একটি শিক্ষণীয় গল্প
লিখেছেন লিখেছেন এন এস এম সাবের ১৭ মে, ২০১৪, ০৯:০২:৫৬ সকাল
একদিন এক হল রুমে ৫০০ লোক জড়ো করা হল...। কতৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে বেলুন দিল এবং তাতে মার্কার কলম দিয়ে সবার নাম লিখতে বলল....। লেখা শেষ হলে বেলুনগুলো আরেকটা রুমে রাখা হল....। পরে কতৃপক্ষ তাদের সবাইকে ৫ মিনিটের মধ্যে ঐ রুম থেকে নিজের নাম
লেখা বেলুনটি খুজে নিয়ে আসতে বলল.....। রুমে গিয়ে সবাই
নিজের নাম লেখা বেলুনটি এত তাড়াতাড়ি খুজছিল যে কয়েকজন ছাড়া কেউই নিজের নাম লেখা বেলুনটি পেল না। তারা নিজ নামের বেলুন খুজতে সত্যিই খুব ব্যস্তছিল....।তাই
সেখানে এত বিশৃঙ্খলা হচ্ছিল যে নির্দিষ্ট সমযের মধ্যে ২-১ জন ছাড়া কেউ বেলুনটি খুজে পায় নি.....। এরপর কতৃপক্ষ
তাদেরকে বললেন তারা তাদের সামনে যেই নাম লেখা বেলুন পাবেন সেই নামের ব্যক্তিকে যেন বেলুনটি দিয়ে দেয়....।
এবার দেখা গেল ১ মিনিটের মধ্যেই সবাই নিজের নাম লেখা বেলুনটি পেয়ে গেছে.....!! মানুষের জীবনে সুখ জিনিসটাও ঠিক এরকম....। পৃথিবীর হাজার রকমের সুখের বস্তু হতে সবাই তাড়াতাড়ি নিজের সুখটাই খুজে নিতে চেষ্টা করে....। এবং গল্পের মতই বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু ২-১ জন ছাড়া কেউ সুখের দেখা পায় না....। আসলে সুখ জিনিসটাই এমন যে ,আপনি যদি অন্যরে সুখের বস্তুটা তাকে খুজে দিতে সাহায্য করেন তবে সেও আপনাকে আপনার সুখের বস্তুটা খুজে পেতে সাহায্য করবে.....।
মোরাল: অন্যকে সুখী করলে নিজে সুখী হওয়া যায়....।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পদ্য প্যাটার্নে না দিয়ে গদ্য প্যাটার্নে দেওয়া যায় না ?
প্রত্যেকে আমরা পরের তরে
মন্তব্য করতে লগইন করুন