেষ। ফোন বা এসএমএস কোনটির ব্যাপারেই ভাবা যাবে না। সব চেয়ে ভালো হয় ফোনটি সাইলেন্ট করে বোর্ডে ঢুকুন।

৪। আজ থেকে ৫ বছর পর?

আজ থেকে ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? প্রশ্নকর্তারা এ প্রশ্নটি করতেই পারেন। সাধারণত প্রার্থীরা উত্তর দেন, ‘এখানেই জব করতে চাই’। মোটেই ভালো উত্তর নয়। এভারেজ মানসিকতার প্রকাশ। এর চেয়ে বলুন, আজ থেকে ৫ বছর পর নিজের অর্জিত দক্ষতা ও যোগ্যাতাকে কাজে লাগিয়ে ভালো কোন পজিশনে কাজ করতে আগ্রহী।

৫। আমার আগের প্রতিষ্ঠান ভালো ছিলো নাঃ

কেন জব ছেড়েছেন এ কথার উত্তরে ভুলেও আগের প্রতিষ্ঠানের বদনাম করতে যাবেন না তারা যত খারাপই হোক না কেন। এতে চাকরীদাতারা ভাববেন যে, আপনি এই কোম্পানি ছেড়ে দিলেও এসব কথাই অন্য কোথাও গিয়ে বলবেন। এর চেয়ে বলুন, “আরো ভালো সুযোগ পাবার জন্যে”।

৬। পত্রিকায় বিজ্ঞাপন দেখে আপনাদের ব্যাপারে জেনেছিঃ

মোটেই ভালো ইম্প্রেশন তৈরী করবে না এটা। চাকরীদাতারা সব সময় চান প্রার্থী যেন একটু কষ্ট করে তাদের খুজে বের করে। তাই বলুন, আপনাদের ওয়েবসাইটে চোখ রাখি আমি, সেখানেই দেখে এপ্লাই করেছি চাকরির জন্যে।

৭। আমাকে কি ইউনিফরম বা ফর্মাল পোষাক পরতেই হবে প্রতিদিন?

ফুটো বেলুনের মতই এতক্ষণের আপনার সব স্মার্টনেসে হাওয়া উড়ে যাবে এই প্রশ্নটির মাধ্যমে। যে নিয়ম সে নিয়মেই চলতে হবে আপনাকে। আপনার জন্যে চাকরির পরিবেশ বদলে যাবে না। কিন্তু এই কথায় আপনার চাকরিটা না হবার সম্ভাবনা কিন্তু ৯৯% ।

আর একই সাথে ইন্টারভিউ বোর্ডে আসার আগে একটু জেনে আসুন প্রতিষ্ঠানটি সম্পর্কে এবং নিজের অভিজ্ঞতা, পড়াশোনা সম্পর্কে ভালো একটি ব্রিফিং এর চর্চা করে আসুন বাসা থেকেই। ব্যস! আর কে ঠেকায়!

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222894
১৮ মে ২০১৪ সকাল ০৯:৩২
দ্য স্লেভ লিখেছেন : আগের চাকুরী ছাড়লেন কেন এই প্রশ্নটা কমন। আর ভবিষ্যত চিন্তা কি এটাও জিজ্ঞেস করে। নিজের সম্পর্কে বলুন, এটা কমন প্রশ্ন। আপনি কেন এই চুকরী করতে চান ? ইত্যাদী
222907
১৮ মে ২০১৪ সকাল ১১:০৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সো ম্যানি থ্যাংকস টু ইউ Big Hug আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন
১৮ মে ২০১৪ দুপুর ০২:৫৮
170332
এন এস এম সাবের লিখেছেন : Thanks
১৯ মে ২০১৪ সকাল ১১:০৫
170684
নকীব কম্পিউটার লিখেছেন : মামা উনি কিন্তু----, ইসলাম বিদ্বেষী।
222939
১৮ মে ২০১৪ দুপুর ১২:৪০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ মে ২০১৪ দুপুর ০২:৫৮
170333
এন এস এম সাবের লিখেছেন : Thanks
222972
১৮ মে ২০১৪ দুপুর ০১:৫১
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১৮ মে ২০১৪ দুপুর ০২:৫৮
170334
এন এস এম সাবের লিখেছেন : Thanks
222989
১৮ মে ২০১৪ দুপুর ০২:২৬
নকীব কম্পিউটার লিখেছেন : সফলতা একদিন আসবেই, সাফল্য আপনার দরজায়। হে নবীন আপনার কলম চলুক দূর্বার। আপনাকে আবারও অভিনন্দন। নবীন হিসেবে ভালই লিখে যাচ্ছেন।
১৮ মে ২০১৪ দুপুর ০২:৫৯
170335
এন এস এম সাবের লিখেছেন : Thanks a lot

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File