আসুন ফেসবুক মুক্ত ব্লগে আড্ডা মারি!

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৯ নভেম্বর, ২০১৫, ১২:৪৯:৩৭ দুপুর



এখন আর ব্লগ আগের মত জমে না, কারণ আগে ব্লগে নিয়মিত ভাল মানের সিনিয়র ব্লগাররা আসতো, লেখালেখি করতো, তাদের লেখা পড়ে অনেক কিছু শিখতে পারতাম, তাদের লিখা পড়ে নিজে লেখার প্রতি অনুপ্রাণিত হতাম, দেখতাম সিনিয়র ব্লগাররা আমদের মত নবীনদের কে মন্তব্যের মাধ্যমে পরামর্শ দিয়ে আরো বেশি বেশি লেখারপ্রতি অনুপ্রেরণা দিত! কিন্তু এখন আর ব্লগে সিনিয়ররা আগের মত আসেন না, এবং কি আমাদের মত নবীনদেরকে উৎসাহ দেন না।

তাই সব ব্লগারদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা সব সময় ফেসবুক সময় দিতেন আসুন একটু ব্লগে সময় দিয়ে ব্লগটাকে মাতিয়ে তুলি।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350359
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫২
হতভাগা লিখেছেন : দুইদিন পরে যখন আবার ফেসবুক চালু হবে তখন আবার সেই ব্লগেই লাথি মেরে চলে যাবেন ফেসবুকিং করতে
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৪
290787
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : না ভাইয়া, আমি সব সময় ব্লগে থাকি, কিন্তু সিনিয়রদের পাই না।
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৭
290815
হতভাগা লিখেছেন : যেসব সিনিয়রদের মিস করেন তাদের অনেকেই ২১ এর বইমেলাতে বই বের করার ধান্ধায় আছেন ।

লেখক হবার প্রসেসে উনাদের মধ্যে একটা প্রাউডি ভাব চলে আসে। উনারা চান সবাই তাদের প্রশংসা করুক । বেশ কয়েকজন চামচা সহ - ব্লগারও থাকে উনাদের।

বেমক্কা কমেন্ট পেলেই লেজ বের করে ফেলেন।
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪২
290840
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : সহমত!
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৩
290846
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আসুন তাহলে "ফেসবুক মুক্ত বাংলাদেশ চাই"-আন্দোলন গড়ে তুলি..এর কনভেনারের দায়িত্ব কিন্তু @ হতভাগা বসকে নিতে হবে..
350382
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফেসবুকে ভালোর চাইতে মন্দের ব্যাপকতাই বেশি। ভাগ্যিস আমার কোন পাবলিক ফেসবুক আইডি নেই। তবে ব্লগ আগের মত না জমার জন্য শুধু ফেসবুক না, অনেক কিছু দায়ী।
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪২
290841
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : কারণগুলো চিহ্নিত করা হউক!
350385
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৯
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ব্লগ জমানোর জন্য আড্ডা জরূরী।
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪২
290842
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : সহমত!
350389
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
সিটিজি৪বিডি লিখেছেন : সবাই কেমন আছেন?
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৩
290843
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমি ভাল আছি, আলহামদুলিল্লাহ!
350394
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাই বলে এমন একটা কান্ডের কোন প্রতিবাদ না করা তো ঠিক না!! ব্লগ ও নিয়মিত হন ফেসবুকেও!!
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৩
290844
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : সহমত!
350404
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আসুন তাহলে "ফেসবুক মুক্ত বাংলাদেশ চাই"-আন্দোলন গড়ে তুলি.. ধন্যবাদ
১৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৭
290851
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মুক্ত কেন? ফেসবুকে সময় একটু কম দিয়ে ব্লগে বেশি সময় দিই।
350976
২৩ নভেম্বর ২০১৫ সকাল ১১:১০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File