ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে কিন্তু আমরা বিয়েকে কঠিন করে নিয়েছি!
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৭ নভেম্বর, ২০১৫, ১২:১০:৫৩ দুপুর
★ ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে কিন্তু আমরা বিয়েকে কঠিন করে নিয়েছি!
★ ইসলাম বিয়ের আগে প্রেম করাকে নাজায়েজ করে দিয়েছে অথচ আমরা সেটাকে জায়েজ করে নিয়েছি!
★ বিয়ে যত সহজ হবে প্রেম (ব্যভিচার) তত কঠিন হবে।
★ আর বিয়ে যত কঠিন হবে ব্যভিচার/প্রেম তত সহজ হবে।
★ কাজেই বিয়ের সময় সাধ্যের বাইরে ধুমধাম করার সংস্কৃতি বন্ধ না হলে ব্যভিচার কে নির্মূল তো দূরের কথা নিয়ন্ত্রনই করা যাবে না।
★ ইসলামি নিয়ম অনুসারে বিয়ে করা একেবারে সহজ। অথচ আমরা সেটাকে আধুনিক করতে গিয়ে এমন কঠিন পর্যায়ে নিয়ে গেছি! বিয়ের কথা আসলেই কয়েক লক্ষ টাকার ব্যয়ের কথা মাথায় চলে আসে।
★ ইসলামি নিয়ম অনুসারে বিয়ের সকল খরচ বহন করবে বর পক্ষ, অথচ আমাদের সমাজে কনে পক্ষকেই বেশী খরচ করতে হয়!
★ আবার বর্তমান আল্টা মডার্ন বিয়েতে বর-কনে দুপক্ষই অভৈধ পন্থায় উপার্জিত পয়সা খরচ করার জন্য এমন বিলাসিতা করেন যেটা দেখে বুঝাই যায়না এটা কি কোন মুসলমানের বিয়ে নাকি অন্য কোন ধর্মের বিয়ে!
★ বিয়ের এই কঠিন পন্থা থেকে বাঁচার জন্য বর্তমানে অনেকেই বিয়ের সাধটা প্রেম নামক অবৈধ সম্পর্ক করেই মিটিয়ে নেয়!
★ বিয়ে এবং প্রেম দুটির মধ্যে পার্থক্য হচ্ছে বিয়ে করলে করলে সন্তান হয়, যার কারণে মেয়েদের শারিরিক সৌন্দর্য নষ্ট হয়, কিন্তু আর প্রেম করলে অবৈধ গর্ভপাত হয়, যার ফলে শারিরিক সৌন্দর্য নষ্ট হবে না! অনেকের কাছে কথাটা খারাপ লাগলেও এটাই বর্তমানে এটাই বাস্তব সত্য!!
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়েতে সাজসজ্জার খরচ না করে ভাল কারে দাওয়াত খাওয়ানই ভাল!!!
মন্তব্য করতে লগইন করুন