পাব্লিক পরীক্ষার প্রশ্ন ফাঁস

লিখেছেন লিখেছেন ঝুলন্ত মাকড়সা ০৯ জুলাই, ২০১৪, ১০:৪০:৪৫ সকাল

একটা গল্প শোনেনঃ

এক মহিলা তাঁর অাট মাস বয়সের বাচ্চাকে কাজের মেয়ের কাছে রেখে বাইরে গেছে। বাড়ি ফিরে এসে মহিলা ঘরের কোথাও তাঁর বাচ্চাকে খুঁজে না পেয়ে যখন কাজের মেয়েকে জিজ্ঞাস করলো, তখন মেয়েটির উত্তর ছিলো,

"বাবু খালি কান্দে। ঠান্ডা করতেই পারিনা। তাইতো বাবুরে ফ্রিজে ঢুকাই রাখছি। অহন অার কান্দে না। একদম ঠান্ডা অাছে অার অামিও শান্তিতে কাজ করতে পারতেছি।"

মহিলাটি দ্রুত ফ্রিজ খুললো। বাচ্চাটি অাসলেই ঠান্ডা ছিলো বাট যা হওয়ার তা হয়ে গেসে......

এটা খুব পুরনো একটা গল্প। নতুন কাহিনি হচ্ছে, অামাদের মাননীয় শিক্ষামন্ত্রী নতুন নিয়ম করতে যাচ্ছেন, ভবিষ্যতে কোনো পাব্লিক পরীক্ষায় গ্যাপ দেওয়া হবে না.....(!!)

এতে করে ছেলেমেয়েদের পড়ালেখার অবস্থা যে ই বাচ্চার চাইতে কোন অংশে ভালো হবে না- তা অামি হলফ করে বলতে পারি।

ফিলিং: জয় বাঙলা

বিষয়: রাজনীতি

৮৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243142
০৯ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৬
শিশির ভেজা ভোর লিখেছেন : সুন্দর উদাহরণ। Thumbs Up
১০ জুলাই ২০১৪ সকাল ০৯:৩২
189013
ঝুলন্ত মাকড়সা লিখেছেন : জ্বি, ধইন্যবাদ
243206
০৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১০ জুলাই ২০১৪ সকাল ০৯:৩৩
189014
ঝুলন্ত মাকড়সা লিখেছেন : যাযাকাল্লাহ
243275
১০ জুলাই ২০১৪ রাত ০১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষা মন্ত্রির চুল বিহিন ঠান্ডা মাথায় এই নতুন গোলমাল গজাইল কিভাবে সেটাই চিন্তা করি????
১০ জুলাই ২০১৪ সকাল ০৯:৩৪
189017
ঝুলন্ত মাকড়সা লিখেছেন : মনে হয় অফিসের এসি নষ্টো। তার ওপর যা গরম পড়সে.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File