== মায়ের সাথে “বায়না”== এম.এইচ.সজিব

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৪ জুলাই, ২০১৫, ১২:০৬:০৫ দুপুর

গ্রীষ্ম গেল বর্ষা এলো

আকাশ জুড়ে মেঘ!

পড়বে এবার আকাশ থেকে

বৃষ্টির ঘন বেগ।

ছোট্ট খোকা বায়না ধরে

মায়ের গাছে গিয়ে!

বৃষ্টি এলে ভিজবো আমি

উদোম সারা গায়ে!

মা বললেন হেসে!

বৃষ্টিতে ভিজলে পরে

শরীর খারাপ হবে শেষে!

খোকা এবার ধরলো বায়না!

সহ্য যে তার হয়না!

পালতোলা নাও চড়ে

যাবে মামার গাঁয়ে!

বারন করলে করবো

আমি আড়ি।

গাড়ি চড়ে যাবো আমি

ছোট্ট আপুর বাড়ি

খোকন সোনা রাগ করো না

ধৈয্য ধরো বাবা!

আল্লাহ যদি রাজি থাকে

আমরা যাবো “কাবা”

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328537
০৪ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৩
আবু আশফাক লিখেছেন : সুন্দর ছড়ার কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।
০৪ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৮
270784
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : কষ্ট করে মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
328569
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫০
আব্দুল গাফফার লিখেছেন : নিয়মিত লেখতে থাকুন ,লাইক Good Luck
০৪ জুলাই ২০১৫ রাত ১১:১০
270863
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাদেন উৎসাহ পেলে চেষ্টা করবো ইনশাআল্লাহ!
328634
০৪ জুলাই ২০১৫ রাত ০৯:৩৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বেশ সুন্দর লিখেছেন। আবেগ আছে, ছন্দ আছে, সত্যের প্রতি আহবান আছে। চালিয়ে যান।
০৪ জুলাই ২০১৫ রাত ১১:১০
270864
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : দোয়া করবেন ভাইয়া!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File