জীবনের বাস্তবতা
লিখেছেন লিখেছেন ঝুলন্ত মাকড়সা ১১ জুন, ২০১৪, ০৭:৩২:৩০ সন্ধ্যা
প্রতিটি মানুষেরই কিছু নিজস্ব ইচ্ছা, আকাঙ্খা থাকে। বাহ্যিক সৌন্দর্য, ভালো জব, ফুল ফ্যামিলি, স্বচ্ছল জীবন ইত্যাদি.... ইত্যাদি.....
তবে সবচেয়ে বড়ো সমস্যা হলো বেশিরভাগ মানুষই সেগুলো সব পায় না। আর পেলেও সে তৃপ্ত হয় না বরং আরও পাওয়ার নেশায় মগ্ন হয়.......
মনে রাখবেন ভাই, হাতের ৫ টা অাঙ্গুল যেমন সমান নয়, জগৎের সব মানুষও তেমনি সমান না। আপনার দামি জামা নেই- অন্য কারও হয়তো জামা ই নেই... আপনার মা অথবা বাবা নেই- অন্য আরেকজনের হয়তো কিছুই নেই; একদম নিঃস্ব...... আপনাদের দামি গাড়ি নেই- অন্য কারও হয়তে হাঁটার জন্য পা ই নেই...
সবসময় নিজের থেকে যাঁরা কষ্টে আছে তাঁদের সাথে নিজেকে তুলনা করবেন; মনে শান্তি আসবে। উচ্চাকাঙ্খা নিয়ে কেউ আত্নতৃপ্তিতে ভোগে না; যা পায় তা শুধুই না পাওয়ার কষ্টো......
মনের ভেতরের দুঃখগুলো জমিয়ে রাখা হয়তো একটু বেশিই কষ্টের..... কিন্তু সেটা ভূলে গিয়ে মুখে হাসি আনা আরও বেশি কষ্টের.....
সে যতোই কষ্টকর হোক না কেনো, একান্ত দুঃখের কথাগুলো ভূলেও কারও কাছে প্রকাশ করবেন না। সবসময় সবার সাথে সম্পর্ক একরকম থাকে না। হয়তো অন্যসময় সে এই কথাগুলোই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে.....
এটাই জগৎ। এটাই বাস্তবতা। এই জগৎটা খুবই নির্মম। সে আপনাকে একদিকে ঠেলে দিয়ে যুদ্ধ করার জন্য তরবারি তুলতেও সদা প্রস্তুত.......
আমিই তো এর এক বাস্তব সাক্ষী......
জগৎে টিকে থাকতে হলে মনকে শক্ত করুন। একা একা বাঁচতে শিখুন। মনে রাখবেন, "মন থেকে চাইলে সবকিছুই হয়, তবে চাইতে হয়....."
বিষয়: বিবিধ
৪০১০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনার সুন্দর লেখনীর জন্য।
মন্তব্য করতে লগইন করুন