তারপরও বেকার যুবকেরা একটি সুন্দর স্বপ্ন দেখে......

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ২০ জুলাই, ২০১৪, ০৭:৪৪:২৪ সন্ধ্যা



বাংলাদেশের রেলস্টেশন, বাস টার্মিনালে ভীড় জমায় একদল তরুন। তাদের লক্ষ্য ঢাকা; কারন এদেশে ঝাড়ুদার নিয়োগ করলেও তার নিয়োগ পরীক্ষা হয় ঢাকা থেকে। তারা কেউ প্রিলি দেবে; কেউ রিটেন; কেউ ভাইভা। কারো প্রথম, কারো পঞ্চাশতম; কারো বয়স শেষের শেষ পরীক্ষা।

মা ফোন দেয়- 'বাবা পাশ করেছিস দুই বছর হল; একটা কিছু কর। তোর বাবার পক্ষে আর সম্ভব না। মা তোর জন্য আশীর্বাদ করছি। এবার তোর চাকরি হবেই হবে' বাবা ফোন দেয়- 'বাবা আমাদের জন্য না; তোর জন্য একটা চাকরি ঠিক কর; বয়স কত হয়েছে খেয়াল আছে তোর।

কথা দেয়া প্রিয়তমার ফোন বাজে - 'তুমি বিসিএস ক্যাডার হও; ব্যাংকার হও এইটা আমি চাই না; একটা ছোটখাট চাকরি যোগাড় করো প্লিজ। বড় জব পরে দেখা যাবে।

শুধুমাত্র একটি চাকুরির জন্য যুবকটি অনার্স ফাস্ট ইয়ার থেকে মুখস্ত করে আসছে - কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ডয়ের সব সংখ্যা; জবের সকল গাইড। পৃথিবীর ২১৫ টি দেশের রাজধানী, মুদ্রা, আয়তন, জনসংখ্যা, রাষ্ট্রনায়কের নাম সবই তার মুখস্থ। যমুনা সেতুর পিলার কয়টা? চর্যাপদের কোন লাইন কে লিখেছেন? কোন জেলায় কি আছে? পৃথিবীর কোন নদী, শহর, প্রনালী, বাঁধ কোথায়? .. .... ... সবই তার মুখস্থ।

যুবকটি একটি সুন্দর স্বপ্ন নিয়ে রাতভর পাড়ি দিয়ে ঢাকা পোঁছায়। সকালে পরীক্ষা। ঢাকায় নেমে হাতমুখ ধুয়ে ২টা পরটা গিলে এক্সাম হলে দৌড় দেয়।

পরীক্ষা ভালোই দেয়; হল থেকে বের হওয়ার পরপরই পর্যায়ক্রমে- মা, বাবা, প্রিয়তমা, বন্ধুদের ফোন। বাসে ওঠে যখন শুনে তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে; মন ভেঙ্গে যায় বেশিরভাগ যুবকেরাই বার বার ভাইভা দেয়, কিন্তু চাকরি মিলে না। ফিজিক্স থেকে পাস করে চাকরি মিলে হয়ত কৃষি ব্যাংকে; সারাজীবন রসায়ন পড়ে হয়ত ঢুকে পুলিশ বিভাগে; প্রানীবিদ্যা, উদ্ভিদবিদ্যা পড়ে তাকে ঢুকতে হয় মার্কেটিং জবে!কেউ পুরো বেকার; কেউ অর্ধেক বেকার; কেউ কোনমতে পড়ে থাকে পেটচালানোর জন্য।

স্বাধীনতার ৪২ বছর পরও আমাদের যুবকদের জন্য চাকরির নিশ্চয়তা নেই। রাষ্ট্র ডিজিটাল হয়; জিডিপি বাড়ে; বাজেটের আকার বাড়ে; শতশত মাল্টিন্যাশনাল কোম্পানি দেশে ঢুকে; কেবল উন্নয়নের চুক্তি হয়; বৈঠক হয়; ঝাঁকে ঝাঁকে সেমিনার সিম্পজিয়াম হয় ......

কেবল নিয়োগ বিজ্ঞপ্তি বাড়ে না, কর্মসংস্থান বাড়ে না। বেকারের ভীড় বাড়তে থাকে; ১টি পোস্টের বিপরীতে উপচে পড়ে হাজার হাজার প্রতিযোগী ।

তারপরও যুবকেরা একটি সুন্দর স্বপ্ন নিয়ে প্রতি বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে ছুটে; কোন এক শুক্রবারে তার স্বপ্ন পূরণ হবে।

মাকে ফোন করে বলবে- 'মারে আমার চাকরি হয়েছে' বাবাকে বলবে- 'বাবা তুমি এবার বিশ্রাম নাও; শুধু বাজার করবে; পত্রিকা পড়বে আর টিভি দেখবে'।

প্রিয়তমাকে বলবে- 'আগামী মাসেই তোমার বাবার সামনে আমি দাঁড়াবো; দেখি কে ঠেকায়' !!

