"খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।

লিখেছেন লিখেছেন জিরো ফাইব ২৯ এপ্রিল, ২০১৪, ০৪:১৪:০৭ বিকাল

এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাত এবং একটা অতিরিক্ত রুটি এক কুঁজোর জন্য বানিয়ে জানালায় রেখে দিত।

কুঁজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত।

সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিরবির করে বলত:-

"'খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।"

মহিলা তার উপর বিরক্ত হত কারন সে কোনো দিন কৃতজ্ঞতা জানাতনা। কিন্তু তারপরও মহিলাটি কুঁজোর জন্য রুটি রাখত। আর কুঁজো ও সবসময় বিড়বিড়

করে একই কথা বলত। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় কুঁজোর উপর বিরক্ত হয়ে উঠে। ঠিক করল পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে দিবে। ভাবনামত পরের দিন রুটির সাথে বিশ মিশিয়ে জানালায় রেখে দিল। কিন্তু তার মনে বার বার অনুশোচনা হতে থাকল। তাই সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে নতুন একটা রুটি রাখল

জানালায়। কুঁজো এসে রুটি নিয়ে চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলল,

'"খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।"

অপর দিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খুঁজে। ৪-৫ মাস ধরে তার কোনো খোঁজ নাই। ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত। ওইদিন হঠাৎ মহিলা তার দরজায় নক শুনতে পেল। দরজা খুলে দেখল তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার ছেলের অবস্থা ছিল খুব করুন। সে ছিল খুব ক্ষুধার্ত আর রুগ্ন। তার পরনের কাপড় ছিল ছেঁড়া। সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগল:-

"আমি হয়ত আজ ফিরতে পারতাম না। আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। এক কুঁজোকে অনুরোধ করায় সে আমাকে একটু রুটি দিয়ে বলল:-

'প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে। কিন্তু আজকে তোমার আমার চেয়ে বেশি দরকার। এইটা তুমি নাও।'

সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম।"

মহিলাটির বুঝতে বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো এবং ঐ কুঁজোটাই রুটিটা তার ছেলেকে দিয়েছিল।

তখন মহিলার মনে পড়ল বিষ মিশানো রুটির কথা। যদি সে সেটা ফেলে না দিত তাহলে তার ছেলে আজ মারা যেত। সে সৃষ্টিকর্তার নিকট হাজারো বার কৃতজ্ঞতা জানাল।

সত্যিই ......

""খারাপ কাজ নিজের কাছে থেকে যায়

কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।"" ♥♥

সংগ্রীহিত

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214895
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
প্রবাসী আশরাফ লিখেছেন : ধন্যবাদ শিক্ষনীয় গল্পটি শেয়ার করার জন্য... Rose
214909
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কাহিনীটা একদম শেষে এসে অন্য মোড় নিল।
214952
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগল
ধন্যবাদ শিক্ষনীয় গল্পটি শেয়ার করার জন্য... এরকম লেখা আরো চাই!
215090
২৯ এপ্রিল ২০১৪ রাত ১০:১৪
জিরো ফাইব লিখেছেন : সবার কমেন্টের জন্য ধন্যবাদ।
আমি নতুন ব্লগিং করছি তাই কমেন্টের উত্তর দিতে সমস্যা হচ্ছে।
215126
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৪
Mujahid Billah লিখেছেন : কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
215146
৩০ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৭
জিরো ফাইব লিখেছেন : কোথায় কি কমেন্ট করলেন ??? Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File