এই ছবির মানুষগুলো মুসলিম, এদের জন্য সমবেদনা থাকতে নেই!
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ১৬ নভেম্বর, ২০১৫, ১০:১০:৫১ সকাল
এই ছবির মানুষগুলো মুসলিম, এদের জন্য সমবেদনা থাকতে নেই, এদের মানবাধিকার থাকতে নেই, কারণ এরা স্বাধীনতাকামী, মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস রক্ষার বীর সৈনিক।
★ হায়রে! বাঙ্গাালী মুসলমান, নবীর জন্য কাঁদে না মন, কাঁন্দে মন তার জন্য ফ্রান্স। আমার কাছে মনে হলো আমরা হুজুগে বাঙ্গালী, জন্মসুত্রে গরুর গোসত খাওয়া মুসলিম!
আজ কয়েকটা রাস্ট্রের ফেবু আইডি ঘুরে যতটুকু দেখলাম,তাতে বাংলাদেশি মুসলমানদের মত ভয়াবহ অন্য কোন মুসলিম দেশ গুলোর বা মুসলমানদের প্রোফাইল পিকের চেঞ্জ তেমন একটা চোখে পড়লো না। আহ্! এমন কিছু মানুষের প্রোফাইল পিকে ফ্রান্সের হামলার সমবেধনা স্বরূপ ফ্রান্সের পতাকা দেখলাম, যারা কিনা বিগত দিনের ফিলিস্তিনের গাজা, মিসর, আফগানিস্তান, লিবিয়া, ইরাক, চীনের উইঘুর মুসলিম, সিরিয়া ও বার্মার রোহিংঙ্গা মুসলিমদের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদ ইস্যুতে তাদের প্রোফাইল অথবা ওয়ালে নির্যাতিত মুসলমানেদর প্রতি সমবেধনা বা প্রতিবাদ স্বরূপ এর কোন চিহ্নই দেখলাম না।
তাহলে বুঝুন আমরা কোথায় আছি?
আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন?
যখন রাসুল (সঃ) কে নিয়ে ফ্রান্সে শার্লি এবদো বাংঙ্গাত্মক কার্টুন ছাপালো মুসলমানেরা প্রতিবাদের ঝড় তুললো তখন কি ফেবু কর্তৃপক্ষ কোন সাপোর্ট চেয়েছিল? আপনারা কি তখনর আপনাদের প্রোফাইলে কালেমার পতাকা দিয়েরবা ওয়ালে প্রতিবাদ করেছিলেন? ইসরাইল যখন গাজার নিরহ নারী শিশুর উপর বোমা মেরে শত শত মানুষ হত্যা করলো, ফেবুকের জুকারবার্গ কি তখন গাজার নিরহ মানুষের জন্য সাপোর্ট চেয়েছিল? আপনারা কি ফিলিস্তিনের পতাকা প্রোফাইলে দিয়ে সমবেধনা জানিয়েছিলেন? না জানায় নি, কারন ফিলিস্তিনিরা তারা ফ্রান্সের ১৫০ জনের মত রক্তে মাংসে গড়া মানুষ না, তারা মুসলমান তাই এখনো গাজায়, সিরিয়ায় প্রতিনিয়ত বোমা হামলা হচ্ছে, গুলিতে আমার নিরহ মুসিলিম ভাই বোনেদের কে হত্যা করা হচ্ছে।
কই? যারা ফ্রান্সের পতাকা প্রোফাইলে দিচ্ছেন, তাদেরকে তো একদিনও সে দেশের পতাকা টানিয়ে সমবেধনা জানাতে দেখলাম না? না টানবেন না,টানাইলে তো আবার দেশদ্রোহী বা জংগী হয়ে যাবেন।
★★ এর মানে এই নয় যে আমি এই হামলাকে সাপোর্ট করতেছি বা এই হত্যাকান্ডে খুশি হয়েছি! আমি কোন দেশেই সন্ত্রাসীদের হামলাকে সাপোর্ট করি না। ইসলাম কোন রকম সন্তাসী কাজকে কখনোই সমর্থন করে না।
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইমরান-১৪৭
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন