আপনারা কি জানেন মুহাম্মাদ (সাঃ)এর উম্মতের মধ্যে কারা প্রথম কুরআনের পক্ষে মিছিল করেছিলেন?

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ২২ মে, ২০১৪, ১০:১৭:২৪ সকাল

আপনারা কি জানেন মুহাম্মাদ (সাঃ)এর উম্মতের মধ্যে কারা প্রথম কুরআনের পক্ষে মিছিল করেছিলেন?না,আমিই বলে দিই সেই কথা।কারা সেই সৌভাগ্যমান,যাঁরা কুরআনের পক্ষে প্রথম মিছিল করেছিলেন?মুহাম্মাদ(সাঃ) এক দিন গোপনে সাহাবীদের নিয়ে কুরআনের শিক্ষা দিচ্ছিলেন।ঐ দিন ওমর (রাঃ) সেখানে উপস্থিত ছিলেন।ওমর (রাঃ) ও মহাবীর হামযা (রাঃ) সবে মাত্র মুসলমান হয়েছিলেন।এই উপস্থিত বৈঠকের মাঝে ওমর ফারুক (রাঃ) ঘোষণা দিলেন আমরা আর গোপনে নামাজ ও কোরআনের বৈঠক করব না।আমরা এখন থেকে প্রকাশ্যে ইসলামের কাজ চালিয়ে যাব।তখন উপস্থিত মুসলমান এই বাক্যের উপর সমর্থন দিলেন।যেই কথা সেই কাজ।উপস্থিত মুসলমান কাতারে কাতারে বিভক্ত হলেন।ওমর (রাঃ) তাঁর তরবারী কোষমুক্ত করলেন।উদ্দেশ্য কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করা।হযরত মুহাম্মাদ (সাঃ) এর পাশে ওমর (রাঃ) খোলা তরবারী নিয়ে দাঁড়ানো।ঘোষণা দেওয়া হল কাফেরদের মধ্যে কে আছে সামনে এসে বাধা দাও।এই বলে একজন বলে উঠল"তাকবীর"।সঙ্গে সঙ্গে চারিদিকে প্রতিধ্বনি হয়ে উঠল "আল্লাহু আকবার"।এই ভাবে শ্লোগানে শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে উঠল।আর এই মিছিলটি কাবা ঘরের দিকে অগ্রসর হতে থাকল।কী মনোরম সে দৃশ্য! কোরাইশরা দেখল এ মিছিলে ওমর (রাঃ), হামযা (রাঃ ) উনুক্ত তরবারী হাতে নিয়ে রয়েছেন।তাই কেউ মিছিলে বাধা দেওয়ার সাহস করল না।বিনা বাধায় এই মিছিলটি কাবা ঘরে প্রবেশ করল।অত:পর সবাই এই প্রথম কাবা ঘরে প্রকাশ্যে নামাজ আদায় করলেন।বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।যেখানে ৯০%মুসলমানের বসবাস।তবুও আজ আওয়ামীলীগ সরকার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর মুছে দিল।শতশত আলেম আজ কারাগারে, দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী,শিক্ষা বাবস্থায় নাস্তিকতা, সারাদেশ আজ ঘোষ,সুদ আর দুর্নীতিতে পরিপূর্ণ।গণধর্ষণ, ছিনতাই, রাহাজানি, চুরি করা আজ নিত্য দিনের ব্যাপার।পুলিশেরনগ্ন হস্তক্ষেপে আজ তারা জনগণের বন্ধু হতে শত্রুতে পরিণত হয়েছে।যারা জনগণের রক্ষক,আজ তারা জনগণের ভক্ষক।

ছাত্ররা আজ বই ছেড়ে Girl friend নিয়ে প্রকাশ্রে ঘুরে বেড়াচ্ছে।তারা মদ্যপানে ধ্বংস করছে নিজেদের যৌবন। অথচ মদ্য ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে লাইসেন্স।বিচার ব্যবস্থা আজ রাজনৈতিক দলের হাতিয়ার।কিশোর অপরাধসহ আরও নানামুখী অপরাধকর্ম সংঘঠিত হচ্ছে এই দেশে।আমাদের কি কিছুই করার নেই?আমি আশা করব শতরক্ত চক্ষু উপেক্ষা করে আমারাও ওমর (রাঃ) মত জেগে উঠে কোরআনের রাজ কায়েম করব।(ইনশাল্লাহ)

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224538
২২ মে ২০১৪ সকাল ১০:২৮
অনেক পথ বাকি লিখেছেন : ইনশাল্লাহ ভাই ( ভালো লাগলো)
২২ মে ২০১৪ সকাল ১০:২৮
171740
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাদের কাছে ভালো লাগলেই আমার পোস্ট স্বার্থক।
224554
২২ মে ২০১৪ সকাল ১১:২৫
ইয়াফি লিখেছেন : এইরকম এক মহান পবিত্র কাহিনীর সাথে কুরুচিপূর্ণ ছবিটা লাগানো মোটেই ঠিক হয়নি!পারলে এক্ষুনী সরিয়ে ফেলুন। আমি বুঝছি আপনি দেশে চলমান অবস্হা বুঝাবার জন্য উদাহরণস্বরূপ ছবিটি যোগ করেছেন। কিন্তু যেখানে আল্লাহর রাসুল (সাঃ) ও সাহাবায়ে আকরামের কথা চলছে সেখানে পবিত্রতা, গাম্ভীর্যতা বঝায় রাখা একান্তই জরুরী। কুরুচিপূর্ণ ছবি এড়িয়ে যেতে হবে। মানুষ এমনিতে বাধ্য হয়ে এগুলোর মুখোমুখি হচ্ছে!
২২ মে ২০১৪ দুপুর ০৩:২১
171927
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঠিক আছে ভাইয়া।
224623
২২ মে ২০১৪ দুপুর ০২:১৩
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : জেগে ওঠো বাংলার উমর, জেগে ওঠো বাংলার হামজা।
২২ মে ২০১৪ দুপুর ০৩:২১
171926
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File