বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদে
লিখেছেন লিখেছেন ফাহমিদা সুলতানা শিল্পী ১২ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩৯:৫৩ সকাল
সম্প্রতি বাংলাদেশে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে দিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবী সহ সংবিধান প্রণেতাদের অন্যতম ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীরি উল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। আমরা যারা জনগণ কিছু বুঝি না ,তারা সবাই চুপ রয়ে গেলাম। বিএনপির বিরোধিতার মধ্যে সংসদে সংবিধান সংশোধনের এই বিল উত্থাপিত হয়েছে। চলতি অধিবেশনেই তা পাসের কথা রয়েছে।এ বিষয়ে বিএনপির বিস্তর অভিযোগ রয়েছে।
বিএনপি বলছে , ৫ জানুয়ারির নির্বাচন 'অবৈধ' । এই ‘অবৈধ’ সংসদকে বিচারপতি অপসারণের ক্ষমতা দিয়ে আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ।এই বিল পাস হলে বিচারপতিরা আর স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
এই অভিশংসনের পর যে বিচারপতি একদিন এই প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) রং হেডেড বলেছিলেন, তার কী হবে? ওই বিচারপতি দেশে আছেন কি না জানি না; যদি থাকেন, নিশ্চয়ই তাহলে দেশ ছাড়তে হবে।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন