আহলে হাদিসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে! হঠাত করে তাদের এরকম বৃদ্ধি হওয়ার সঠিক করানটা কি?

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৯ নভেম্বর, ২০১৫, ১০:১৫:৩২ সকাল



আমি কয়টা কারন বের করছি দেখুনতো এগুলি ঠিক আছে কি না......

১) আপনি যদি শিরক, বিদাত না করেন তাহলে আপনি আহলে হাদিস!

২) আপনি যদি সবকিছুতে কোরআন হাদিসের দলিল খুঝেন তাহলে আপনি আহলে হাদিস!

৩) আপনি যদি পীর পূজা,মাজার পূজা না করেন তাহলে আপনি আহলে হাদিস!

৪) আপনি যদি সহি হাদিসের আমল করেন তাহলে আপনি আহলে হাদিস!

৫) আপনি যদি জাহেলের ডিব্বাদের বিরুধীতা করেন তাহলে আপনি আহলে হাদিস!

৬) আপনি যদি জাকির নায়েকের লেকচার শুনেন তাহলে আপনি আহলে হাদিস!

৭) আপনি যদি পিস টিভি দেখেন তাহলে আপনি আহলে হাদিস!

৮) আপনি যদি বিদাতি আলেমদের বিরুধীতা করেন তাহলে আপনি আহলে হাদিস!

৯) আপনি যদি মাদ্রাসায় না পড়ে কোরআন হাদিসের দাওয়াত দেন তাহলে আপনি আহলে হাদিস!

১০) আপনি যদি সৌদির ফতুয়া অনোসরন করেন তাহলে আপনি আহলে হাদিস!

১১) আপনি যদি মাজহাবকে অন্ধেরমত ফলো না করেন তাহলে আপনি আহলে হাদিস!

১২) আপনি যদি আমাদের দেশের প্রচলিত একটি মাজহাব অনুসরন না করে অন্য মাজহাব অনুসরন করেন তাহলে আপনি আহলে হাদিস!

১৩) আপনি যদি সব মাজহাব থেকে সব সহিগুলা যাচাই করে আমল করেন তাহলে আপনি আহলে হাদিস!

১৪) আপনি যদি জেনারেল লাইনে পড়ে কোরআন হাদিস নিয়ে স্টাডি কররন তাহলে আপনি আহলে হাদিস!

১৫....১৬....২০.... (আপনারা ফিলাপ করেন)

বিঃদ্রঃ এক শ্রেনীর আলেমদের দেখেছি যে বা যারাই এরকম কাজ করে তাদেরকে আহলে হাদিস ট্যাগ দিতে! তাই আমার কাছে মনেহল এসব কারনেই হয়ত আহলে হাদিসের সংখ্যা দিন দিন বৃদ্ধি হচ্ছে!

আর আমাদের দেশের মাজহাবের লোকদের শিরক, বিদাতি কাজ কর্ম দেখে এবং যারা কোরআন হাদিস অনুসরন করে তাদেরকে বিদাতি আলেম এবং মুর্খরা গালিগালাজ করার কারনে মানুষ বিরক্ত হয়ে মাজহাব থেকে বেরহয়ে কোরআন হাদিসের দিকেই ঝুকে পরতছে....

(বিঃদ্রঃ আমার এই পোস্ট দেখে কেউ ভাববেন না আমি আহলে হাদীস, আমি আসলে সহীহ হাদীদের পক্ষের একজন মানুষ, এবং ছবিতে প্রদর্শিত মানুষগুলোকে আমি অন্তর থেকে ভালোবাসি।)

সংগৃহীত

বিষয়: বিবিধ

৩৭০১ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349032
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩৪
নেহায়েৎ লিখেছেন : আমার মনে হচ্ছে আপনার কথা পুরাই সঠিক। বিশেষ করে যারা জেনারেল পড়াশুনা করে কুরআন-হাদীস পড়ে তাদেরকে এরা আহলে হাদীস ট্যাগ লাগায় বেশি। কারণ কুরআন-হাদীস, ইসলাম ওদের বাপ-দাদার সম্পত্তি। ওরা যেমনে বলবে তেমনই গ্রহণ করতে হবে। ওদের কথা বাইরে যাওয়া যাবে না।
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪১
289696
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ, মুল্যবান মন্তব্যের জন্য!
১৬ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৪৪
290363
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : Sundor bolechen
349033
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১০:৫৭
বেআক্কেল লিখেছেন : দেশে যাহারা আহলে হাদিস দাবী কইরা থাকেন, তারাও কম গোঁড়া নয়। আহলে হাদিস বলিতে দুনিয়াতে মুসলমানদের মাঝে নতুন কোন সম্প্রদায় নাই, সকল ইমানদার মুসলমানেরা এক বাক্যে আহলে হাদিস। প্রশ্ন উঠিতে পারে মানা না মানা লইয়া। শুধুমাত্র আহলে হাদিস বইলা নিজেদের আলাদা করিয়া পরিচয় দিলে, তারা আরেকটি নতুন ফেতনা বাজ।

বাংলাদেশে মাজহাব লইয়া মানুষের মাঝে কোন সমস্যা নাই, সমস্যা হইল বেশী বুঝে লেকিন কম জানে এমন আলেম লইয়া। সকল আলেম কিন্তু সেই ধরনের না। বাংলাদেশের মানুষ মাজহাবের সকল ইমাম দেরকে শ্রদ্ধা করে, ভাল বাসে কেননা এসব ইমামেরা তাদের নিকট প্রাপ্ত হাদিস দিয়াই মাজহাবের ফতোয়া দিয়াছেন, নিজেরা গোয়াতুর্মি করে নাই। তাই তারাই প্রকৃত আহলে হাদিস। সে সব ইমামেরা যদি আজ বাচিয়া থাকিত তাইলে, বর্তমানে যারা আহলে হাদিসের নেতা তারা, ওনাদের জোতা বহন করার ও যোগ্যতা রাখিত না।

বর্তমানে হাদিস পাওয়া সহজ হইছে, তখন সহজ ছিলনা। তাই কিছু চুনোপুটি ইসলামী ইমাম ওনাদের অশ্রদ্ধা করে, তাদের অশ্রদ্ধা প্রকাশই প্রমান করে যে, এরা মতলব বাজ এবং ইসলামের প্রকৃত শিক্ষক নয়।

এক হাজার ছাগল দিয়া একটি ঘোড়ার কাজ হয়না, সেই হিসেবে একজন আবু হানিফা অথবা একজন ইমাম মালেকের কাজ আঞ্জাম দিতে বর্তমান দুনিয়ার হাজার আলেমের পক্ষে সম্ভব নয়।

আমি বেআক্কেল মানুষ যাহা বুঝিলাম তাহাই বমি কইরা দিলাম। কেউ মনে দুখ লইয়েন না। আমনেরা সকলেই ভাল থাকেন।
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
289697
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমিও জানি আহলে হাদিস বলে দুনিয়াতে কিছু নাই, তবে আমার কথা হচ্ছে যারা উপরের কাস সমূহ করে তাদেরকে কিছু মানুষ আহলে হাদিস বলে গালি দেয়!
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৮
289706
বেআক্কেল লিখেছেন : এত্তদিন জানতাম উপরের কাজগুলো করলে ওয়াহহাবী মউদূদী বলে গালি দিত। এখন যোগ হইল আহলে হাদিস। সামনের দিন গুলোতে আরো নতুন কিছু আইসা গেলে আশ্চর্য হইবার কিছুই থাকিবে না।
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০৭
289709
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঠিক বলেছেন!
349035
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহলে হাদিস এর সংখ্যা বৃদ্ধি ভাল কিন্তু অতি আহলে হাদিস রা সমস্যার সৃষ্টিও করছেন!!
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪৫
289698
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনার সাথে সহমত! তবে যারা উপরের কাজ সমূহ করে তাদেরকে আমরা আহলে হাদিস বলে থাকি, আমার মতে উপরের কাজগুলি কোনটিই খারাপ না!
349039
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:১২
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : সুন্দর পোস্ট। একমত। ধন্যবাদ।
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪৬
289699
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : সহমত পোষন করার জন্য আপনাকেও ধন্যবাদ।
349043
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ধন্যবাদ ভাই কষ্ট করে যথাযথ উত্তর দেয়ার জন্য...আপনি যদি সব মাজহাব থেকে সব সহিগুলা যাচাই করে আমল করেন তাহলে আপনি আহলে হাদিস!...মাজহাবী ঈমামরা কোন দলিল নয় দলিল হচ্ছে নবী মোহাম্মদ সাঃ তাকে মানা না মানার মধ্যে ঈমান আছে বা নাইর ব্যাপার...,বৃটিশ ইহুদিরা ভারতের এক রত্নকে ব্যাবহার করিয়া একদলকে ঝুলা ধরাইছে আর ছুফিরা ভাব সাগরে ডুব মারিয়া আর একদলকে ডুবাইছে আর পীর ছাহেবরা আল্লাহর এজেন্ট হইয়া একটা বৃহত্ত্বর গোষ্টীকে ঈমান হারা করছে...তার মধ্যে মণি মুক্তার মতো কিছু লোক যারা সংখ্যায় কম তবে আশার কথা বাড়ছে যাহারা মদিনার সেই মানুষটাকে ফলো করার চেষ্টা করছে তাইতো তাদের উপর ঐ সর্টকাট ওয়ালাদের এই অনল বর্ষণ আর সরকারের নিসপেষন....,যাযাকাল্লাহু খাইরান ভাই। পিলাচ পিলাচ পিলাচ
০৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫০
289700
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া,যদি উপরের কথা গুলো মানতে হয় তাহলে তাবিজ ব্যবসা বন্ধ হয়ে যাবে, পীরগিরি মুরিদগিরী চলে যাবে, তাই তারা হক কথা বলে না!
349056
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৩
দ্য স্লেভ লিখেছেন : ভারতীয় উপমহাদেশে শিক্ষার হার অনেক কম হওয়ার কারনে গোমরাহীর পরিমান বেশী,এখন আগের অবস্থা থেকে বের হচ্ছে। মানুষ এখন কুরআন সুন্নাহ নিজেই দেখার চেষ্টা করছে। প্রযুক্তির কর্যানে এটি সহজলভ্য হচ্ছে,আগে কঠিন ছিলো। তাই হুজুররা যা বলত তাই মেনে নিত। আলেম জনতার জন্যে সেই মাপের ঈমামও তৈরী হচ্ছে। মানুষ সত্য যাচাই করতে শিখছে। একদিকে যেমন অন্ধ জাহেল থেরী হচ্ছে,আরেক দিকে বিচক্ষন মুসলিমও তৈরী হচ্ছে। আর আমরা সকলে মুসলিম। এক নবীর উম্মত। একটাই দেহ। কুরঅান আর সুন্নাহ আমাদের পাথেয়। কাজেই এভাবে ট্যাগ লাগানো ঠিক হবেনা। আমি অনেক হানাফী আলেমকে চিনি যারা সহি হাদীস অনুযাযী বক্তব্য রাখেন। আহলে হাদীসের অনেক আলেম আমার প্রিয়। তবে উভয় পক্ষে কিছু সীমা লঙ্ঘনকারী রয়েছে,যারা গোলযোগ লাগায়। কিছু বিষয়ের ক্ষেত্রে তারতম্য হতেই পারে, তারা সেটাকে উপলক্ষ করে কোন্দলের সৃষ্টি করে। বৃহৎ ঐক্যের স্বার্থে আমাদের বৈধ বিষয়ে ছাড় দিতে হবে। কিছু বিষয়ে চুপ থাকাই শ্রেয়। যখন দুজন ব্যক্তি সর্বোচ্চ জ্ঞান ব্যবহার করে কুরআন সুন্নাহ থেকে সিদ্ধান্ত বের করেন,তাদের সেই ইজতেহাদে ব্যক্তির নিজস্ব চিন্তার কারনে কিছু তারতম্য হতে পারে। এক্ষেত্রে সঠিক ইজতেহাদে ডাবল নেকী,ভূল ইজতেহাদে সেটার অর্ধেক নেকী কারন সে সর্বোচ্চ চেষ্টা করেছে। ইজতেহাদী ভূল অনেকসময় ভুল নয়,যদি কুরআন সুন্নাহ সে বিষয়ে অস্পষ্ট হয়। এভাবেই মাযহাব গয়ে উঠেছিলো,তবে তা সংশোধনও হয়েছে যখন সহি হাদীস পাওয়া গেছে। আমি দেখেছি উভয় পক্ষ একই কথা বলছে,অথচ ময়দানে তারা বিরোধীতাও করছে। মূলত কিছু কম জ্ঞানী লোক এটাতে অংশ নিয়েছে।
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০৫
289707
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মুলবান মন্ত্যবের জন্য ধন্যবদি, তবে সহিহ হাদিস পাওয়ার যে সংশোধন হয়েছে সেটা তাবিজ বিক্রয় করা আলেমরা মানতে নারাজ, কিছু কিছু মসজিদে দেখি রাফে ইয়াদাইন করা হারাম, কিন্তু সহীহ হাদিসে এটা আছে রাসুল সব সময় করতেন!
349057
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৯
কাহাফ লিখেছেন :
সুন্দর ও অবশ্যই জরুরী এমন 'আহলে হাদিস' শব্দটাকেই কিছু আবাল আহলে হাদিস দাবীদার ফেৎনাময় করে তুলছে দিন দিন!
মাজহাবের অন্ধ অনুকরণ নয় কিংবা শাইখদের মতামত কে ঐশীতুল্য মনে না করে কুরান-সুন্নাহ এর দলীলভিত্বিক জীবন পরিচালনা করাই মুমিনের পরিচয়!

