বোবা অভিমান

লিখেছেন লিখেছেন মাধবীলতা ১৪ মে, ২০১৪, ০৯:১৪:০৬ সকাল

সাপের কামড়ের ব্যথায় ঘুম ভাঙগে রুনুর । কব্জির ঠিক আধ ইঞ্চি উপরেই কামড়ের দাগ থেকে রক্ত বেরিয়ে জমে গেছে ।

হাতটার দিকে নিষ্পলক তাকিয়ে রুনুর ভেতর একধরনের আতঙ্ক তৈরী হলো । কেমন শিরশিরে অনুভুতি হচ্ছে । খাট থেকে নামতেও ভয় হচ্ছে । মাথার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে তার আলোতে ঘরের বাতি জ্বালিয়ে বোতল থেকে ঢক ঢক করে পানি খেয়ে ফ্যানের স্পিড বাড়িয়ে দিল ।

এখন যদি যুবরাজের সাথে দেখা হওয়ার আগেই ও মরে যায় ! ভাবতেই রুনুর দমবন্ধ লাগে ।

...আস্ সালাতু খায়রুম মিনান নাউম... মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসছে ।

গত কয়েকদিন রাতজাগার প্রচন্ড অনিয়মের কারণে ফজরের নামায কাজা পড়তে হয়েছে ।

আজকে ঠিক সময়ে নামায পড়ার পর মনটা প্রশান্তিতে ভরে গেল ।

সারাটা দিন ব্যস্ততায়ই কাটলো । এক সপ্তাহ ধরে যুবরাজের সাথে কথা বন্ধ । ঝগড়া ওদের নিত্য সাথী হলেও রুনু অনেকটা অভিমান করেই এই পুরো সপ্তাহটা যোগাযোগ বন্ধ রেখেছিল ।

আজ আর পারলো না । সাবা টেক-এ ফোন দিয়ে যুবরাজকে চাইলে শুভ্র ভাই যা বললেন তা রুনুর কাছে কখনোই বিশ্বাস যোগ্য নয়, তারপরও আতঙ্কিত রুনু দৌড়ে রুমে যেয়ে কোনরকমে বাইরে পড়ার ড্রেসটা গায়ে চাপিয়ে সিএনজির খোঁজে ছুটল । পুরো রাস্তাটা কাঁদতে কাঁদতেই রুনু ভাবছিল বাসায় পৌঁছে দেখবে যুবরাজ উপহাসের হাসি দিয়ে ভেংচি কাটছে রুনুকে ।

বাড়ির বাইরে খাটিয়ায় যুবরাজ শুয়ে, মুখটা কালচে বর্ণের হয়ে গেছে । কব্জির ঠিক আধ ইঞ্চি উপরেই বৈদ্যুতিক তারের আঘাত থেকে রক্ত বেরিয়ে জমে গেছে ।

(১৮ মার্চ ২০১৪)

--------------

অন্যের পোস্টে মন্তব্য করার অপশন খুঁজে পাচ্ছি না । আর নিজের পোস্টে অন্যের করা মন্তব্যেরও জবাব দেবার কোন অপশন পাচ্ছি না ।

ফেসবুক থেকে মন্তব্য করার অপশন দেখায়...হেল্প প্লিজ

বিষয়: সাহিত্য

১০০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221329
১৪ মে ২০১৪ সকাল ১০:৫১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
221385
১৪ মে ২০১৪ দুপুর ০১:৩৮
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ভালো লাগলো। আরো লিখুন।
221705
১৫ মে ২০১৪ সকাল ১০:১৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অন্যের পোস্টে মন্তব্য করতে হলে লেখার নীচে 'পাঠকের মন্তব্য' অংশে সর্বনিম্নে অবস্থিত খালি বক্সে আপনার মন্তব্যটি লিখুন, তারপর 'মন্তব্য প্রকাশ করুন' ক্লিক করুন।
আপনার পোস্টে কেউ মন্তব্য করলে মন্তব্যের নীচে তীর চিহ্নে ক্লিক করুন, যে খালি বক্স আসবে তাতে আপনার মন্তব্য লিখে 'জবাব প্রকাশ করুন' ক্লিক করুন।
আশা করছি বুঝাতে পেরেছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File