মানুষ মানুষের জন্য কথাটি ১০০% মিথ্যা
লিখেছেন লিখেছেন মুজাহিদ হোসাইন সজিব ০১ মে, ২০১৪, ১১:১৯:৩৫ সকাল
মানুষ মানুষের জন্য কথাটি ১০০% মিথ্যা
মানুষ ক্ষমতার জন্য একথাটি
আজ সঠিক হয়ে উঠেছে ।
আওয়ামীলীগ এই বাংলায় আজ
এক মুর্তিমান আতঙ্ক হিসেবে
আত্নপ্রকাশ করেছে । তাদের
নৃশংসতা ছাড়িয়ে গেছে আজ
সকল নৃশংসতাকে,ধরা কে
আজ তারা সরা জ্ঞান করছে ।
মানুষ যখন যুক্তি-প্রমাণে হেরে
যায় কিন্তু হঠকারিতা ও জেদ
ছাড়তে পারে না— তখন সে
প্রতিপক্ষকে ঘায়েল করতে ধৃষ্টতাপূর্ণ
পথই বেছে নেয় ।
মহানবীর সমসমায়িক বিভিন্ন
ধর্মানুসারী সমপ্রদায় যারা
ইসলামকে দলিল-প্রমাণ বা
জ্ঞানভিত্তিক বিতর্কে নাকচ
করতে পারেনি, তারা পেশিশক্তি,
কুরুচিপূর্ণ নিন্দাবাদ ও অযৌক্তিক
পন্থায় আক্রমণ করত ।
সেরকম ই আওয়ামীলীগ আজকে
নেড়ি কুত্তার মত আচরন করছে,
তাদের স্বভাব ই বলে দিচ্ছে,তারা
আজ পরাজিত ।
আল্লাহর জমিনে দাঁড়িয়ে অন্যায়
করে পার পেয়ে যাবে এটা তো
হতে পারেনা ?
আর এটা সুধু আল্লাহর সাথেই
বিশ্বাসঘাতকতা নয়, তারা
জুলুম করছে মানুষের উপর ।
আর অন্য কারো উপর অত্যাচার
করলে আল্লাহ তাঁকে ক্ষমা করেননা
যতক্ষন না পর্যন্ত ওই মজলুম ব্যাক্তি
তাঁকে ক্ষমা না করে ।
এই আওয়ামীলীগের ঠ্যাঙ্গারে বাহিনী
আজ যত মা বোন দের চোখের পানি
ঝরিয়েছে, যত লোক কে কাদিয়েছে,
জুলুম নিপীড়ন করছে এর কোন ক্ষমা নেই ।
কত শত বোনের কান্না, মায়ের কান্না,
পিতার জন্য সন্তানের কান্না,অভিশাপ
হয়ে আওয়ামীলীগের ভাগ্যে বর্তাবে ।
বিষয়: বিবিধ
৯০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন