জীবনে সুখী হওয়ার ১১টি উপায়।

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ২১ মে, ২০১৪, ০১:৪২:৪৮ দুপুর



জীবনে সুখী হবার ১১ টি উপায়

১) অন্যের কাজে নাক গলাবেন না: আমরা জীবনের বেশিরভাগ সমস্যাই সৃষ্টি করি অন্যের কাজে অহেতুক হস্তক্ষেপ করে। অন্যের চলার পথকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। কেননা, আল্লাহ প্রত্যেকটি মানুষকে ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে সৃষ্টি করেছেন ।

২) ক্ষমা করে মনে রাখবেন না: ক্ষমা মহৎ লক্ষণ কিন্তু সেটা মহৎ থাকে না যদি আপনি সেটা সবার মাঝে বলে বেড়ান। এমন কাজে নষ্ট করার মতো যথেষ্ট সময় জীবনে নেই। ক্ষমা করে, ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে জান। মনে রাখবেন, ভালোবাসাটা দেওয়ার পড় ভুলে যেতে পারলেন কিনা তার মধ্যেই প্রস্ফুটিত হয়।

৩) স্বীকৃতি পাওয়ার কামনা করবেন না: এই পৃথিবী স্বার্থপর মানুষের পরিপূর্ণ। আজ আপনার প্রশংসা করে আপনার ক্ষমতা আছে বলে, কাল যখন ক্ষমতা থাকবে না তখন ছুড়ে ফেলতেও দ্বিধা করবে না। আপনার সকল অর্জন-ত্যাগ ভুলে যাবে। কিন্তু শুধু স্বীকৃতির জন্য আপনার ভিতরের মানুষটাকে ধ্বংস করবেন কেন? আপনার কাজ আপনি যথাযথ ভাবেই করে যান।

৪) হিংসা কে মাটি চাপা দিন: কারো অর্জনে কখনো হিংসা করবেন না। হিংসা মানুষের অর্জনগুলো মাটি চাপা দিয়ে দেয়। এটা আমাদের মানসিক প্রশান্তির নষ্টেরও বড় ধরণের একটা কারণ।

৫) নিজেকে বদলান: আপনি যদি আপনার চারপাশ পরিবর্তন করে দিতে চান, তাহলে সেটা বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাড়াতে পারে এবং বেশিরভাগ সময় ই আপনি এতে বিফল হবেন। তাই চারপাশের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিন। তারপর সবাইকে নিয়েই পরিবর্তনের দিকে এগিয়ে যান।

৬) যা থেকে পরিত্রাণ পাবেন না, তা সহ্য করে নিনঃ প্রতিদিন আমরা এমন সব সমস্যার সম্মুখীন হই যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। এ সমস্যাগুলো নিইয়ে অহেতুক ভেবে আমরা কোন সমাধানে পৌঁছতে পারি না, কিন্তু মাঝে দিয়ে অনেক গুলো সময় নষ্ট হয়। আমাদের এ ছোট ছোট সমস্যাগুলোকে নিজেদের মানসিক প্রশান্তির জন্যই সহ্য করে নিতে হবে।

৭) সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুনঃ আমরা অনেকেই আমাদের সাধ্যের বাহিরেও কাজের দায়িত্ব নিয়ে থাকি। অনেক সময় আত্মমর্যাদা থেকে অহেতুক কাজের ভার বাড়িয়ে নেই।

৮) মহান আল্লাহকে স্মরণ করুনঃ সব সময় আল্লাহকে স্মরণ রাখুন । তার অনুগ্রহ চান। এটা আপনার কাজের গতি বাড়িয়ে দিবে এবং কম সময়ে বেশি কাজ করতে সহায়তা করবে।”মহান আল্লাহর সহায়তা পাচ্ছেন” – এমন ভেবে কাজ করলে মনের সতেজতা অনেক গুন বৃদ্ধি পায়।

৯) মনকে শূন্য রাখবেন না: কথায় আছে- “অলস মস্তিষ্ক শতানের কারখানা”। তাই মন কে কখনো ফাকা রাখবেন না। যখনি সুযোগ পাবেন নিজেকে কোন না কোন কাজে ব্যস্ত রাখবেন।

১০) অতীত নিয়ে ভাববেন না: অতীত ভুলে সামনে আগান। পিছনে জয়-পরাজয় যাই থাকুক না কেন, তা থেকে হয়তো শিক্ষা নিয়ে নয়তো অনুপ্রেরণা নিয়ে সামনে আগাতে পারেন। কিন্তু অতীত আঁকড়ে ধরে থাকলে কখনোই সামনে এগুবার পথ টুকু ও খুঁজে পাবেন।

১১) বেশি বেশি মৃত্যুকে স্বরন করুন: কেননা বেশি বেশি মৃত্যুকে স্বরন করলে আপনার সামনের কঠিন কাজগুলো খুব সহজ হয়ে যাবে।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224130
২১ মে ২০১৪ দুপুর ০১:৪৯
অনেক পথ বাকি লিখেছেন : লেখাটি পড়ে খুব ভালো লাগলো ভাই।
২২ মে ২০১৪ সকাল ১০:০৮
171718
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভাল লাগালেই, আমার স্বার্থক।
224131
২১ মে ২০১৪ দুপুর ০১:৫১
ড মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন : অসাধারণ
আল্লাহ আপনাকে আরো ভালো লেখার তৌফিক দিন
২২ মে ২০১৪ সকাল ১০:০৮
171719
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ধন্যবা, আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
224134
২১ মে ২০১৪ দুপুর ০২:০২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ মে ২০১৪ সকাল ১০:০৯
171720
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভাল লাগালেই, আমার পোস্ট স্বার্থক।
224137
২১ মে ২০১৪ দুপুর ০২:০৯
ভিশু লিখেছেন : ১২) ব্লগারদেরকে অন্তর থেকে একদম ভালো না হলেও মোটামুটিবাসুন!
২২ মে ২০১৪ সকাল ১০:০৯
171721
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমি অন্তর থেকে ভালবাসি সব ব্লগারদের।
224146
২১ মে ২০১৪ দুপুর ০২:৪৩
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভালো লিখেছেন Rose Rose Rose
২২ মে ২০১৪ সকাল ১০:১০
171722
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভাল লাগালেই, আমার পোস্ট স্বার্থক।
224148
২১ মে ২০১৪ দুপুর ০২:৪৮
আব্দুল গাফফার লিখেছেন : চমৎকার লেখা , অনেক ধন্যবাদ
২২ মে ২০১৪ সকাল ১০:১০
171723
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভাল লাগালেই, আমার পোস্ট স্বার্থক।
224165
২১ মে ২০১৪ দুপুর ০৩:২৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার জীবনে মেনে চলার চেষ্টা করবো।
২২ মে ২০১৪ সকাল ১০:১০
171724
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করুক।
224205
২১ মে ২০১৪ বিকাল ০৪:৪৫
প্রবাসী আশরাফ লিখেছেন : এগারটি পয়েন্টই অত্যন্ত গুরুত্বপূর্ন। এগুলো আমলে আনা সত্যিই কষ্টকর তবে একবার মেনে চলতে পারলে জীবন হবে অতি সুন্দর, সন্দেহ নাই। তাই একটা ধন্যবাদ জানাই এমন সুন্দর পোষ্টটির জন্য।
২২ মে ২০১৪ সকাল ১০:১০
171725
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভাল লাগালেই, আমার পোস্ট স্বার্থক।
224331
২১ মে ২০১৪ রাত ০৮:৩৫
২২ মে ২০১৪ সকাল ১০:১১
171727
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঐ মিয়া বড় ভাই, বুড়া বয়সে এত বানর নিয়ে কেমনে থাকন।
১০
224448
২২ মে ২০১৪ রাত ১২:৪৫
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
২২ মে ২০১৪ সকাল ১০:১১
171728
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১১
224690
২২ মে ২০১৪ বিকাল ০৪:২৯
আফরা লিখেছেন : অনেক ভাল কথা লিখেছেন ধন্যবাদ ভাইয়া ।
২৪ মে ২০১৪ সকাল ০৯:৩৯
172440
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১২
224748
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
মদীনার আলো লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৪ সকাল ০৯:৩৯
172441
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File