বিদায় মাহে রমজান! ==== এম.এইচ. সজিব =====
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ২৮ জুন, ২০১৫, ০৯:৫৫:৫৬ সকাল
বিদায় হে মাহে রমজান!
তুমি এসেছিলে বলে,
আমার ব্যস্থতার কোন কমতি ছিল না!
সর্বশেষ সংবাদ শিরোনাম,
খবরের কাগজ, টুইটার,
অথবা ফেইসবুক সবই সাজিয়েছি।
মাহে রমজানের শুভেচ্ছার ছবি দিয়ে।
হে মাহে রমজান!
আমাকে দিয়েছ সীমাহীন সুযোগ,
যেন নিজেকে আগে সংশোধন করতে পারি!
তবে ? মাহে রমজান!
তূমি চলে যাবে তাই অশ্রু
বয়ে যায় আমার এ অন্তরে।
কাটাবো আমি সামনের দিন কি নিয়ে?
হে মাহে রমজান!
তুমি এসেছিলে বলে,
আমি অবগত হলাম আমি
অধমও আছি প্রকাশের এ জগতে|
অশ্রুভেজা মনে বিদায় জানাই,
হে মাহে রমজান তোমাকে |
ক্ষমা করে দিও মোরে,
অবহেলা করি যদি তোমারে।
বিদায় হে মাহে রমজান তোমাকে..........
বিষয়: বিবিধ
১৬০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন