সাঈদীকে ফাঁসি দেয়ার গুজব, আশঙ্কা তার আইনজীবীর !

লিখেছেন লিখেছেন লোকাল বাসের যাত্রী ২২ এপ্রিল, ২০১৪, ০৪:১৩:৪৪ বিকাল

জামায়াত নেতা মাওলানা সাঈদীর আইনজীবী এ্যাড তাজুল ইসলাম তার ফেস বুকে লিখেছেন,

আইনজীবীর নাকি আবেগ থাকতে নেই. তাই কোনো আবেগ প্রকাশ করিনা . কিন্তু তাই বলে সবসময় আবেগ্শুন্য পাথর হওয়া কি সম্ভব? কাদের মোল্লা ভাই এর ফাসি হয়ে গেল, আবেগ শুন্য পাথর হতে গিয়ে হৃদয় এর কান্না অতলে অন্তরীণ রাখতে চেয়েছি, কিন্তু সে কান্না কি করে যেন জলীয় বাস্প হয়ে ছড়িয়ে গেছে বিশ্বময়. হয়ত বা পৌছে গেছে আরশে আজিম পর্যন্তও . আবার আরেকটি নিশ্বাস বন্ধ করে দেয়া সময় গ্রাস করছে আমাকে. চারিদিকে গুজবের ডালপালা- সাইদী সাহেব কে এ সপ্তাহের মধ্যেই নাকি ফাসিতে ঝুলানো হবে.মহামান্য সুপ্রিম কোর্ট এখনো রায় দেন নি , অথচ মন্ত্রী মহোদয় রা রায়ের তারিখ বলে দিচ্ছেন . তাহলে কি গুজব সত্য হতে যাচ্ছে? কি জানি , হয়ত আল্লাহ জানেন, আর জানবে আগামী দিনের ইতিহাস. তবে অপহৃত সুখরঞ্জন বালির সাক্ষ্য আর নিহত ইব্রাহিম কুট্টির স্ত্রী মমতাজ বেগমের মামলার এফ এই আর ও চার্জশিট দাখিলের পরও ওই দুটি অভিযোগ এ ফাসি হবে??? এও কি সম্ভব!! আমি জানিনা, জানেন মাননীয় বিচারক বৃন্দ. তবে আমার জ্ঞান ও বিবেক দিয়ে যা দেখেছি তাতে আল্লাহ রাব্বুল আলামিন কে সাক্ষী রেখে বলতে পারি ,সাইদী সাহেব নির্দোষ, তার বিরুদ্ধে অভিযোগ গুলো আসলেই এ শতাব্দীর নিকৃষ্ট তম মিথ্যাচার....

বিষয়: রাজনীতি

৯২০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211882
২২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : দিয়ে দিক। জঞ্জাল সাফ।
২২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
160236
শেখের পোলা লিখেছেন : কিন্তু আসল জঞ্জালে চারিদিক পূর্ণ হচ্ছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File