তসলিমা নাসরিন লাঞ্ছিত হওয়ার দৃশ্য
লিখেছেন লিখেছেন ইবনেআদম ২৯ মে, ২০১৪, ০৭:২০:০৯ সন্ধ্যা
ইদানিং তসলিমা নাসরিন নাকি অসুস্থ, মিডিয়াওয়ালারা চেয়েছিল এ নিয়ে গরম গরম শিরোনাম করতে, কিন্তু পাবলিক এটা নিয়ে তেমন মাথা ঘামাননি, তাই মিডিয়া হঠাৎ চুপসে গিয়ে এ বিষয়ে আর বেশী দূর আগায়নি।
আসলে তসলিমা নাসরিন একটি নিন্দিত নাম। তিনি বড় মাপের কোন লিখিকা বা সাহিত্যিক নন। তার লেখায় কোন আকর্ষণও নেই। সে নিজেকে মিডিয়ায় হাইলাইট করার জন্য ধর্মের উপর আক্রমণ করাকেই বেচে নেয়। তাও আবার অন্য কোন ধর্ম নয়, তার নিজের ধর্ম ইসলামকে। সে মনে করেছিল যেহেতু তার লেখায় কোন আকর্ষণ নেই তাই অন্য কোন বিষয়ের উপর লিখলে বিখ্যাত হওয়া যাবে না।পাওয়া যাবে না অর্থ কড়িও।
যে চিন্তা সে কাজ, সে কলম ধরল ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে। অবশেষে তার বুদ্ধিতে কাজ হয়। সাথে সাথে তাকে লুফে নেয় ইসলাম বিদ্বেষী ও ধর্মদ্রোহীরা এবং এরাই তাকে বিভিন্ন মিডিয়ায় হাইলাইট করতে থাকে। কিন্তু তসলিমার জানা ছিল না যে বাংলাদেশের তৌহিদী জনতা তার বিরুদ্ধে এতোটা ক্ষেপে উঠবেন।এক পর্যায়ে তৌহিদী জনতা তাকে দেশ থেকে বিতাড়িত করলেন। সেই ইতিহাস আমাদের সকলেরই জানা।
দেশ থেকে বিতাড়িত হওয়ার পর তসলিমা পৃথিবীর বিভিন্ন দেশের ধারে ধারে ঘুরতে লাগলো আশ্রয়ের জন্য। বিশেষ করে নরওয়ে থাকার প্রবল ইচ্ছা ছিল তার ।কিন্তু পৃথিবীর কোন দেশ ধর্মদ্রোহী তসলিমাকে আশ্রয় দিতে রাজি হয়নি।
অবশেষে পার্শ্ববর্তী দেশ ভারত তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায় এবং হয়ে যায় তার পৃষ্ঠপোষক। তসলিমা ভারতের মাটিতে আরাম আয়েশে বসবাস করতে থাকলেন আর ইসলাম ধর্মের বিরুদ্ধে লিখে যেতে লাগলেন।
কিন্তু তার ইতিহাস জানা ছিল না যে, ইসলামকে অবমাননা করলে নিজেই একদিন অপমানিত ও লাঞ্ছিত হতে হয় । যুগে যুগে যারা ইসলামকে অবমাননা করেছে তারা হয়েছে অপমানিত আর লাঞ্ছিত, তার সত্যতা আমরা আবারও পেলাম যখন ভারতের মাটিতে তসলিমাকে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার দৃশ্য দেখি। যারা সেই দৃশ্যটি দেখেননি তারা youtube এ গিয়ে নিচের address-এ http://www.youtube.com/watch?v=8IZY1mt0e-Q সেই দৃশ্যটি দেখতে পারেন।
বিষয়: বিবিধ
২০১২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যাকে সন্মানিত করে - পৃথিবীর আর কোন শক্তি আছে - তাকে টেনে নামাতে পারে?
লিখক জগতে তসলিমার অবস্থানুনাযায়ী তাঁর ইগো - আর রাজনীতির জগতে শেখ হাসিনার অবস্থানানুযায়ী তাঁর ইগো - আমার কাছে প্যারালাম মনে হয়।
আল্লাহ ভাল জানেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
কিন্তু পুরো মুসলিম জাতির উপর পদে পদে এত লানত, লাঞ্চনা, অপমান কেন?
মন্তব্য করতে লগইন করুন