পিতার প্রতি সন্তানের ভালোবাসা......(একটি শিক্ষামুলক গল্প)

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪২:৫১ সকাল



এক সত্যিকারের কাহিনী বলি আপনাদের!

অনেক অনেক দিন আগে, এক বৃদ্ধ বাবা ও তার সন্তান উটের পিঠে চড়ে এক কাফেলার সাথে হাজ্জ পালনের উদ্দেশে রওনা দিলেন। মাঝ পথে হটাত বাবা তার ছেলে কে বললেন,''তুমি কাফেলার সাথে চলে যাও,আমি আমার প্রয়োজন সেরেই তোমাদের সাথে আবার যোগ দিব,আমাকে নিয়ে ভয় পেয়োনা, ''এই বলে বাবা নেমে পরলেন উটেরর পিঠ থেকে, ছেলেও চলতে লাগল কাফেলার সাথে, কিছুক্ষন পর সন্ধ্যা হয়ে এল, ছেলে আশে পাশে কোথাও বাবা কে খুজে পেলনা ,সে ভয়ে উটের পিঠ থেকে নেমে উল্টা পথে হাটা শুরু করল , অনেক দূর যাওয়ার পর দেখল তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছেন,ছেলে দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জরিয়ে ধরলেন, অনেক আদর করে বাবা কে নিজ কাঁধে চড়ালেন , তারপর আবার কাফেলার দিকে হাটা শুরু করলেন, তখন বাবা বললেনঃ আমাকে নামিয়ে দাও আমি হেটেই যেতে পারবো ছেলে বললোঃ বাবা আমার সমস্যা হচ্ছে না, তোমার ভার ও খোদার জিম্মাদারি আমার কাছে সব কিছুরচেয়ে উত্তম , এমন সময় বাবা কেদে দিলেন ও ছেলের মুখে বাবার চোখের পানি গড়িয়ে পরল। ছেলে বললঃ বাবা কাদছ কেন?? বললাম না আমার কষ্ট হচ্ছে না , বাবা বললেনঃ আমি সে জন্য কাদছি না, আজ থেকে ৫০ বছর আগে ঠিক এই ভাবে এই রাস্তা দিয়ে আমার বাবা কে আমিকাঁধে করে নিয়ে গিয়েছিলাম , আর বাবা আমার জন্য দোয়া করেছিলেন এই বলে যে, '' তোমার সন্তান ও তোমাকে এরকম করে ভালবাসবে। আজ বাবার দোয়ার বাস্তব রূপ দেখে চোখে পানি এসে গেল । বৃদ্ধ মা বাবা কে আপনি যেমন করে ভালবাসবেন, ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন আপনার সন্তানদের মাধ্যমে ! তাই বলছি, নিজের সুখের জন্য হলেও মা বাবারসেবা যত্ন করো !

'' রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগি রা"

আসুন ইসলামকে জানি ও ইসলাম সম্পর্কে বুঝি।

বিষয়: বিবিধ

৩৮২৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269077
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫১
বিন হারুন লিখেছেন : আল্লাহ আমাদেরকে আমাদের মাতা-পিতার সুনজরে রাখুন. খুবই ভাল লাগল, যতবার পড়ি ততবার ভাল লাগে. RoseRose
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
212850
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ, ভাললাগার জন্য।
269140
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩২
শফিউর রহমান লিখেছেন : ভালো বাসা, নাকি ভালবাসা?
২৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
213015
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
269158
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মুজাহিদ ভাইয়া। অতীব গুরুত্বপূর্ণ এই লিখাটির জন্য জাযাকাল্লাহ। মহা আল্লাহ্‌ পাক আমাদের সকলকেই বাবামায়ের সেবা ও সন্তুষ্টি অর্জনের সৌভাগ্য নসীব করুণ।
২৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
213016
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমিন!
269307
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
213366
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও অনেক অনেক শুভছচ্ছা।
269336
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সব সন্তানকে পিতামাতার সুনজরে রাখুন! আমিন!
২৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৭
213367
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমিন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File