আসুন ফেসবুক মুক্ত ব্লগে আড্ডা মারি!
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৯ নভেম্বর, ২০১৫, ১২:৪৯:৩৭ দুপুর
এখন আর ব্লগ আগের মত জমে না, কারণ আগে ব্লগে নিয়মিত ভাল মানের সিনিয়র ব্লগাররা আসতো, লেখালেখি করতো, তাদের লেখা পড়ে অনেক কিছু শিখতে পারতাম, তাদের লিখা পড়ে নিজে লেখার প্রতি অনুপ্রাণিত হতাম, দেখতাম সিনিয়র ব্লগাররা আমদের মত নবীনদের কে মন্তব্যের মাধ্যমে পরামর্শ দিয়ে আরো বেশি বেশি লেখারপ্রতি অনুপ্রেরণা দিত! কিন্তু এখন আর ব্লগে সিনিয়ররা আগের মত আসেন না, এবং কি আমাদের মত নবীনদেরকে উৎসাহ দেন না।
তাই সব ব্লগারদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা সব সময় ফেসবুক সময় দিতেন আসুন একটু ব্লগে সময় দিয়ে ব্লগটাকে মাতিয়ে তুলি।
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখক হবার প্রসেসে উনাদের মধ্যে একটা প্রাউডি ভাব চলে আসে। উনারা চান সবাই তাদের প্রশংসা করুক । বেশ কয়েকজন চামচা সহ - ব্লগারও থাকে উনাদের।
বেমক্কা কমেন্ট পেলেই লেজ বের করে ফেলেন।
মন্তব্য করতে লগইন করুন