ব্লগার মানেই কি নাস্তিক?
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৮ আগস্ট, ২০১৫, ০৯:৫৪:২২ সকাল
আজকে কয়েকটি অনলাইন পত্রিকায় দেখলাম একজন ব্লগারকে কে বা কারা খুন করেছে, সকল প্রকার খুনকেই আমি ঘৃনা করি, কারণ কাউকে বিনা বিচারে হত্যা করা ইসলাম কখনোই সমর্থন করে না, শুধুমাত্র ধর্মীয় যুদ্ধ ছাড়া, তবে সেখানেও কথা আছে প্রতিপক্ষ যদি আর্তসমর্থন করে তাহলে তাকে স-সম্মানে তার গৃহে পৌছে দেওয়া।
এবার আমি আসল কথায়......
পত্রিকায় প্রকাশিত ব্লগার খুনের ঘটনার খবরের প্রতি মন্তব্যে পাঠকগণেরর মাঝে অনেকই বলতেছে ব্লগার মানেই নাকি নাস্তিক! আবার কেউ কেউ সরাসরি আল কোরআনের উদ্ধৃিত দিয়ে বলতেছে ব্লগারদের হত্যা করা উচিত, যা আজো সত্য নয়, যারা ব্লগার সম্পর্কে এইসব মন্তব্য করতেছেন, আমার ধারনা তারা ব্লগ কি ও ব্লগার কারা সেটাই জানে না, তাই তাদেরকে বলবো আপনারা আগে জানুন ব্লগ কি? এবং ব্লগার কারা? তাহলে আপনাদের সম্পুর্ন ধারনাই পাল্টে যাবে।
যুক্তি, তত্ত্ব, সভ্যতা, দেশপ্রেম এবং সত্যতাকে যেসব লেখক তার লেখনির মাধ্যমে অগ্রাধিকার দেন তারাই মূলত আসল ব্লগার। ব্লগার মানে ধর্মদ্রোহী, দেশদ্রোহী উস্কানীমুলক কিছু লিখা নয়, ব্লগার মানে অন্যের বিরুদ্ধে কোন মিথ্যা কুৎসা রটনা করা নয়।
দেশের সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা হচ্ছে ব্লগার মানেই নাস্তিক। কিন্তু না, আসলে তা নয়! একশ্রেণির কতিপয় নাস্তিকের জন্য হাজার হাজার ধর্মীয় বিশ্বাসী ব্লগারকে নাস্তিক কেন বলবেন? নাস্তিক হলো তারা যারা আল্লাহকে কিংবা সৃষ্টিকারীকে বিশ্বাস করে না। যারা বলে অদেখাকে মানি না তারা হলো নাস্তিক। আজ দেশে হাজার হাজার ব্লগার রয়েছেন যারা নিজ ধর্মের প্রতি বিশ্বাসী, এমনকি অনেক আলেম-উলামাও ব্লগিং করছেন; নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে লেখালেখি করছেন। নাস্তিক ব্লগারদের পোস্টে গিয়ে মন্তব্য, প্রতি মন্তব্যের মাধ্যমে যুক্তি তুলে ধরছেন ধর্মের পক্ষে। আর তার জন্য সহায়তা নিচ্ছেন কুরআন-হাদিসের। তবুও দু-চারজন নাস্তিকের জন্য ব্লগার মানেই অনেকে নাস্তিক মনে করে। সব লেখক যেমন নাস্তিক নন, তেমনি সব ব্লগারও নাস্তিক নন। বাংলাদেশে ৯৮ ভাগ ব্লগার আস্তিক, মাত্র ২ ভাগ ব্লগার নাস্তিক বলে আমি মনে করি।আমি ব্লগার রাজিব হায়দার থেকে শুরু করে ব্লগার নীলয় পর্যন্ত যত ব্লগারকে হত্যা করা হয়েছে সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে দৃষ্ঠান্তমুলক শাস্তির আওতায় আনা হউক এবং বাংলাদেশের সব হত্যা কান্ডের সঠিক বিচার করা হউক।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন আমাদের উচিত যেসব কতিপয় ব্যক্তির (ইসলাম বিদ্ধেষি ব্লগার) দ্বারা ব্লগাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে যেন ব্লগার শব্দটি ব্যবহার না করা।
এখন আমাদের উচিত যেসব কতিপয় ব্যক্তির (ইসলাম বিদ্ধেষি ব্লগার) দ্বারা ব্লগাদের সুনাম ক্ষুন্ন হচ্ছে যেন ব্লগার শব্দটি ব্যবহার না করা।
তাই তারা ব্লগার দের নাস্তিক বানাতে চায়
তবে সেটা যেন কারও সেনসিটিভ ব্যাপারে আঘাত না করে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে ।
এধরনের খুনোখুনি খুব ভাল জিনিস না । সরকারকেই এগিয়ে আসতে হবে এক্ষেত্রে । লিখার স্বাধীনতাকে খুব বেশী ঢিল দেওয়া উচিত হবে না যেটা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে ।
যারা খুন করে তাদের যেমন আইনের আওতায় আনতে হবে তেমনি যারা লিখার মাধ্যমে সমাজে উস্কানী দেয় তাদেরকেও কঠোরভাবে অবজার্ভ করতে হবে ।
মন্তব্য করতে লগইন করুন