বিষয়: বিবিধ

২৯৭৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246381
২০ জুলাই ২০১৪ রাত ০৮:২৬
বুড়া মিয়া লিখেছেন : মানিটারী বেনিফিট মাক্সিমাইজিং এর অন্যতম শর্ত হলো লো-কষ্টে অপারেট করা যে কোন কিছুই। তাই এতে কে বেকার রইলো আর কে কাজ পাইলো এইটা অপারেটরদের কাছে কোন বিষয় না। ক্যাপিটালিষ্টিক পলিসি সর্বদাই এরকম।

আর ইক্যুইটেবল সোশ্যাল বেনিফিট এর জন্য রাষ্ট্র পরিচালকদের সক্রিয় ভূমিকা ছাড়া কোন উপায় নাই। তবে এক্ষেত্রে প্রায় সব রাষ্ট্রই উদাসীন।

আর বেকার মানুষগুলোও নিজেরা নিজেরা নিজেদের মধ্যে প্রতিযোগীতা করে থাকে – তাদেরও কোন সম্মিলিত প্রচেষ্টার কোন চেষ্টাই তারা করে না।

কিভাবে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে তার অনেক মতবাদ অনেক যুক্তিবাদীরাই দিয়ে গেছেন, তবে কেউ আমলে নেয় না!

তবে দোয়া করি – সে বেকার যদি আপনি হয়ে থাকেন তবে শীঘ্রই আপনার চাকরী হয়ে যাক।

আমি নিজেও অবশ্য বেকার ...
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
197037
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।
246395
২০ জুলাই ২০১৪ রাত ০৮:৫০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : আহ কবে এভাবে বলতে পারবো !!!! মাকে ফোন করে বলবে- 'মারে আমার চাকরি হয়েছে' বাবাকে বলবে- 'বাবা তুমি এবার বিশ্রাম নাও; শুধু বাজার করবে; পত্রিকা পড়বে আর টিভি দেখবে'।

Sad Sad Broken Heart Broken Heart
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
197036
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।
246401
২০ জুলাই ২০১৪ রাত ০৯:০৯
শেখের পোলা লিখেছেন : কয়েক লক্ষ টাকা পকেটে করে ঘুরুন, ঝাড়ুদার দারোয়ান, মালী'র চাকরী হেও যেতে পারে৷ দেশ প্রায় সিঙ্গাপুরে পৌঁছেগেছে কিনা তাই এই নিয়ম৷
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
197035
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।
246410
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৩৪
এবেলা ওবেলা লিখেছেন :


বেকার যুবেকেরা যতদিন যোগ্যতার চাকরি না পায় ততদিন এই ধরণের কাজে উদ্যগি হলে নিজে এবং দেশ উভয় বদলে যাবে--
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
197034
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।
246430
২০ জুলাই ২০১৪ রাত ১০:০০
egypt12 লিখেছেন : ভাই এর একটাই কারণঃ-
আমাদের স্বাধীনতা আজও অরক্ষিত :(

তাই আমাদের উন্নতি নেই :(
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৪
197033
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।
246459
২০ জুলাই ২০১৪ রাত ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চাকরি খোজায় আমাদের সবচেয়ে বড় সমস্যা। একটা ছোট পানের দোকানদারের মাসিক আয় ৫০০০-২০০০০ পর্যন্ত। কিন্তু অতি শিক্ষায় প্রভাবে আমরা ৫০০০ টাকা বেতনের চাকরির জন্য পাগল হয়ে যাই। নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু কমছেনা।
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৪
197032
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।
246492
২০ জুলাই ২০১৪ রাত ১০:৫৮
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৪
197031
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।
246950
২২ জুলাই ২০১৪ রাত ১২:২৯
বৃত্তের বাইরে লিখেছেন : উন্নত দেশে হাই স্কুল থেকে কাজ করার জন্য উৎসাহিত করা হয়। আমাদের দেশে ছাত্র জীবন মানে শুধুই পড়াশুনা। রাষ্ট্র যখন আমার কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারছেনা তাই ছাত্রজীবন থেকেই যত ক্ষুদ্র কাজই হোক না কেন করার চিন্তা করা উচিত। আপনি বেকার হয়ে থাকলে এই পেইনফুল জীবনের অবসানে শুভকামনা রইল Good Luck Good Luck Good Luck
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৪
197030
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File