বিশ্বজিত দাশ

লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০৫ মে, ২০১৪, ১০:০৩:৩৩ সকাল

রাজনীতি করে নাকো

বিশ্বজিত দাশ,

টেইলার্সে অর্ডার নেয়া

তার প্রধান কাজ।

ক্যাডারের হৃদয় মানেনি

এই কান্না তার,

প্রাণ বাঁচাতে আকুতি-মিনতি

জানালো বার-বার।

তবু লাঠি-চাপাতি-রামদা দিয়ে

তাকে খুন করে,

মানুষরুপি জানোয়ার।

স্রোতের মত বইতে থাকে,

দেহের তাজা রক্ত ঝরতে থাকে ,

কোন নাড়াচড়া হামলা

কোপানী বন্ধ করতে থাকে।

হাসপাতালে নিয়ে যায়

দেশ প্রেমিক রিকসাওলা

ডাক্তার দেয় পরে মৃত ঘোষনা।

সংবাদ শুনে আর্তনাদে

জরায় মা তা ছোখের জল।

দেখা কখনো মিলবে নাকো

কলিজার ধণ বিশ্বজিত আমার।

তার ভাগ্যে এমন লিখা ছিল

একি চাওয়?

দোষ নাই বিচার নাই

হত্যা করে যাওয়া।

বিশ্বজিত নামের

টেইলার্স দোকানের

সদা হাসোজ্জল ছেলেটি

বেঁছে নেই আর,

বিচার চাই, বিচার করো

বাংলাদেশের সরকার।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217620
০৫ মে ২০১৪ সকাল ১০:৪৮
egypt12 লিখেছেন : রাজনীতি করা কি অপরাধ? রাজনীতি করলে কি মরতেই হবে???
০৫ মে ২০১৪ সকাল ১০:৫৩
165783
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আমি সেটা বলিনি, আমি বুঝাতে চেয়েছি বিশ্বজিত রাজনীতি না করেও হত্যাকান্ডের শিকার, আর যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রেতো কথাই নাই।
০৫ মে ২০১৪ সকাল ১১:০৩
165788
egypt12 লিখেছেন : কথাই নাই Crying
217674
০৫ মে ২০১৪ দুপুর ০১:৩৬
মুজিব সেনা লিখেছেন : যারা বিশ্বজিৎ কে প্রকাশে হত্যা করে তারা মানুষ নয়,মানুষরুপী জানোয়ার। এদের রাজনীতি করার কোন অধিকার নেই,এজাতীয় মানুষ যেকোনো দলের জন্য হুমকি সরূপ। তারপরও রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তাদের দলের অন্তর্ভুক্ত করা হয়। রাজনীতি বলে কথা! সুস্থধারার রাজনীতি আমাদের দেশ এ আসতে এখনও অনেক দেরী আছে,ধইর্জ ধরতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File