তুমি আর তুমি রইলে না !!

লিখেছেন লিখেছেন দৃষ্টিহীনের অন্তর্দৃষ্টি ২৮ এপ্রিল, ২০১৪, ১২:২৭:৩৪ দুপুর

এ বিদায় তোমায় দেবো না

কষ্ট যা পাবো জানতে পাবে না

আকাশে তারার মেলা হবে

ফুলে ফুলে ভেসে যাবে

শুধু তুমি আর তুমি রবে না ।।

ডানা মেলে আকাশে

স্মৃতি গুলো বাতাসে,

এলোমেলো উড়াউড়ি

হঠাৎ গড়াগড়ি,

জানি সব মিছে ভাবনা,

তুমি আর তুমি রবে না ।।

আয়নাটা দেয়ালে

জামাটা আলমিরাতে,

গন্ধটা রয়েছে

যেখানে তোমার ছোয়া পেয়েছে,

চশমাটা টেবিলে

ভুলে হয়তো গেছো ফেলে,

কিভাবে ছোবে স্বপ্ন তোমার

আমি ভেবে ভেবে কোনো উত্তর পাই না

তুমি আর তুমি রবে না ।।

কথা ছিলো এক সাথে,

তুমি আমি হাত হাতে,

পাড়ি দিবো হাজার পথ,

কেনো একা, আভিমানে,

ভুলে গেলে আমাদের এ শপথ,

চলে গেছো যেখানে কেউ শোনে না

তুমি আর তুমি রইলে না ।।

বিষয়: সাহিত্য

১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File