ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে কিন্তু আমরা বিয়েকে কঠিন করে নিয়েছি!

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৭ নভেম্বর, ২০১৫, ১২:১০:৫৩ দুপুর



★ ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে কিন্তু আমরা বিয়েকে কঠিন করে নিয়েছি!

★ ইসলাম বিয়ের আগে প্রেম করাকে নাজায়েজ করে দিয়েছে অথচ আমরা সেটাকে জায়েজ করে নিয়েছি!

★ বিয়ে যত সহজ হবে প্রেম (ব্যভিচার) তত কঠিন হবে।

★ আর বিয়ে যত কঠিন হবে ব্যভিচার/প্রেম তত সহজ হবে।

★ কাজেই বিয়ের সময় সাধ্যের বাইরে ধুমধাম করার সংস্কৃতি বন্ধ না হলে ব্যভিচার কে নির্মূল তো দূরের কথা নিয়ন্ত্রনই করা যাবে না।

★ ইসলামি নিয়ম অনুসারে বিয়ে করা একেবারে সহজ। অথচ আমরা সেটাকে আধুনিক করতে গিয়ে এমন কঠিন পর্যায়ে নিয়ে গেছি! বিয়ের কথা আসলেই কয়েক লক্ষ টাকার ব্যয়ের কথা মাথায় চলে আসে।

★ ইসলামি নিয়ম অনুসারে বিয়ের সকল খরচ বহন করবে বর পক্ষ, অথচ আমাদের সমাজে কনে পক্ষকেই বেশী খরচ করতে হয়!

★ আবার বর্তমান আল্টা মডার্ন বিয়েতে বর-কনে দুপক্ষই অভৈধ পন্থায় উপার্জিত পয়সা খরচ করার জন্য এমন বিলাসিতা করেন যেটা দেখে বুঝাই যায়না এটা কি কোন মুসলমানের বিয়ে নাকি অন্য কোন ধর্মের বিয়ে!

★ বিয়ের এই কঠিন পন্থা থেকে বাঁচার জন্য বর্তমানে অনেকেই বিয়ের সাধটা প্রেম নামক অবৈধ সম্পর্ক করেই মিটিয়ে নেয়!

★ বিয়ে এবং প্রেম দুটির মধ্যে পার্থক্য হচ্ছে বিয়ে করলে করলে সন্তান হয়, যার কারণে মেয়েদের শারিরিক সৌন্দর্য নষ্ট হয়, কিন্তু আর প্রেম করলে অবৈধ গর্ভপাত হয়, যার ফলে শারিরিক সৌন্দর্য নষ্ট হবে না! অনেকের কাছে কথাটা খারাপ লাগলেও এটাই বর্তমানে এটাই বাস্তব সত্য!!

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348766
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৩
আবু জান্নাত লিখেছেন : দারুন বলেছেন, অনেক অনেক ধন্যবাদ
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৪
289514
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।
348773
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৩
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৫
289515
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও জানাই মোবারকবাদ!
348778
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
অপি বাইদান লিখেছেন : প্রেম করা যদি ব্যাভিচার হয়, তাহলে দাসীদের সাথে বিয়ে বহিঃভুত যৌনতা কি সুবিচার??
348784
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck ধন্যবাদ পিলাচ পিলাচ
০৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২৩
289528
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকে ট্রিপল পিলাচ!
348796
০৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫১
রফিক ফয়েজী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:২৪
289529
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাদের ভালো লাগলেই আমার পোস্ট সার্থক!
348818
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ে কঠিন করা হচ্ছে আইনগত ভাবেই!!
বিয়েতে সাজসজ্জার খরচ না করে ভাল কারে দাওয়াত খাওয়ানই ভাল!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File