বর্তমানে 'আহলে হাদিস' নাম নিয়ে কিছু স্বার্থবাদী লোক অন্ধ মাজহাব বিরোধীতায় নেমেছে!এরা গৌণ কিছু বিষয় কে মুখ্য হিসেবে পরিচিত করে তুলতে চায়!
আওয়ামীলীগের মতই এরা 'আহলে হাদিস' শব্দ ব্যব হার করে ফায়দা লুটছে!
হানাফী-শাফেয়ী-মালেকী-হাম্বলীদের মতই নিজেদের কে ফেরকায় পরিণত করেছে!
নামধারী আহলে হাদিসদের প্রতি ঘৃণা জানাই অন্ধ মাজহাবীদের মতই!
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০৭
289708
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমার মতে আহলে হাদিস বলতে কিছু নাই, সবই তাবিজ বিক্রয় করা আলেমদের নতুন ফতোয়া!
১০ নভেম্বর ২০১৫ রাত ০৪:০৯
289827
কাহাফ লিখেছেন :
কিন্তু ভাই,কিছু মানুষ তো নিজের কে আহলে হাদিস হিসেবে জাহির করে বেড়ায়!

আমার এক ফুফাতো ভাই,কোন অক্ষরই চিনতেও পারে না,দু'এক দিন লামাজহাবী জামাতে ঘুরেই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে-'আলেম হলেও মাজ হাব মানায় তার মামা (আমার শ্রদ্ধেয় আব্বা) বেহেস্তে যেতে পারবে না,আর সে মুর্খ হলেও বেহেস্তে যাবে!'
অন্ধ মাজহাবীদের মতই এই আহলে হাদিস দাবীদার ভয়ংকর ক্ষতিকর নয় কী???
349064
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
কুয়েত থেকে লিখেছেন : প্রিয় নবীজি(সাঃ) আমাদের জন্য দুটি জিনিষ রেখে গেছেন। এই দুটিই হলো আল কুরআন এবং নবূজির সুন্নাহ তথা আল হাদিস যারা এই দুটিকে অনুস্বরণ করবেন তারাই প্রকৃত মুমিন। এবং এরাই হল আহলে সুন্নাত ওয়াল জামায়াহ। আল কুরআনই হল নবীজির চরিত্র। তাই নআমাদেরকে আসতে হবে তথা আশ্রয় নিতে হবে কুরআনের ছায়াতলে। আপনাকে ধন্যবাদ
০৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৬
289713
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মূল্যবান মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
349072
০৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৫
মুিনর লিখেছেন : যে যেভাবে বলুক না কেন একগেঁয়েমী ইসলামের কোথাও নেই।
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২১
289718
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : তা ঠিক তবে সহীহ হাদিস ফলো করা উচিত!
১০
349074
০৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৩
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেবের বানী প্রচার করছেন দেখছি!!
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
289719
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনার পীর আবার কে?
০৯ নভেম্বর ২০১৫ রাত ১১:১৬
289791
জ্ঞানের কথা লিখেছেন : আপনার পীর আমার পীর।
১০ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৩
289842
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমার পীর আমার মা!
১০ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৮
289868
জ্ঞানের কথা লিখেছেন : তিনিও আমার পীর। আমরা পরস্পর মুরীদ ভাই।
১১ নভেম্বর ২০১৫ সকাল ০৯:২২
289948
মুসলমান লিখেছেন : আমার পীর কেডা জানেন???
১৩ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩৮
290143
জ্ঞানের কথা লিখেছেন : আপনার পীর কে? আমার পীর আপনার পীরের ও পীর দাস্তাগীর।
১১
349087
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
জেদ্দাবাসী লিখেছেন : আহলে হাদীসের আলেমদের প্রতি আমার আন্তরিক শ্রদ্বাপুর্ন ভালবাসা আছে। আমি নিজে দেখেছি ইসলাম শিক্ষাকে বাস্তব জীবনে মেনে চলে ওনারা।কিন্তু তাদের গ্রুপের একজন আলেম সীমা লঙ্ঘনকারী রয়েছে।যিনি মুসলমানদের মধ্য বীদ্ধেষ ছড়াচ্ছেন।তিনি হলেন ভারতের মুরশিদাবাদের নাগরিক মতিউর রহমান সাহেব এবং তার কিছু উগ্র সমর্থকরা গোলযোগ লাগায় আর বির্তকে জড়াতে আগ্রহি। জেদ্দায় দেখেছি কিছু ক্ষেত্রে পায়ে পা দিয়ে জগড়া করতে চাই ওনারা।
মতিউর রহমান সাহেবের বড়িলেংগুয়েজ ও কথা বলার ঢ়ংএর মধ্য পুটে উটে হিংসা বিদ্ধেষ।
সৌদি ভাতা নিয়ে এসি রুমে বসে বাংলার জেলখানায় বন্দি মজলুম আলেমদের বিরুদ্ধে আপত্তিজনক বক্তব্য প্রচারে লিপ্ত এই মতিউর রহমান সাহেব।
আফসোস!এই লোকটার কারনে আহলে হাদীসের বদনাম হচ্ছে।
জাযাকাল্লাহ খায়ের


