ছি ছি প্রথম আলো

লিখেছেন লিখেছেন খোন্দকার আব্দুল্লাহ মাহমুদ ০২ মে, ২০১৪, ১০:১৪:৩২ রাত









বাংলাদেশের গণমাধ্যমের রুচি এত নিচে নেমে গেছে ভাবতেও অবাক লাগে ।

বেশ কিছুদিন ধরে দেখছি প্রথম আলোর অনলাইন সংস্করণে এত অশ্লিল এবং নগ্ন ছবি সহ বিজ্ঞাপন প্রচার করছে । এই প্রত্রিকাটি আবার বাংলাদেশের শিক্ষিত লোকদের পত্রিকা বলে পরিচিত । তা শিক্ষিতর নমুনা যদি নগ্নতা হয় তাহলে খারাপের নমুনা কি ??? এরা আবার নারীদের ওধিকার নিয়ে বড় বড় বুলি ঝারে । তা এয় তার নমুনা ।

ভাবতেও ওবাক লাগে কতটা নিম্ন রুচির হলে এমন বিজ্ঞাপন প্রচার করতে পারে ????



বিষয়: সাহিত্য

৩১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216735
০৩ মে ২০১৪ রাত ০৩:১৫
এলিট লিখেছেন : আমাদেরকে এই আনন্দটুকু দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রথম আলোর ওয়েব সাইটে আপনি যে বিজ্ঞাপন গুলি দেখিয়েছেন তাকে Interest based advertisement বলে। এগুলো কম্পিউটার ব্যাবহার কারীর পছন্দ অনুযায়ী সয়ংক্রীয় ভাবে আসে। আপনার কম্পিউটার এ যদি রেস্টুরেন্ট এর ওয়েব সাইট বেশী দেখা হয় তবে ওখানে রেস্টুরেন্ট এর বিজ্ঞাপন দেখা যাবে। যদি সিনেমার ওয়েব সাইট বেশী দেখা হয় তবে ওখানে সিনেমার বিজ্ঞাপন দেখা যাবে। এগুলো অটোমেটিক ওই বিজ্ঞাপন কোম্পানী থেকে আসে। প্রথম আলোর কিছু করার নেই। এটা আপনার পছন্দ অনুযায়ী দেখা যায়। একই বিজ্ঞাপন অন্য কম্পিউটার এ অন্যরকম দেখা যাবে।
ওসব ওয়েব সাইট দেখা কমিয়ে দিন। নইলে ব্রাউজার এর History মুছে ফেলুন। দেখবেন তখন প্রথম আলোকে আর ছি ছি করতে হবে না।
০৩ মে ২০১৪ দুপুর ০১:০৬
165068
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue
216751
০৩ মে ২০১৪ সকাল ০৬:৩৫
মারুফ_রুসাফি লিখেছেন : lul
216785
০৩ মে ২০১৪ সকাল ০৮:৪০
হতভাগা লিখেছেন : চামে দিয়া পর্ন সাইটের প্রচার ও প্রসার ঘটাইয়া গেলেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File