== মায়ের সাথে “বায়না”== এম.এইচ.সজিব
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৪ জুলাই, ২০১৫, ১২:০৬:০৫ দুপুর
গ্রীষ্ম গেল বর্ষা এলো
আকাশ জুড়ে মেঘ!
পড়বে এবার আকাশ থেকে
বৃষ্টির ঘন বেগ।
ছোট্ট খোকা বায়না ধরে
মায়ের গাছে গিয়ে!
বৃষ্টি এলে ভিজবো আমি
উদোম সারা গায়ে!
মা বললেন হেসে!
বৃষ্টিতে ভিজলে পরে
শরীর খারাপ হবে শেষে!
খোকা এবার ধরলো বায়না!
সহ্য যে তার হয়না!
পালতোলা নাও চড়ে
যাবে মামার গাঁয়ে!
বারন করলে করবো
আমি আড়ি।
গাড়ি চড়ে যাবো আমি
ছোট্ট আপুর বাড়ি
খোকন সোনা রাগ করো না
ধৈয্য ধরো বাবা!
আল্লাহ যদি রাজি থাকে
আমরা যাবো “কাবা”
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন