ভালোবাসা
লিখেছেন লিখেছেন anontorakib ০১ অক্টোবর, ২০১৪, ০৫:৩৮:২৬ বিকাল
বন্ধু তোমায় ভালোবাসি আপন করে নিতে
কষ্ট লাগে তোমায় ছেড়ে দুরে কোথাও যেতে
বন্ধু তোমার কানে কানে বলবো একটা কথা
তুমি বন্ধু আমার মনে দিও না আর ব্যথা
বিষয়: বিবিধ
৯২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বন্ধু তুমি আমার সাথী জীবন সঙ্গীনি
কবুল বলার পরথেকেতো একা রাখিনি।
বাধ্য হয়েই এখন আমি দুরে পড়ে আছি
হৃদয়ের গহীনে কিন্তু তোমায় রেখেছি।
মন্তব্য করতে লগইন করুন