আহলে হাদিসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে! হঠাত করে তাদের এরকম বৃদ্ধি হওয়ার সঠিক করানটা কি?
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৯ নভেম্বর, ২০১৫, ১০:১৫:৩২ সকাল
আমি কয়টা কারন বের করছি দেখুনতো এগুলি ঠিক আছে কি না......
১) আপনি যদি শিরক, বিদাত না করেন তাহলে আপনি আহলে হাদিস!
২) আপনি যদি সবকিছুতে কোরআন হাদিসের দলিল খুঝেন তাহলে আপনি আহলে হাদিস!
৩) আপনি যদি পীর পূজা,মাজার পূজা না করেন তাহলে আপনি আহলে হাদিস!
৪) আপনি যদি সহি হাদিসের আমল করেন তাহলে আপনি আহলে হাদিস!
৫) আপনি যদি জাহেলের ডিব্বাদের বিরুধীতা করেন তাহলে আপনি আহলে হাদিস!
৬) আপনি যদি জাকির নায়েকের লেকচার শুনেন তাহলে আপনি আহলে হাদিস!
৭) আপনি যদি পিস টিভি দেখেন তাহলে আপনি আহলে হাদিস!
৮) আপনি যদি বিদাতি আলেমদের বিরুধীতা করেন তাহলে আপনি আহলে হাদিস!
৯) আপনি যদি মাদ্রাসায় না পড়ে কোরআন হাদিসের দাওয়াত দেন তাহলে আপনি আহলে হাদিস!
১০) আপনি যদি সৌদির ফতুয়া অনোসরন করেন তাহলে আপনি আহলে হাদিস!
১১) আপনি যদি মাজহাবকে অন্ধেরমত ফলো না করেন তাহলে আপনি আহলে হাদিস!
১২) আপনি যদি আমাদের দেশের প্রচলিত একটি মাজহাব অনুসরন না করে অন্য মাজহাব অনুসরন করেন তাহলে আপনি আহলে হাদিস!
১৩) আপনি যদি সব মাজহাব থেকে সব সহিগুলা যাচাই করে আমল করেন তাহলে আপনি আহলে হাদিস!
১৪) আপনি যদি জেনারেল লাইনে পড়ে কোরআন হাদিস নিয়ে স্টাডি কররন তাহলে আপনি আহলে হাদিস!
১৫....১৬....২০.... (আপনারা ফিলাপ করেন)
বিঃদ্রঃ এক শ্রেনীর আলেমদের দেখেছি যে বা যারাই এরকম কাজ করে তাদেরকে আহলে হাদিস ট্যাগ দিতে! তাই আমার কাছে মনেহল এসব কারনেই হয়ত আহলে হাদিসের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে!
আর আমাদের দেশের মাজহাবের লোকদের শিরক, বিদাতি কাজ কর্ম দেখে এবং যারা কোরআন হাদিস অনুসরন করে তাদেরকে বিদাতি আলেম এবং মুর্খরা গালিগালাজ করার কারনে মানুষ বিরক্ত হয়ে মাজহাব থেকে বেরহয়ে কোরআন হাদিসের দিকেই ঝুকে পরতছে....
(বিঃদ্রঃ আমার এই পোস্ট দেখে কেউ ভাববেন না আমি আহলে হাদীস, আমি আসলে সহীহ হাদীদের পক্ষের একজন মানুষ, এবং ছবিতে প্রদর্শিত মানুষগুলোকে আমি অন্তর থেকে ভালোবাসি।)
সংগৃহীত
বিষয়: বিবিধ
৩৭০১ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশে মাজহাব লইয়া মানুষের মাঝে কোন সমস্যা নাই, সমস্যা হইল বেশী বুঝে লেকিন কম জানে এমন আলেম লইয়া। সকল আলেম কিন্তু সেই ধরনের না। বাংলাদেশের মানুষ মাজহাবের সকল ইমাম দেরকে শ্রদ্ধা করে, ভাল বাসে কেননা এসব ইমামেরা তাদের নিকট প্রাপ্ত হাদিস দিয়াই মাজহাবের ফতোয়া দিয়াছেন, নিজেরা গোয়াতুর্মি করে নাই। তাই তারাই প্রকৃত আহলে হাদিস। সে সব ইমামেরা যদি আজ বাচিয়া থাকিত তাইলে, বর্তমানে যারা আহলে হাদিসের নেতা তারা, ওনাদের জোতা বহন করার ও যোগ্যতা রাখিত না।
বর্তমানে হাদিস পাওয়া সহজ হইছে, তখন সহজ ছিলনা। তাই কিছু চুনোপুটি ইসলামী ইমাম ওনাদের অশ্রদ্ধা করে, তাদের অশ্রদ্ধা প্রকাশই প্রমান করে যে, এরা মতলব বাজ এবং ইসলামের প্রকৃত শিক্ষক নয়।
এক হাজার ছাগল দিয়া একটি ঘোড়ার কাজ হয়না, সেই হিসেবে একজন আবু হানিফা অথবা একজন ইমাম মালেকের কাজ আঞ্জাম দিতে বর্তমান দুনিয়ার হাজার আলেমের পক্ষে সম্ভব নয়।
আমি বেআক্কেল মানুষ যাহা বুঝিলাম তাহাই বমি কইরা দিলাম। কেউ মনে দুখ লইয়েন না। আমনেরা সকলেই ভাল থাকেন।
সুন্দর ও অবশ্যই জরুরী এমন 'আহলে হাদিস' শব্দটাকেই কিছু আবাল আহলে হাদিস দাবীদার ফেৎনাময় করে তুলছে দিন দিন!
মাজহাবের অন্ধ অনুকরণ নয় কিংবা শাইখদের মতামত কে ঐশীতুল্য মনে না করে কুরান-সুন্নাহ এর দলীলভিত্বিক জীবন পরিচালনা করাই মুমিনের পরিচয়!
বর্তমানে 'আহলে হাদিস' নাম নিয়ে কিছু স্বার্থবাদী লোক অন্ধ মাজহাব বিরোধীতায় নেমেছে!এরা গৌণ কিছু বিষয় কে মুখ্য হিসেবে পরিচিত করে তুলতে চায়!
আওয়ামীলীগের মতই এরা 'আহলে হাদিস' শব্দ ব্যব হার করে ফায়দা লুটছে!
হানাফী-শাফেয়ী-মালেকী-হাম্বলীদের মতই নিজেদের কে ফেরকায় পরিণত করেছে!
নামধারী আহলে হাদিসদের প্রতি ঘৃণা জানাই অন্ধ মাজহাবীদের মতই!
কিন্তু ভাই,কিছু মানুষ তো নিজের কে আহলে হাদিস হিসেবে জাহির করে বেড়ায়!
আমার এক ফুফাতো ভাই,কোন অক্ষরই চিনতেও পারে না,দু'এক দিন লামাজহাবী জামাতে ঘুরেই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে-'আলেম হলেও মাজ হাব মানায় তার মামা (আমার শ্রদ্ধেয় আব্বা) বেহেস্তে যেতে পারবে না,আর সে মুর্খ হলেও বেহেস্তে যাবে!'
অন্ধ মাজহাবীদের মতই এই আহলে হাদিস দাবীদার ভয়ংকর ক্ষতিকর নয় কী???
মতিউর রহমান সাহেবের বড়িলেংগুয়েজ ও কথা বলার ঢ়ংএর মধ্য পুটে উটে হিংসা বিদ্ধেষ।
সৌদি ভাতা নিয়ে এসি রুমে বসে বাংলার জেলখানায় বন্দি মজলুম আলেমদের বিরুদ্ধে আপত্তিজনক বক্তব্য প্রচারে লিপ্ত এই মতিউর রহমান সাহেব।
আফসোস!এই লোকটার কারনে আহলে হাদীসের বদনাম হচ্ছে।
জাযাকাল্লাহ খায়ের
এরা মানুষের সাথে মিথ্যা আর প্রতারণা করে নতুন ইসলাম শুরু করেছে। সরাসরি কথা বলতে রাজি থাকলে জানাবেন। যদি রাসুল সঃ এর দীন আহলে হাদিসের দীন হয় তাহলে তারা বিভ্রান্তি ছড়াবে না। কথা বলতে রাজি হবে। কিন্তু তারা কথা বলে না। শুধু বিভ্রান্তি ছড়ায়।
মন্তব্য করতে লগইন করুন