০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
289732
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ, তিনি একজন ব্যক্তির জন্য সবার বদনাম হতে পারে না!
১৬ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৪৮
290364
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : Bhai apnar sathe amr dimot ase karon.matiur rahman sob somoy sirk didat niye kothabboplebn.।sotto kotha bolte geleopriyo hoa kono dosher kisu na
১২
349096
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৯
শেখের পোলা লিখেছেন : আহলে হাদিশ হওয়ার নূনতম যোগ্যতা এটাই৷ আর লাগেনা৷ আর একটা হতে পারে, যারা ওয়াজ নসিহত করতে কোন রেট ধার্য করেন না বা পারিশ্রমিক নেন না ৷আপনাকে ধন্যবাদ৷
১০ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৪
289843
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ, সুন্দর মন্তব্য করার জন্য।
১৩
349162
১০ নভেম্বর ২০১৫ রাত ১২:২০
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : কোরান আর সহীহ হাদিসের শ্লোগান দেয় কিন্তু হাদিস অস্বীকার করে এরাই আহলে হাদিস। কতবার বলেছি সরাসরি কথা বলুন। কেও আসে না।
এরা মানুষের সাথে মিথ্যা আর প্রতারণা করে নতুন ইসলাম শুরু করেছে। সরাসরি কথা বলতে রাজি থাকলে জানাবেন। যদি রাসুল সঃ এর দীন আহলে হাদিসের দীন হয় তাহলে তারা বিভ্রান্তি ছড়াবে না। কথা বলতে রাজি হবে। কিন্তু তারা কথা বলে না। শুধু বিভ্রান্তি ছড়ায়।
১০ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৬
289844
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভাই আমি কিন্তু আহলে হাদিস না, যারা নিজেকে আহলে হাদিস দাবী করে তাদের কে প্রশ্ন করতে পারেন!
১৪
349199
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৪
মুসলমান লিখেছেন : চর্ম নাই এর পীরসাপের মুরিদরা আপনাকে পেলে ছিঁড়ে ফেলবে! আপনি দেখি আমার পীরসাহেব এর মতো করে ওয়াজ করছেন।
১০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
289879
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমার কোন পীর নাই, আমি কোন পীরকে বিশ্বাস করি না, দেখা বাস্তব কিছু শেয়ার করলাম।
১৩ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩৮
290144
জ্ঞানের কথা লিখেছেন : আপনার পীর কে? আমার পীর আপনার পীরের ও পীর দাস্তাগীর।
১৪ নভেম্বর ২০১৫ সকাল ১০:২৬
290207
মুসলমান লিখেছেন : আমার পীররে চিনেন না?!? পীরানে পীর....
১৫
349243
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
289880
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
১৬
349901
১৬ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৫০
আলিম হায়দার চৌধুরী অনিক লিখেছেন : Sob thekএ sotto kotha holo jara hadiither birudhhe tarai ahle hadith k gali dey.
১৬ নভেম্বর ২০১৫ সকাল ১০:১৩
290370
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ,আপনার সাথে সহমত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File